|
|
|
|
ভোটের মুখে পুলিশে রদবদল |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দুই ওসির বদলির নির্দেশে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরে। শুক্রবার রাতে এই নির্দেশের কথা জানতে পারেন ওই দুই ওসি হীরক বিশ্বাস এবং পলাশ মিত্র। হীরকবাবু পিংলার ওসি ছিলেন। তাঁকে বদলি করা হয়েছে মেদিনীপুর কোতয়ালি থানায়। অন্য দিকে, পলাশবাবু বেলদা থানার ওসি ছিলেন। তাঁকে বদলি করা হয়েছে খড়্গপুর টাউন থানায়।কেন আচমকা এই বদলি? স্থানীয় সূত্রে খবর, দুই ওসির সঙ্গেই দুই এলাকার তৃণমূল নেতৃত্বের একাংশের ‘দূরত্ব’ তৈরি হয়েছিল। তার জেরেই এই বদলি কি না, চলছে জল্পনা। জেলা পুলিশ অবশ্য জানিয়েছে, এটি রুটিন বদলি।
পুলিশ সূত্রে খবর, পিংলা থানার ওসি হচ্ছেন সুধাংশু বন্দ্যোপাধ্যায় এবং বেলদা থানার ওসি হচ্ছেন পঙ্কজ মিস্ত্রি। ইতিমধ্যে এঁদের ওই পদে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।দুই ওসি ছাড়াও জেলার ১৭ জন এসআই এবং ৩৩ জন এএসআইয়েরও বদলি হয়েছে। বিভিন্ন থানা এবং পুলিশ লাইনে এঁদের পাঠানো হয়েছে। যে সব এসআইয়ের বদলি হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন কুশল বিশ্বাস। কুশলবাবু মেদিনীপুরের অস্ত্র-কাণ্ডের তদন্তকারী অফিসার ছিলেন। এক সময় তিনি সবং থানার ওসি ছিলেন। পরে পুলিশ লাইনে ‘ক্লোজ’ করা হয়। এরপর মেদিনীপুর কোতয়ালি থানায় তাঁর পোস্টিং হয়।
চলতি মাসেই মেদিনীপুর সদর ব্লকের এনায়েতপুর থেকে মাটি খুঁড়ে ৭০টি বন্দুক-রাইফেল উদ্ধার হয়। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগও জমা পড়ে। অভিযোগের প্রেক্ষিতে সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকার-সহ ১২ জন সিপিএম নেতা-কর্মীর নামে মামলা রুজু করে পুলিশ। এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন কুশলবাবু। ইতিমধ্যে এ ঘটনায় রেণুপদ সিংহ নামে এক সিপিএম কর্মীকে গ্রেফতার করাও হয়েছে। কুশলবাবুকে ডিআইবিতে বদলি করা হয়েছে। জেলা পুলিশ অবশ্য জানিয়েছে, বদলির কোনও প্রভাব মামলার উপর পড়বে না। |
|
|
|
|
|