টুকরো খবর |
বধূর ঝুলন্ত দেহ
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল চন্দ্রকোনা রোড পুলিশ। মৃতার নাম প্রতিমা সিংহ (১৯)। বাড়ি চন্দ্রকোনা রোডের দ্বারিগেড়িয়ার সিংহ পাড়ায়। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে রাতেই স্বামী মাধব সিংহ এবং শ্বশুর কালীপদ সিংহকে গ্রেফতার করেছে পুলিশ। শাশুড়ি পলাতক। ধৃতদের রবিবার মেদিনীপুর এসিজেএম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।গড়বেতার লাপুড়িয়ার অজিত সিংহের মেয়ে প্রতিমার সঙ্গে চন্দ্রকোনা রোডের দ্বাড়িগেড়িয়ার পেশায় গ্যারেজ মিস্ত্রি মাধব সিংহের প্রেমের সম্পর্ক ছিল। বছর খানেক আগে বিয়ে হয় তাঁদের। অভিযোগ, বিয়ের কিছু দিন পরেই পণের দাবিতে শুরু হয় অত্যাচার। অজিতবাবুর অভিয়োগ, “পণ নিয়ে গণ্ডগোল চলছিল। মেয়ে প্রতিবাদ করায় লোহার রড দিয়ে দু’দিন ধরে মারধর করে। অশান্তি সহ্য করতে না পেরে মেয়ে আত্মঘাতী হল।”
|
প্রচারে তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
রাজ্য সরকারের তরফে পঞ্চায়েতের দিন ঘোষণা হতেই রবিবার দাঁতনে প্রচার শুরু করল তৃণমূল। দাঁতন ১ ব্লকের আলিকষা পঞ্চায়েতের কাঁটাপাল বুথে স্থানীয় প্রাথমিক স্কুল প্রাঙ্গণের সভায় ছিলেন নয়াগ্রামের তৃণমূল বিধায়ক দুলাল মুর্মু, ব্লক সভাপতি বিক্রম প্রধান প্রমুখ। তিনি জানান, ব্লকের ১২৪টি গ্রাম পঞ্চায়েত, ২৬টি পঞ্চায়েত সমিতি ও দুটি জেলা পরিষদ আসনে প্রার্থী তালিকা তৈরি হয়ে গিয়েছে। দলীয় অনুমোদন সাপেক্ষে তা ঘোষণা করা হবে। শুরু হয়ে গিয়েছে প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লিখন।
|
ডেবরায় সভা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের নিয়ে সভা হল ডেবরায়। সেই সভায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের বিবিধ সমস্যা নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয়, সমস্যার কথা লিখিত ভাবে জানানো হবে মুখ্যমন্ত্রীকেও। |
|