|
|
|
|
ঋণের টাকা ফেরাতে শিবির |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ক্ষুদ্রশিল্প থেকে পড়াশোনা নানা ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ওবিসি) মানুষকে ঋণ দিয়ে সাহায্য করে ওবিসি কর্পোরেশন। কিন্তু অনেক ক্ষেত্রেই ঋণ পরিশোধের ক্ষেত্রে ঢিলেমি দেখা দেয়। এ বার ঋণের টাকা ফেরত পেতে উদ্যোগী হল অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। দফতরের প্রকল্প আধিকারিক রাহুল নাথ বলেন, “সম্প্রতি শিবির করে ঋণের টাকা উদ্ধারে নামা হয়েছিল। প্রায় ২ লক্ষ টাকা উদ্ধার করা গিয়েছে।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০০৪ সাল থেকে এই ঋণ দেওয়ার কাজ শুরু হয়েছিল। যে সব গরিব মানুষ স্বনির্ভর হতে কিছু করতে চান বা যে গরিব ছাত্র উচ্চশিক্ষার জন্য সাহায্য চান, তাদের মাত্র ৬ শতাংশ সুদে ঋণ দেয় নিগম। এ জন্য জেলা অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরে আবেদন করতে হয়। আবেদন খতিয়ে দেখতে তদন্ত করে জেলা অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। তারপর রাজ্যে প্রস্তাব পাঠানো হয়। কাউকে দু’লক্ষ, কাউকে আড়াই কাউকে এক লক্ষ টাকা ঋণ দেওয়া হয়। ব্যাঙ্কের মাধ্যমেই পাওয়া যায় ঋণ। কত টাকা করে ক’টি কিস্তিতে টাকা পরিশোধ করতে হবে তা বলে দেওয়া হয়। |
|
ব্যাঙ্ক আধিকারিকদের সভা। —নিজস্ব চিত্র |
প্রশাসন সূত্রে খবর, ২০০৪ সাল থেকে চলতি বছর পর্যন্ত প্রায় ৬০ লক্ষ টাকা ঋণ দিয়েছিল নিগম। এর ৫০ শতাংশ অর্থ পরিশোধ হলেও বাকি ৫০ শতাংশ এখনও শোধ করেননি ঋণগ্রহীতারা। ব্যাঙ্কের পক্ষ থেকেও চেষ্টা চালিয়েও সাফল্য মেলেনি। এমন চলতে থাকলে ভবিষ্যতে নিগম ঋণ মঞ্জুর করলেও ব্যাঙ্ক সহজে ঋণ দিতে চাইবে না। সে ক্ষেত্রে গরিব মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনই ‘গ্যারান্টার’ হওয়ায় ক্ষতিগ্রস্ত হবে নিগমও। এ বার তাই নিগমের পক্ষ থেকে ঋণের টাকা উদ্ধারে পদক্ষেপ শুরু হল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চলতি আর্থিক বছরে যাতে অন্তত ১০ লক্ষ টাকা উদ্ধার করা যায় সেই লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছিল নিগম। যদিও এখনও পর্যন্ত মাত্র দু’লক্ষ টাকা উদ্ধার করা গিয়েছে। সামনে আবার পঞ্চায়েত নির্বাচন। এই পরিস্থিতিতে আদৌ টাকা ফেরত পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েতের পর ফের চেষ্টা করা হবে। যে সময় চাষিরা ফসল তোলেন, সেই সময় মানুষের কাছে টাকা থাকে। সেই সময়েই শিবির করা হবে। সেই সঙ্গে বোঝানো হবে যে, ঋণ শোধ না দিলে তাঁরাই ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হবে। প্রশাসনিক কর্তাদের অনুমান, মানুষকে এ বিষয়ে সচেতন করতে পারলে ভবিষ্যতে ঋণ আদায়ে সমস্যা হবে না। |
|
|
|
|
|