সোপোরের বাজারে জঙ্গি হামলা, মৃত্যু প্রৌঢ়ের
নিবারের দুপুর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিজের ছন্দে ব্যস্ত সোপোরের ইকবাল বাজার। হঠাৎই গুলির শব্দ। প্রাণ বাঁচাতে এ দিক ও দিক ছুটছে মানুষ। তার মধ্যেই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লেন ৫৫ বছরের ওয়ালি মহম্মদ। গুরুতর আহত হয়েছেন এক পুলিশকর্মী-সহ দু’জন। জম্মু-কাশ্মীরে গত এক মাস ধরে জঙ্গিদের নিশানায় কখনও বিএসএফ জওয়ান তো কখনও একাদশ শ্রেণির ছাত্র সুহেল আহমেদ সোফি। আজ উত্তর কাশ্মীরের বারামুলা জেলার সোপোরের ইকবাল বাজার এলাকার এই ঘটনার দায় কোনও জঙ্গি গোষ্ঠী এখনও স্বীকার করেনি।

ঘটনাস্থল ঘিরে ফেলেছে সেনাবাহিনী। ছবি: পিটিআই
কিন্তু প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হিজবুল মুজাহিদিনই হামলা চালিয়েছে। সোপোরের পুলিশ সুপার সইদ ইমতিয়াজ হুসেন জানিয়েছেন, আর পাঁচটা দিনের মতো পুলিশ ইকবাল বাজার এলাকায় যানজট নিয়ন্ত্রণ করছিল। তখনই বেলা ১২টা নাগাদ জঙ্গিরা এসে পুলিশদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান ওয়ালি। কিশোরকুমার নামে এক কনস্টেবলের ঘাড়ে গুলি লাগে। তাঁকে শ্রীনগরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত হয়েছেন আরও এক প্রৌঢ়। এ বার শুধু গুলি করেই পালায়নি জঙ্গিরা। পুলিশদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রগুলি ছিনতাইও করেছে। ঘটনাস্থল থেকে মিলেছে তিনটি কার্তুজ। এই নিয়ে তৃতীয় জঙ্গি হানা হল সোপোরে। আফজল গুরুর ফাঁসির পরে নতুন করে যে সন্ত্রাসবাদী হানা শুরু হয়েছে, তাতে রীতিমতো কপালে ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের। এই জঙ্গি হানায় পর্যটন ব্যবসায় ধাক্কা লাগারও যথেষ্ট আশঙ্কা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.