টুকরো খবর
শিলচরে সমাপ্ত খাদি উৎসব
শেষ হল মাসব্যাপী জাতীয় খাদি উৎসব। রন্ধন প্রতিযোগিতা, ফ্যাশন শো, ক্ষুদ্রশিল্প প্রশিক্ষণ, রিজার্ভ ব্যাঙ্কের নাট্যানুষ্ঠানশিলচরের মানুষ উপভোগ করেছেন বিচিত্র কর্মসূচি। ত্রেতা-বিক্রেতা মত বিনিময় অনুষ্ঠানে উভয় পক্ষ খোলামেলা জানিয়েছেন লাভবান হওয়ার কথা। উত্তর-পূর্বাঞ্চল তো বটেই, রাজস্থান, গুজরাট-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে খাদি সম্ভার নিয়ে এসেছিলেন বিক্রেতারা। মোট স্টল ১৪২টি। এক কোটি টাকার সামগ্রী বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় আয়োজক ও বিক্রেতারা যেমন খুশি, তেমন উত্তর-পূর্বাঞ্চলের প্রথম জাতীয় খাদিমেলা নিজেদের শহরে পেয়ে আনন্দে কেনাকাটা সেরেছেন শিলচরের মানুষ। খাদিবস্ত্র, হস্তশিল্প, ধূপকাঠি, মধু, সাজগোছের সামগ্রীসবই ছিল সেখানে। তৃণমূল ছেড়ে কংগ্রেসে। তৃণমূল কংগ্রেস ছাড়লেন দলের কাছাড় জেলা সভাপতি ধ্রুবজ্যোতি গুপ্ত। কিন্তু কংগ্রেসে ফেরা কেন? ধ্রুববাবুর কথায়, ২০০৮ সালে জেলা পরিষদ সদস্য পদে কংগ্রেস প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে গোষ্ঠীবাজির দরুন হেরে যান। ক্ষোভে-দুঃখে দল ছাড়েন তখন। এখন আর ক্ষোভ নেই।

পুলিশের জালে মাওবাদী নেতা
গ্রেফতার হলেন মাওবাদী নেতা শ্রীরামালু শ্রীনিবাস। ওড়িশা পুলিশের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে শনিবার খাম্মাম জেলা থেকে তাঁকে গ্রেফতার করে অন্ধ্রপ্রদেশ পুলিশ। রবিবার এই কথা জানান মালকানগিরির পুলিশ সুপার অখিলেশ্বর সিংহ। মালকানগিরির প্রাক্তন জেলাশাসক আর ভিনিল কৃষ্ণকে অপহরণ-সহ একাধিক নাশকতামূলক কাজকর্মের অভিযোগ রয়েছে শ্রীনিবাসের বিরুদ্ধে। খুব শীঘ্রই এই মাওবাদী নেতাকে ওড়িশায় আনা হবে বলে জানিয়েছেন অখিলেশ্বর সিংহ।


রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে নতুন টার্মিনালের উদ্বোধনে
কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ। রবিবার। ছবি: হরদীপ সিংহ


বদলি পুলিশকর্তা
ধর্ষণের অভিযোগ জানাতে আসা মহিলাকে অপমান করার জন্য উত্তরপ্রদেশের অতিরিক্ত পুলিশ সুপার কে সি গোস্বামীকে বদলি করা হল। দেওরিয়া থেকে কানপুরে বদলি করা হয়েছে এই পুলিশকর্তাকে। নিগৃহীতা মহিলাকে কে সি গোস্বামী অনেকের সামনে বলেছিলেন, “ওঁর বড় সন্তানেরই বয়স ১৪। এত বয়স্ক মহিলাকে কেউ কেন ধর্ষণ করবে?” এই ধরনের অপমানসূচক মন্তব্য করার জন্য কে সি গোস্বামীকে আগেই‘শো-কজ’ করা হয়েছে।

মোটরবাইকে রমেশ
ঝাড়খণ্ডের মাওবাদী-অধ্যুষিত ঝুমরা পাহাড় এলাকায় মোটরবাইকে পিছনের আসনে বসে ঘুরলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ। ঝুমরা পাহাড় সংলগ্ন তিনটি জেলার উন্নয়নের জন্য শীঘ্রই ‘ঝুমরা অ্যাকশন প্ল্যান’ কার্যকর করা হবে বলে জানিয়েছেন তিনি। তাতে রাস্তা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের চেষ্টা করা হবে।

উৎসব

আদিবাসীদের বাহা পরবের নাচ। রবিবার জামশেদপুরের কদমায়। ছবি: পার্থ চক্রবর্তী

জখম ৩ দমকলকর্মী
আগুন নেভাতে যওয়ার পথে ট্রাকের সঙ্গে ধাক্কায় তিন দমকল কর্মী জখম হন। রবিবার দুপুর নাগাদ ধুবুরির চাপরের সোনামুখি গ্রামের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে উল্টো দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ইঞ্জিনের ধাক্কা লাগে। তাতে জখম হন দমকল চালক বিবেশ রায়, ফায়ার ম্যান তাঁরা মিয়াঁ আলি ও হাবিলদার সনাতন ডেকা।

সমুদ্রে ডুবে মৃত্যু
সমুদ্রে স্নান করতে নেমে ডুবে গেলেন প্রদীপ্তকিশোর দাস নামে এক ব্যক্তি। রবিবার ঘটনাটি ঘটেছে পুরীর চক্রতীর্থ সমুদ্রসৈকতে। কটকের বাসিন্দা ৪৪ বছরের প্রদীপ্তবাবু পরিবারের সঙ্গে সৈকতে স্নান করছিলেন। সেই সময় হঠাৎ তিনি সমুদ্রে তলিয়ে যান। প্রায় এক ঘণ্টা পরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

সংঘর্ষে হত দুই
বিহারের ভাগলপুর জেলায় পাঁচগাছিয়া এলাকায় আজ সশস্ত্র দু’টি গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। পুলিশকর্তারা জানান, সংঘর্ষের সময় অবাধে ব্যবহৃত হয় আগ্নেয়াস্ত্র ও ছোরাছুরি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.