টুকরো খবর
ধর্ষণের চেষ্টা, ধৃত বান্ধবীও
ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। ওই ঘটনায় ধরা পড়েছেন এক মহিলাও। ধৃতের নাম প্রবীর মাঝি। শনিবার সন্ধ্যায় ভাতারের হলদি রোডের ছ’মাইলে ঘটনাটি ঘটে। নির্যাতিতা মহিলা বর্তমানে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “ধৃত মহিলার বাড়ি ভাতারের মাহাচান্দা গ্রামে। আর পেশায় সেলুন মালিক প্রবীর পারহাটের বাসিন্দা।” পুলিশ সূত্রে জানা গিয়েছ, এরা দু’জনেই স্বামী বিচ্ছিন্না। ঘটনার পরে অভিযুক্ত মহিলাই তার বান্ধবীকে বড়ি পৌঁছে দেয়। পরে বাড়ির লোকেরা পুলিশে খবর দেন। পুলিশ এসে তাকে ধরে। তবে হাসপাতালেই নির্যাতিতা মহিলার দাবি, “শম্পার সঙ্গে বেরিয়েছিলাম। ফেরার সময় ও আমাকে বলে প্রবীর দেখা করতে চায়। তারপরে আমাকে একরকম জোর করে নির্জন মাঠে নিয়ে আসে। সেখানে প্রবীর আমাকে ধর্ষণের চেষ্টা করে।” তবে পুলিশের অনুমান, আগে থেকেই হয়তো প্রবীর ও নির্যাতিতা মহিলা পরস্পরকে চিনতেন। ঘটনাটি তদন্ত করে খতিয়ে দেখছে পুলিশ।

পদোন্নতির দাবি বাস্তুকারদের
মিউনিসিপ্যাল সার্ভিস রুল চালু, বাস্তুকারদের দেশের অন্যান্য রাজ্যের সমতুল বেতন দান, পদোন্নতির সুযোগ ও আধুনিক নগরোন্নয়নের স্বার্থে সমস্ত পুরসভা ও নগর নিগমে স্টাফ প্যাটার্ন চালু-সহ ১৩ দফা দাবিতে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল ইঞ্জিনয়ারস অ্যাসোসিয়েশনের জোন-২ প্রথম জোনাল সভা হল বর্ধমানে। বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার ২৬টি পুরসভার ৭০ জন প্রতিনিধি যোগ দিয়েছেন। সংগঠনের দুই সদস্য তথা বর্ধমান পুরসভার জলবিভাগের সুপারিনটেন্ডেন্ট প্রদীপ দে ও সাব অ্যাসিস্টান্ট ইঞ্জিনিয়র প্রশান্ত মুখোপাধ্যায় বলেন, “রাজ্যের বেশিরভাগ পুরসভায় আয়তন ও বাড়লেও নতুন করে কোনও বাস্তুকার নিয়োগ হয়নি। নাগরিকদের সমস্যা মিটতে সময় লাগছে।” তাঁদের দাবি, সরকারি কর্মচারিদের মতো পুরসভার কর্মচারিদের চিকিৎসা পরিষেবা, অবসরকালীন ভাতা ও ছুটি দিতে হবে।

অপহরণের নালিশ আত্মীয়ের বিরুদ্ধে
ভগ্নীপতির বিরুদ্ধে ছেলেকে অপহরণের অভিযোগ তুললেন এক ব্যক্তি। পূর্বস্থলী ১ ব্লকের অর্জুনপুকুর গ্রামের বাসিন্দা আকিবুল শেখ অভিযোগ করেন, তার সাত বছরের ছেলে সামিরুলকে অপহরণ করেছেন তাঁর ভগ্নিপতি হাসিবুল শেখ। তাঁর দাবি, জামা কিনে দেওয়ার নাম করে ছেলেকে বাইরে নিয়ে যান তিনি। এরপর তিনি টেলিফোনে জানান, ছেলেকে ফেরত পেতে হলে ৪০ হাজার টাকা দিতে হবে। পূর্বস্থলী থানা জানায়, তদন্ত শুরু হয়েছে।

কোথায় কী
বর্ধমান

শ্রাবন্তিকা ড্যান্স সেন্টার। ১৩ তম বার্ষিক অনুষ্ঠান। সংস্কৃতি লোকমঞ্চ। সোমবার বিকেল ৪টে।

ভাতার

চৈতন্যদেবের আর্বিভাব দিবস পালন। এরুয়ার গৌরমঠ। সারাদিন। উদ্যোগ: শ্রীশ্রী গৌরাঙ্গ
মহাপ্রভু ভাগবতীয় সমাজ সংগঠনমূলক সেবা সমিতি। চলবে ২৮ মার্চ পর্যন্ত।

কাটোয়া

ক্রিকেট প্রতিযোগিতা। কলেজ মাঠ। সকাল ১০টা। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.