সরকারের সাফল্যের খতিয়ান ছাড়াও স্থানীয় বিষয়গুলি নিয়ে কথা বললেই, পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামবাসীদের নিজেদের দিকে রাখা যায়। রবিবার বিকেলে কালনার পুরশ্রী মঞ্চে একটি কর্মী সম্মেলনে এমনই বললেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটির, ভূমি ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ।
স্বপনবাবু জানান, মহকুমার ৪৭টি পঞ্চায়েতের প্রতিটিতে একজন করে ছাত্র, যুব এবং যুবা নেতাদের নিয়ে কমিটি তৈরি করে দেওয়া হবে। তাঁরা এক বুথ থেকে অন্য বুথে ধারাবাহিক ভাবে প্রচার চালাবেন। সার্বিক উন্নয়ন ছাড়াও এলাকায় গত কয়েক মাসে কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে, আগামী দিনের পরিকল্পনা কী, তাও তাদের জানাতে হবে। স্বপনবাবু বলেন, “রাজ্যে বিভিন্ন জেলা এবং ভিন রাজ্যে সোনা-রুপোর গয়না, রাজমিস্ত্রী-সহ নানা পেশায় প্রতিটি পঞ্চায়েত এলাকাতেই রয়েছে বহু মানুষ। তাঁদের চিঠি পাঠিয়ে এবং টেলিফোনে যোগাযোগ করে ভোটের আগেই নিজেদের গ্রামে ফিরিয়ে আনতে হবে। মহকুমার তিনটি কলেজের ছাত্রছাত্রীরা বাড়ির লোকজনকে যাতে ভোট দিতে প্রভাবিত করতে পারে তা গুরুত্ব দিয়ে দেখতে হবে।” ঠিকঠাক এগোলে এ বার জেলা পরিষদের দখল পেতে অসুবিধা হওয়ার কথা নয় বলে দাবি করেন স্বপনবাবু।
এ ছাড়াও পঞ্চায়েত নির্বাচনের আগে কোনও রকম বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না বলে জানান স্বপনবাবু। তাঁর হুশিয়ারি, পঞ্চায়েত স্তরে কংগ্রেস বা বিজেপি’র সঙ্গে কোনও মতেই জোট করা যাবে না। এ ছাড়াও উপস্থিত ছিলেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ মণ্ডল-সহ অনেকে। |