টুকরো খবর
পাঁচ দিন নিখোঁজ শিক্ষক
পাঁচ দিন ধরে নিখোঁজ ফরিদপুর (লাউদোহা) থানার হ্রদের ডাঙা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মানস পাত্র। বাড়ি দুর্গাপুরের গল্ফ নগরে। ২০ মার্চ স্কুল থেকে আর বাড়ি ফেরেননি। নিখোঁজের স্ত্রী প্রতিমা পাত্র ২১ মার্চ পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেছিলেন। ২২ মার্চ কাঁকসার দেউলের পার্কিং থেকে মানসবাবুর মোটরবাইকটি পুলিশ উদ্ধার করে। ২৩ মার্চ প্রতিমাদেবী লিখিত অভিযোগে পুলিশকে জানান, ঘটনার আগের দিন, ১৯ তারিখ সন্ধ্যায় স্কুলের দুই শিক্ষক ও সেখানকার স্থানীয় কয়েক জন এসে তাঁর স্বামীকে বাড়ির বাইরে ডেকে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন। পর দিন তিনি স্কুলে গিয়ে আর ফেরেননি। তাঁর সন্দেহ, তাঁর স্বামীকে অপহরণ করা হয়ে থাকতে পারে। এ দিকে ওই স্কুলের পরিচালন সমিতির সম্পাদক জয়ন্ত রুইদাসের অভিযোগ, দুই ছাত্রীর সঙ্গে ওই শিক্ষক অশালীন আচরণ করেছেন বলে অভিভাবকের কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়েছিলেন। তিনি বলেন, “দীর্ঘ দিন উনি ওই স্কুলে শিক্ষকতা করছেন। সজ্জন ব্যক্তি হিসেবেই আমরা তাঁকে চিনি। তাই তাঁর বিরুদ্ধে এমন অভিযোগে আমরা অবাক।” মানসবাবুর বিরুদ্ধে পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ করা হয়নি বলে জানান জয়ন্তবাবু। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

খনিকর্মীর দেহ মিলল রানিগঞ্জে
শনিবার কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন এক খনিকর্মী। রবিবার সকালে তাঁর মৃতদেহ মিলল। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের নিমচা কোলিয়ারি এলাকার দেবী স্থানের কাছে। পুলিশ জানায়, মৃতের নাম সীতারাম নুনিয়া (৪৫)। বাড়ি নিমচা ২ নম্বর এলাকায়। পুলিশের অনুমান, ধারাল অস্ত্র দিয়ে কেউ তাঁর গলা কেটে দেয়। তাতেই মৃত্যু হয় তাঁর। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের ছেলে রাজুবাবু জানান, শনিবার রাতে কাজে যাবেন বলে তাঁর বাবা ঘর থেকে বেরিয়েছিলেন। সকালে তাঁরা প্রতিবেশীদের কাছে জানতে পারেন, দেবীস্থানের কাছে রক্তাক্ত অবস্থায় তাঁর বাবার মৃতদেহ পড়ে আছে। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি (সেন্ট্রাল) সুরেশকুমার চাডিয়া জানান, খুনের মামলা দায়ের হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

অন্ডালে মারধরে অভিযুক্ত সিপিআই
সিপিআইয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলল তৃণমূল। ঘটনাটি ঘটেছে অন্ডালের সিদুলি গুলগুলিয়া পাড়ায়। তৃণমূলের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক শ্যামলেন্দু অধিকারী জানান, শনিবার দুপুর ৩টে নাগাদ সিপিআই মদতপুষ্ট এক দল দুষ্কৃতী তৃণমূলের পিন্টু দেব সহ ছয় সাতজনের বাড়ি ভাঙচুর ও মারধর করে। পিন্টুবাবু কিছু দিন আগেই তৃণমূলে যোগ দেন। তিনি বনবহাল ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সিপিআই নেতা রাজুরাম জানান, পারিবারিক বিবাদের জেরেই এই গণ্ডগোল। যারা মার খেয়েছে, তাঁরা থানায় গেলে পুলিশ তাঁদের মধ্যে দু’জনকে গ্রেফতার করে। পুলিশ জানায়, তদন্ত করেই দোষীদের গ্রেফতার করা হয়েছে।

ভ্যান চাপা পড়ে মৃত প্রৌঢ়
অবরোধে বাসিন্দারা।—নিজস্ব চিত্র।
পিক আপ ভ্যানে চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে অন্ডাল মাধাইগঞ্জ রাস্তায় হিন্দি হিন্দু উচ্চবিদ্যালয়ের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মানিক কুন্ডু (৫০)। তাঁর বাড়ি দীর্ঘনালা গ্রামে। এদিন দুপুর ১টা নাগাদ হেঁটে রাস্তা পার হচ্ছিলেন তিনি। দুর্ঘটনার খবর ছড়াতেই প্রায় এক ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুলিশের সামনেই তিনি পিকআপ ভ্যানটি ভাঙচুর করেন। পুলিশ পিকআপ ভ্যানের চালককে আটক করেছে। তবে বাসিন্দাদের দাবি, বেপরোয়া ভাবে যানবাহন চলছে। ট্রাফিক ব্যবস্থা কার্যত নেই। পুলিশ জানায়, এই নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হুমকির তদন্ত এগোচ্ছে, দাবি
ফোন করে এডিডিএ-র (আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থা) চেয়ারম্যান নিখিল বন্দ্যোপাধ্যায়কে টেলিফোনে হুমকি দেওয়ার ঘটনার তদন্ত অনেকটাই এগিয়েছে বলে জানাল পুলিশ। যে নম্বর থেকে ফোনটি করা হয়েছিল, সেই বেসরকারি সার্ভিস প্রোভাইডারের কাছে গ্রাহকের নাম, কল লিস্ট সংগ্রহ করা হয়েছে। পুলিশ জানায়, ওই সিমটি এক মহিলার নামে রয়েছে। তাঁর ভোটার পরিচয়পত্রটি হারিয়ে গিয়েছিল। সেটি ব্যবহার করেই এক যুবক ওই মহিলার নামে সিমটি নিয়েছিল। দ্রুত তাকে গ্রেফতার করা হবে। তবে তদন্তের স্বার্থে তার নাম বলতে চায়নি পুলিশ। উল্লেখ্য, ২০ মার্চ বিকেল পৌনে ৫টা নাগাদ দুর্গাপুর (পূর্ব)-এর বিধায়ক নিখিলবাবু একটি হুমকি ফোনটি পান। ওয়ারিয়া ফাঁড়িতে তিনি অভিযোগ করেন, ফোনে তাঁকে হুমকি দিয়ে বলা হয়েছে, তিনি ঠিক করছেন না। বন্ধ না করলে তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হবে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ।

ঝুলন্ত দেহ উদ্ধার দুর্গাপুরে
এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করেছে দুর্গাপুর থানার পুলিশ। রবিবার সকালে দুর্গাপুরের ভগৎ সিংহ মোড় এলাকা থেকে তাঁর দেহ মেলে। মৃতের নাম সৌরভ আইচ (৩৬)। অন্য দিকে, শনিবার রাতে ডিভিসি মোড়ে জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক কিশোরের। পুলিশ সূত্রে খবর, তার নাম আকাশ সিংহ (১৮)। সে জামতাড়ার বাসিন্দা।

গোষ্ঠী সংঘর্ষ
দোল উপলক্ষ্যে থানায় শান্তি বৈঠকে যোগ দিতে এসে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূলের দুই গোষ্ঠী। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারেটের এডিসিপি (সেন্ট্রাল) সুনীল কুমার চাডিয়া জানান, পুলিশ দুই গোষ্ঠীর আট জনকে আটক করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.