ম্যারাথন দৌড়
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল রোডরেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সহযোগিতায় পুরুষদের ১২ এবং মহিলাদের ৫ কিমি ম্যারাথন দৌড় আয়োজিত হল রবিবার। কুলটি ক্লাব মোড় থেকে আসানসোল উষাগ্রাম পর্যন্ত ১২ কিমি দৌড়ে প্রথম হয়েছেন ধানবাদের সঞ্জীব কুমার সিংহ। আসানসোল কুমারপুর থেকে আসানসোল পর্যন্ত ৫ কিমি দৌড়ে প্রথম হয়েছেন নদিয়ার দেবী খাতুন। আয়োজক সংস্থার পক্ষে জানানো হয়েছে, মোট ৬৩৭ জন প্রতিযোগী যোগ দিয়েছিলেন।
|
চ্যাম্পিয়ন বড়থল
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
সেল আইএসপি সিএসআর আয়োজিত এবং বিউসি পরিচালিত পাঁচ দিনের আন্তঃগ্রামীণ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বড়থল ওরাং ক্লাব। রবিবার বেকারী মাঠে ফাইনালে তারা নতুনডিহিকে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ে ফল ছিল ২-২। আয়োজক সংস্থার পক্ষে অনুপম দাশগুপ্ত জানান, ২০ মার্চ শুরু এই প্রতিযোগিতায় ৪২টি যোগ দিয়েছিল।
|
রানিগঞ্জে ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রানিগঞ্জ থানা ও রনাই স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার শনিবারের খেলায় বিজয়ী হয় ন্যাশনাল এসি। রানিগঞ্জের বিধায়ক সোহরাব আলির নেতৃত্বে এই ক্লাব রনাই মাঠে আসানসোল-দুর্গাপুর কমিশনারেট পুলিশকে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে কমিশনারেট সব উইকেট হারিয়ে ৯৪ রান করে। এডিসিপি সুব্রত গঙ্গোপাধ্যায় ৮ রান করেন। জবাবে ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ন্যাশনাল। সোহরাব আলি ৫ রান করেন। এ দিন ৩৮ রান করে খেলার সেরা বিজয়ী দলের রিজওয়ান খান।
|
ক্রিকেটে চুঁচুড়ার হার
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
সিএবি পরিচালিত সারা রাজ্য আন্তঃমহকুমা ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল আসানসোল মহকুমা। রবিবার চুঁচুড়া মাঠে তারা চুঁচুড়াকে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে চুঁচুড়া সব উইকেট হারিয়ে ১২৩ রান করে। জবাবে ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় আসানসোল। সর্বোচ্চ অপরাজিত ৫২ রান করেন বিজয়ী দলের ঐশ্বিক প্যাটেল।
|
জিতল শিবাজি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
প্রথম ডিভিশন ক্রিকেটে শিবাজি সঙ্ঘ ৫ উইকেটে হারাল কল্যাণ স্মৃতি সঙ্ঘকে। প্রথমে ব্যাট করে কল্যাণ ৩৯.২ ওভারে ১৪৬ রান করে। দলের পরে শিবাজী ২৮.১ ওভারে ১৪৮-৫ রান করে। প্রথম ডিভিশনের অপর ম্যাচে দিলীপ স্মৃতি সঙ্ঘ ২ উইকেটে হারাল বিবেকানন্দ সঙ্ঘকে। বিবেকানন্দ ৩৫.২ ওভারে ১৪৬ রান করে। জবাবে দিলীপ ৩৩.৩ ওভারে ১৪৭-৮ রান করে।
|
|
দুর্গাপুর এমএএমসি মাঠে চলছে সুপার ডিভিশন ক্রিকেট। |
|