তদন্তের স্বার্থে এখনই ভারত ছাড়ছেন না আক্রান্ত সুইস দম্পতি। তদন্তের ব্যাপারে সব রকম সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তাঁরা।
ইতিমধ্যেই ধর্ষণের ঘটনায় ধৃত ছ’জনেরই পরিচয় জানা গিয়েছে। এর পাশাপাশি ওই ঘটনা নিয়ে সোমবার রাজ্যসভায় শোরগোলও হয়।
সোমবার পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ছ’জনের নাম বাবা, ভুটা, রামপ্রো, ব্রজেশ, বিষ্ণু এবং নিতিন। তারা সকলেই দাতিয়া থেকে আট কিলোমিটার দূরে ঝাদিয়া গ্রামের বাসিন্দা। প্রত্যেকের বয়স ১৯ থেকে ২৫-এর মধ্যে। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। তারা অপরাধ স্বীকার করে নিয়েছে বলে দাবি পুলিশের।
সোমবার আদালতে তোলা হয় তাদের। দাতিয়া জেলার প্রধান বিচারপতি আর পি যাদবের নির্দেশে পুলিশি হেফাজতে রয়েছে তারা। চার জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ও দু’জনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ আনা হয়েছে। সুইস দম্পতির দিল্লি থেকে ফেরার জন্য অপেক্ষা করছে মধ্যপ্রদেশ পুলিশ। তাঁরা এসে নিশ্চিত ভাবে শনাক্ত করবেন অভিযুক্তদের।
তদন্ত দ্রুত এগোনোর জন্য সুইৎজারল্যান্ড দূতাবাসের পক্ষ থেকে ধন্যবাদও জানানো হয়েছে মধ্যপ্রদেশ পুলিশকে।
ভারতে সাইকেল অভিযান করতে এসেছিলেন ওই সুইস দম্পতি। ওর্চা থেকে আগরা যাওয়ার পথে দাতিয়ার জঙ্গল এলাকায় গণধর্ষণের শিকার হন ৩৯ বছরের বিদেশিনি। মারধর করা হয় তাঁর স্বামীকেও। তার পর তাঁদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল, টাকাপয়সা ইত্যাদি লুট করে দুষ্কৃতীরা। এই ঘটনার প্রতিবাদে সোমবার মধ্যপ্রদেশের বিভিন্ন জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান কংগ্রেসকর্মীরা।
সোমবার রাজ্যসভায় এ নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে উত্তপ্ত বাদানুবাদ হয়। গণধর্ষণের ঘটনা নিয়ে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী উমাশঙ্কর গুপ্তর মন্তব্যের বিরোধিতা করে তাঁর পদত্যাগ দাবি করেন কংগ্রেস সদস্য প্রভা ঠাকুর। ঘটনার পরে উমাশঙ্কর বলেছিলেন, “ওই সুইস মহিলা নিয়ম মানেননি। তাঁর অভিযানের গতিবিধি নিয়ে বিশদ তথ্য স্থানীয় পুলিশকে জানিয়ে রাখেননি তিনি।”
প্রভা ঠাকুর জানান, মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ে ধর্ষণের ঘটনা বাড়ছে বেশ কিছু দিন ধরেই। তার মধ্যে উমাশঙ্করের এই মন্তব্য দুর্ভাগ্যজনক। এর প্রতিবাদে বিজেপি সদস্যরা জানান, শুধু দু’টি রাজ্যকে দোষারোপ করা ঠিক নয়। ধর্ষণের আওতার বাইরে নয় খোদ রাজধানী দিল্লিও। প্রভা ঠাকুর আরও বলেন, “সংবেদনশীল বিষয়গুলি নিয়ে সস্তার রাজনীতি বন্ধ হওয়া উচিত।” এ দিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান টুইট করেছেন, “ভারতকে কারও চোখে ছোট করে দেওয়ার ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করব না আমরা।”
|