পরমাণু বিদ্যুতের পক্ষে জোর সওয়াল কালামের
গামী দশ-বিশ বছরে দেশে বিদ্যুতের চাহিদা যতটা বাড়বে, তা সামাল দিতে গেলে পরমাণু বিদ্যুৎ ছাড়া গতি নেই বলে মনে করেন প্রাক্তন রাষ্ট্রপতি বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম। তিনি জানান, এখন এ দেশে যত বিদ্যুৎ উৎপন্ন হয়, ২০২০-৩০ সালে তার দ্বিগুণ প্রয়োজন হবে। ফলে যতই বিতর্ক থাক না কেন, পরমাণু বিদ্যুতের শরণাপন্ন হতেই হবে। যদিও কালামের মতে, কেবল পরমাণু বিদ্যুৎ নয়। বিদ্যুতের অন্যান্য বিকল্প পথও খোলা রাখতে হবে। যেমন, সৌরবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পরমাণু বিদ্যুৎ, জৈব জ্বালানি ইত্যাদি।
প্রেসিডেন্সিতে কালাম। —নিজস্ব চিত্র
বাম আমলে পূর্ব মেদিনীপুরের হরিপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা হয়েছিল। কিন্তু শুরু থেকেই এই ব্যাপারে বিরোধিতার পথ নেয় তৃণমূল কংগ্রেস। রাজ্যে শাসন ক্ষমতা এসে নিরাপত্তার কারণ দেখিয়ে ওই পরমাণু কেন্দ্র বাতিল করে দেয় তারা। যদিও পরমাণু বিদ্যুৎ কমিশনের প্রাক্তন চেয়ারম্যান শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বারবার সওয়াল করেছেন পরমাণু বিদ্যুতের পক্ষে। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই শক্তির প্রয়োজনের কথাও বলেছেন তিনি। সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মনমোহন সিংহও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে পরমাণু বিদ্যুতের প্রয়োজনের কথা বলেন। কিন্তু রাজ্যের অবস্থান বদলায়নি।
সোমবার সকালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পুনর্নির্মিত বেকার গবেষণারের উদ্বোধন করেন প্রাক্তন রাষ্ট্রপতি কালাম। এর পরে ছাত্রছাত্রীদের সামনে বক্তব্য রাখেন। সেখানে প্রেসিডেন্সির পড়ুয়াদের প্রশ্নের জবাবও দেন তিনি। একটি প্রশ্নের সূত্র ধরে উঠে আসে পরমাণু বিদ্যুৎ প্রসঙ্গ।
বিশ্ববিদ্যালয়ের রসায়নের এক ছাত্র এ দিন কালামকে প্রশ্ন করেন, দেশে পরিকাঠামোর মধ্যে সীমাবদ্ধতা রয়েছে। সে ক্ষেত্রে পরমাণু বিদ্যুৎ প্রকল্প কতটা নিরাপদ? ১৯৮৬ সালে ইউক্রেনের চের্নোবিলে পরমাণু বিদ্যুৎ প্রকল্প থেকে ঘটে যাওয়া দুর্ঘটনার প্রসঙ্গে টেনে ওই ছাত্র জিজ্ঞাসা করেন, তামিলনাড়ুর কুড়ানকুলামে এই প্রকল্প হওয়া কি উচিত? এ দিন প্রেসিডেন্সির ক্যাম্পাস জুড়ে ছিল কুড়ানকুলামে পরমাণু বিদ্যুৎ প্রকল্পের বিরোধিতায় লেখা পোস্টার। কিন্তু ওই ছাত্রের প্রশ্নের জবাবে পরমাণু বিদ্যুতের হয়েই সওয়াল করেন প্রাক্তন রাষ্ট্রপতি। তিনি জানান, এ দেশে পরমাণু বিদ্যুৎ প্রকল্পগুলি বেশ কিছুটা উঁচু জায়গায় তৈরি। ত্রিস্তর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে প্রকল্পগুলির। তাই, এই সব প্রকল্প যথেষ্ট নিরাপদ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.