|
|
|
|
|
বাসে নির্যাতিতা আরও এক |
মধ্যপ্রদেশে ঘুরতে এসে ধর্ষিতা সুইস তরুণী
নিজস্ব প্রতিবেদন |
|
বিক্ষোভ-আন্দোলন-মিছিল...। দাবি, ধর্ষণের মতো অপরাধে চরম শাস্তি দিতে হবে দোষীদের। চাপের মুখে পড়ে যৌন নির্যাতন রুখতে আইন আনার কথা ভাবছে কেন্দ্র। সম্প্রতি যৌন নির্যাতন প্রতিরোধ বিলে সহবাসে সম্মতির বয়স ১৮ থেকে ১৬-য় কমিয়ে আনার কথাও বলা হয়েছে। তবু, এত কড়াকড়ি সত্ত্বেও এতটুকু কমছে না যৌন-অপরাধ!
আজই প্রকাশ্যে এসেছে মধ্যপ্রদেশের দাতিয়ায় এক সুইস মহিলাকে ধর্ষণের ঘটনা। একই দিনে, মধ্যপ্রদেশেরই ইনদওরে বাসের মধ্যে এক মহিলাকে একলা পেয়ে ধর্ষণ করেছে চালক-কর্মীরা।
মধ্যপ্রদেশ ঘুরতে এসেছিলেন সুইৎজারল্যান্ডের এক অ্যাডভেঞ্চারপ্রেমী দম্পতি। পরিকল্পনামাফিক সাইকেলে করে ওর্চা থেকে আগরার উদ্দেশে রওনা হয়েছিলেন স্বামী-স্ত্রী। রাতে দাতিয়ার কাছে ঝড়িয়া গ্রামে জঙ্গলে ঘেরা একটা রামমন্দিরের সামনে ক্যাম্প করেন তাঁরা। ঘড়িতে যখন সাড়ে ৯টা, হঠাৎই লাঠিসোটা হাতে জড়ো হয় জনা সাতেক লোক। এর পর ঝাঁপিয়ে পড়েন দু’জনের উপর। স্বামীর সামনেই চার জনে মিলে ধষর্ণ করে মহিলাকে। প্রহৃত হন স্বামীও। তাঁদের টাকাপয়সা, ল্যাপটপ, দামি জিনিস কেড়ে নেয় দুষ্কৃতীরা।
গ্বালিয়রের হাসপাতালে ভর্তি রয়েছেন সুইস মহিলা। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রমাণ পাওয়া গিয়েছে। রাজ্য পুলিশের ডিআইজি ডি কে আর্য জানান, ঘটনায় জড়িত সন্দেহে ২০ জনকে আটক করেছে পুলিশ। তাদের জেরা চলছে। কিন্তু অভিযুক্তদের কাউকেই চিহ্নিত করা যায়নি। ফলে গ্রেফতারও হয়নি কেউ। পুলিশ জানিয়েছে, ধর্ষণের মামলা দায়ের হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।
জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন মমতা শর্মা এ দিন বলেন, বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিক মধ্যপ্রদেশ সরকার। অপরাধীদের চরম শাস্তি হওয়া উচিত। রাজ্য বিধানসভাতেও এ প্রসঙ্গ উঠে আসে। ঘটনার কড়া নিন্দা করেছে সুইৎজারল্যান্ড দূতাবাস। ধর্ষিতা মহিলার সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রদূত লিনাস ভন কাস্টেলমুর। দ্রুত তদন্ত এবং অপরাধীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
একই দিনে মধ্যপ্রদেশের আর এক প্রান্তে প্রায় একই ঘটনা ঘটেছে। তবে দাতিয়ার তুলনায় এ ঘটনার অনেক মিল দিল্লির ২৩ বছরের তরুণীর ধর্ষণ-কাণ্ডের সঙ্গে। আর তাতেই স্পষ্ট, গত বছর ডিসেম্বরে যে আন্দোলন শুরু হয়েছিল, তার পরিণতি ঠিক কোন পথে এগোচ্ছে।
ইনদওরের কাছে দিওয়াস থেকে বাস ধরেন এক মহিলা। গন্তব্য বিজয় নগর। বাস শহরে ঢুকতেই, নেমে পড়েন যাত্রীরা সবাই। একা থেকে যান ওই মহিলা। এর পর চালক বাসটিকে নিয়ে চলে যায় উড়ালপুলের কাছে। সেখানে আরও একটি লোক বাসে ওঠে। এরা দু’জন এবং বাসের কন্ডাক্টর ধর্ষণ করে মহিলাকে।
অভিযুক্ত তিন জনকেই গ্রেফতার করেছে পুলিশ। বাসটিও আটক করা হয়েছে। সেখানেই উঠে আসছে সেই পুরনো প্রসঙ্গ। দিল্লির ঘটনার পর, বাসের কালো কাচ নিয়ে শোরগোল পড়ে যায়। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, বাসের জানলায় কালো কাচ রাখা চলবে না। কিন্তু তার পরেও যে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে নিয়মবিরুদ্ধ কাজ, এ দিনের ঘটনায় তা স্পষ্ট। |
|
|
|
|
|