শহিদ স্মরণ সভায় ফের ধর্নার হুঁশিয়ারি |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
শহিদ স্মরণ অনুষ্ঠানে দোষী পুলিশ অফিসারদের গ্রেফতারের দাবিতে সিবিআই অফিসে ধর্না কর্মসূচির ঘোষণা করল নন্দীগ্রামের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি।
নন্দীগ্রামে জমিরক্ষা আন্দোলনের সময় ২০০৭ সালের ১৪ মার্চ পুলিশি অভিযানে ১৪ জনের মৃত্যু হয়। ওই ঘটনার ষষ্ঠ বর্ষ পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার নন্দীগ্রামের সোনাচূড়ার ভাঙ্গাবেড়ায় স্মরণসভার আয়োজন করে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। সভায় কমিটির নেতারা অভিযোগ করেন, ওই ঘটনা নিয়ে সিবিআই তদন্ত করে শুধুমাত্র গোকুলনগরের অধিকারীপাড়ায় গুলি চালনার ঘটনায় যুক্ত তিন জন পুলিশ অফিসারের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার জন্য রাজ্য সরকারের অনুমোদন চেয়েছে। |
|
নন্দীগ্রাম দিবস স্মরণে বৃহস্পতিবার মেদিনীপুরে যুব তৃণমূলের মিছিল।
এসইউসিও এ দিন এলআইসি মোড়ে সভা করে। ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
ভাঙ্গাবেড়ায় পুলিশ অভিযানে নেতৃত্ব দেওয়া তৎকালীন রাজ্য পুলিশের আইজি (পশ্চিমাঞ্চল) অরুণ গুপ্তা, ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) এন রমেশবাবু ও পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অনিল শ্রীনিবাসদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। সমস্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আগামী ৮ এপ্রিল কলকাতায় সিবিআই অফিসে ধর্নায় বসার কর্মসূচি ঘোষণা করেন কমিটির নেতারা।
এ দিন স্মরণসভায় উপস্থিত ছিলেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামের বিধায়ক ফিরোজা বিবি, খেজুরির বিধায়ক রণজিৎ মণ্ডল, এসইউসি’র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মানব বেরা প্রমুখ।
|
|
|