|
|
|
|
গ্রেফতার সেই তৃণমূল নেতা |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
তৃণমূল কর্মী সুরজিৎ জানাকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অপরেশ সাঁতরা। বুধবার রাতে পটাশপুর থানা এলাকারই নৈপুর বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত তৃণমূল নেতাকে কাঁথি এসিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক দু’দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
গত সোমবার রাতে মোটর বাইকে বাড়ি ফেরার পথে সমসপুর গ্রামে আক্রান্ত হন তৃণমূল কর্মী সুরজিৎ। মঙ্গলবার তাঁর স্ত্রী অপরেশ সাঁতরা-সহ দলের পাঁচ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পঞ্চায়েত ভোটের আগে এই ভাবে দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় অস্বস্তিতে পড়েন দলীয় নেতৃত্ব। অন্দরের খবর, এরপরই দলের ক্ষমতাসীন গোষ্ঠী অপরেশ সাঁতরাকে কোণঠাসা করতে সক্রিয় হয়। ধৃত নেতা অপরেশ সাঁতরা এ দিনও দাবি করেন, ওই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। গোষ্ঠী রাজনীতির জেরে দলীয় নেতৃত্বের একাংশ তাঁকে ফাঁসিয়েছে। তৃণমূল জেলা সাধারণ সম্পাদক মামুদ হোসেন বলেন, “আইন নিজের পথে চলবে। পাশাপাশি দলীয় আলোচনা ও পুলিশি তদন্ত রিপোর্টের ভিত্তিতে দলীয় ব্যবস্থাও নেওয়া হবে।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের গ্রেফতারের বিষয়ে দলীয় নেতৃত্ব সবুজ সঙ্কেত দিয়েছে খবর পেয়ে মঙ্গলবারই এলাকা ছেড়েছিলেন অপরেশ। বুধবার ঘনিষ্ঠ এক জনকে দিয়ে প্রতাপদিঘির টিকিট কাউন্টার থেকে বেঙ্গালুরু যাওয়ার জন্য হাওড়া-যশোবন্তপুর এক্সপ্রেসের টিকিটও কাটান। ট্রেন ধরার জন্য খড়্গপুরে তিনি যেতে পারেন এই খবর দলীয় সূত্রে পেয়ে পুলিশ খড়্গপুরে হানা দেয়। পুলিশের দাবি, তা জানতে পেরে অপরেশ সেখানে থেকে পালিয়ে আসেন নৈপুর বাসস্ট্যান্ডে। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। খুনের চেষ্টায় অভিযুক্ত অন্য চার জন এখনও পলাতক। |
|
|
|
|
|