টুকরো খবর
অবশেষে শুরু টোল আদায়
হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে সোনাপেতার টোলপ্লাজায় অচলাবস্থা কাটল জেলা প্রশাসনের হস্তক্ষেপে। বুধবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক সুমন হাওলাদার জেলার তিনটি বাস মালিক সংগঠনের নেতৃত্ব ও টোলপ্লাজার ঠিকাদার সংস্থার কর্তাদের নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকেই টোল নিয়ে ঐকমত্যে পৌঁছয় সব পক্ষ। আগে প্রতি বার যাতায়াতের জন্য বাসগুলি থেকে ৭৫ টাকা টোল হিসাবে চাওয়া হচ্ছিল। যার বিরুদ্ধে বিক্ষোভে নামেন বাসমালিকরা। বন্ধ হয়ে যায় টোল আদায়। বৈঠকে সিদ্ধান্ত হয়, জেলা পরিবহণ দফতরে নথিভুক্ত বিভিন্ন রুটের বাস দিনে এক বার ৬০ টাকা দিয়েই যাতায়াত করতে পারবে যত বার ইচ্ছা। দিঘা-হাওড়া রুটের ক্ষেত্রে তা দৈনিক ৭৫ টাকা। ডিস্ট্রিক্ট বাস ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক সুকুমার বেরা বলেন, ‘‘জেলা প্রশাসন ও ঠিকাদার সংস্থা আমাদের দাবি বিবেচনা করে যে টোল নির্ধারণ করেছে, আমরা তাতে সম্মতি জানিয়েছি। এর ফলে জাতীয় সড়কে টোল আদায় নিয়ে সমস্যা মিটেছে। টোল আদায়কারী ঠিকাদার সংস্থার কর্তা অঙ্গদ সিংহ জানান, বৃহস্পতিবার থেকেই নতুন হারে টোল আদায় শুরু হয়েছে।

প্রতারণা, ধৃত আলু ব্যবসায়ী
প্রতারণার অভিযোগে এক আলু ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার গভীর রাতে চন্দ্রকোনা শহরের বাসস্ট্যান্ড থেকে অজিত সিংহ নামে ওই ব্যবসায়ীকে চন্দ্রকোনা থানার পুলিশের সাহায্যে পঞ্জাব পুলিশ গ্রেফতার করে। ধৃতকে বুধবার ঘাটাল আদালতের নির্দেশে ট্রানজিট রিমান্ডে পঞ্জাবের জলন্ধরে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি চন্দ্রকোনা রোডের অপর্ণাপল্লিতে। স্থানীয় সূত্রের খবর, অজিতবাবু দীর্ঘ দিন ধরে চন্দ্রকোনা রোডে বীজ আলুর ব্যবসা করেন। মরসুমের সময় পঞ্জাবের জলন্ধর থেকে বীজ আলু নিয়ে এসে বিক্রি করেন তিনি। অভিযোগ, জলন্ধরের যে ব্যবসায়ীর সঙ্গে তিনি ব্যবসা করতেন তাঁর কাছে প্রায় বেশ কয়েক লক্ষ টাকা ধার নিয়েছিলেন। মরসুম শেষ হয়ে যাওয়ার পরেও তাঁকে ধার না শোধ করায় তিনি ফোনে টাকা পাঠাতে বলেন। কিন্তু টাকা না মেলায় তিনি চন্দ্রকোনা রোডের ওই ব্যবসায়ীর কাছে লোক পাঠান। তখন তিনি চেক পাঠানোর আশ্বাস দেন। কিছু দিন আগে তিনি এক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের চেক মারফত ২৫ লক্ষ টাকা পাঠালেও ওই চেক বাউন্স হয়। তখন পঞ্জাবের ওই ব্যবসায়ী জলন্ধর থানায় অজিতবাবুর নামে মামলা করেন। তার ভিত্তিতেই ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

কৃষক দিবস
কৃষক দিবস পালন হল কাঁথি ও মহিষাদলে। কৃষি দফতরের উদ্যোগে বৃহস্পতিবার কাঁথি মহকুমার ৮টি ব্লকে কৃষক দিবস উদ্যাপন হয়। মহকুমা কৃষি আধিকারিক অশোককুমার শিট জানান, মহকুমার ৮টি ব্লকের পঞ্চায়েত সমিতির কার্যালয়ে চাষবাস নিয়ে আলোচনা হয়। এ ছাড়া মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো প্রতিটি ব্লকের সেরা কৃষককে ‘কৃষিরত্ন’ শংসাপত্র ও দশ হাজার টাকার চেক দেওয়া হয়। এ দিনই বিকেলে মহিষাদলের পঞ্চায়েত সমিতি প্রাঙ্গণে কৃষক দিবস অনুষ্ঠানে ব্লকের মধ্যহিংলী গ্রামের শক্তিপদ মাইতিকে কৃষিরত্ন পুরস্কার দেওয়া হয়। এ ছাড়াও ভর্তুকিতে ২০ জন কৃষককে পাম্পসেট, ২০১ জন চাষিকে অনুদান, ৪৫ জন চাষিকে কিষান ক্রেডিট কার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, ব্লকের কৃষি অধিকর্তা মৃণালকান্তি বেরা, মহকুমার সহ-কৃষি অধিকর্তা মানসরঞ্জন প্রধান প্রমুখ।

কলেজ বন্ধের নোটিস
চতুর্থ বর্ষের ছাত্র-মৃত্যুর জেরে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেল কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ। বৃহস্পতিবার বিকালে কলেজ কর্তৃপক্ষ নোটিস দিয়ে কলেজ বন্ধের কথা জানান। কলেজের ছাত্রছাত্রীরা এ দিন ক্লাস বয়কট করেন। বিকালে কোলাঘাট থানায় ডেপুটেশনও দেওয়া হয়। সন্ধ্যায় থানা থেকে কলেজ পর্যন্ত মোমবাতি মিছিল করেন ছাত্রছাত্রীরা। তাঁদের অভিযোগ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিভাগের ছাত্র প্রমোদ কুমারের মৃত্যুর ঘটনায় কলেজ কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। সেই গাফিলতি ঢাকতেই কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। কলেজের অধিকর্তা নরেন্দ্রনাথ জানা অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

জাল নোট-সহ ধৃত
জাল নোট-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে ঘাটাল শহরের কুঠিবাজার থেকে ভগীরথ পণ্ডিত নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার ঘাটাল আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ঘাটাল থানারই শ্রীপুরের ওই যুবকের কাছ থেকে জাল দু’হাজার টাকার নোট উদ্ধার হয়। ঘাটালের সিআই অসিত সামন্ত বলেন, “ধৃতকে জেরা করে জাল নোট চক্রের সন্ধান মিলেছে। তাদের খোঁজ চলছে।”

কংগ্রেসের সম্মেলন
দেশপ্রাণ ব্লকের চম্পাইনগরে বুধবার বামুনিয়া অঞ্চল কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত হল। সম্মেলনে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা হয়। বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ক্ষিতীন্দ্রমোহন সাহু, মহকুমা সভাপতি গঙ্গারাম মিশ্র, নিতাই মিশ্র, মহিলা নেত্রী রীনা দাস, ব্লক সভাপতি স্নেহাশিস পাহাড়ি প্রমুখ। সম্মেলনের সভাপতিত্ব করেন অঞ্চল কংগ্রেস সভাপতি অশ্বিনী হাজরা।

অপহরণের আগেই গ্রেফতার পাঁচ যুবক
কিশোরীকে অপহরণ করতে এসে ধরা পড়লেন পাঁচ যুবক। চন্দ্রকোনা থানার জয়ন্তীপুর সংলগ্ন ডালিমাবাড়ির ঘটনা। ধৃত পাঁচ যুবকেরই বাড়ি হাওড়ার উলুবেড়িয়ার চকশ্যামরূপে। কিশোরীর বাবার অভিযোগে তাঁদের ধরে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ওই কিশোরীর বাড়িতে তিন যুবক এলে মেয়েটির বাবা চিৎকার শুরু করেন। লোক জড়ো হয়ে যায়। তাঁরাই গাড়ি-সহ অপহরণকারীদের ধরে থানায় খবর দেন। চন্দ্রকোনা থানার ওসি আশিস জৈন বলেন, “যুবকদের নামে অপহরণের নামে মামলা হয়েছে। আজ, শুক্রবার ধৃতদের আদালতে পাঠানো হবে।”

গাছে দেহ
এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম প্রদীপ মণ্ডল (৩৫)। বাড়ি চন্দ্রকোনার লক্ষ্মীপুরে। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে রামচকে একটি তেঁতুলগাছে প্রদীপকে ঝুলন্ত অবস্থায় দেখেন স্থানীয়েরা। তাঁরাই পুলিশে খবর দেন। মৃতের পরিবার সূত্রে খবর, বুধবার রাত থেকেই প্রদীপের খোঁজ মিলছিল না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.