একশো দিনের কাজ নেই, বেকার ভাতা চেয়ে আর্জি
কশো দিনের কাজ প্রকল্পে আবেদন করেও কাজ মেলেনি। ফলে, বেকার ভাতা চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছেন এক ব্যক্তি। আহম্মদ আলি মল্লিক নামে ওই ব্যক্তির বাড়ি কেশপুর ব্লকের কলাগ্রাম অঞ্চলে। অভিযোগ, প্রশাসনের কাছে ভাতার আবেদন করার পর গ্রামেরই কয়েকজন তাঁকে হুমকি দেয়। বাধ্য হয়ে তিনি ঘর ছাড়েন। এই বিষয়টিও জেলাশাসকের কাছে লিখিত ভাবে জানিয়েছেন আহম্মদ।
তাঁর বক্তব্য, “আমার গ্রামে দু’টি পুকুর এবং একটি স্কুলমাঠের সংস্কারের কাজ হয়েছে। একশো দিনের প্রকল্পেই কাজ করা হয়। আমার জবর্কাড রয়েছে। ফলে, প্রকল্পে আমার কাজ পাওয়ার কথা। তবে যেহেতু জেসিবি মেশিন দিয়ে কাজ হয়েছে, তাই কাজ পাইনি।”
গত ফেব্রুয়ারিতে বিডিও এবং মেদিনীপুরের (সদর) মহকুমাশাসকের কাছে অভিযোগ জানান ওই ব্যক্তি। অভিযোগ, এরপর গ্রামের কয়েকজন তাঁকে হুমকি দেয়। তাঁর জরিমানা ধার্য্য করা হয়। পরিস্থিতির জেরে ঘর ছাড়েন তিনি। মার্চের গোড়ায় বিষয়টি জেলাশাসকের কাছে লিখিত ভাবে জানান। অভিযোগ ছিল, স্থানীয় উঁচাহার হাইস্কুলের মাঠের সংস্কার কাজ মেশিন দিয়ে হয়েছে। প্রকল্পটি একশো দিনের কাজ প্রকল্পে হয়েছে। তবে তা ঠিক নয়। কেশপুরের বিডিও মহম্মদ জামিল আখতারের কথায়, “অভিযোগ পেয়ে খোঁজখবর শুরু করি। স্কুল কর্তৃপক্ষ লিখিত ভাবে জানিয়েছেন, মাঠটি স্কুলের উদ্যোগে সংস্কার হয়েছে। এ ক্ষেত্রে করণীয় কিছু নেই।” আর পুকুর খননের কাজ? ব্লক প্রশাসনের বক্তব্য, এই অভিযোগটিও খতিয়ে দেখা হচ্ছে।
একশো দিনের কাজ প্রকল্প নিয়ে নানা অভিযোগ ওঠে। লিখিত অভিযোগ এলে খতিয়েও দেখে প্রশাসন। কোথাও মাস্টার রোল ছাড়াই কাজ করা হয়। কোথাও বা একই কাজ বারবার দেখানো হয়। এমনকী, প্রশাসনের অনুমোদন না নিয়েও কাজ করার উদাহরণ রয়েছে। পরিস্থিতি দেখতে গ্রাম পঞ্চায়েত স্তরে পরিদর্শনও হয়। একশো দিনের প্রকল্পের কাজ মেশিন দিয়ে করা যায় না। স্থানীয় মানুষ, যাঁদের জবকার্ড রয়েছে, তাঁদের দিয়েই কাজ করাতে হয়। তবে কিছু ক্ষেত্রে তা হয় না বলে অভিযোগ। অন্যদিকে, অভিযোগ জানালে হেনস্তার শিকার হতে হবে, এই আশঙ্কায় অধিকাংশ গ্রামবাসী প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানান না। ফলে, প্রশাসনেরও করণীয় কিছু থাকে না। একশো দিনের কাজ প্রকল্পের দফতর অবশ্য জানিয়েছে, আবেদন করেও কাজ মেলেনি, তাই বেকার ভাতা দাবি করেছেন, কেশপুর থেকে এমন কোনও আবেদন তাদের কাছে আসেনি। এলে তা খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.