সীমান্ত টপকে পালিয়ে ইংরেজবাজার পুলিশের হাতে ধরা পড়ল বাংলাদেশের ওক যুবক ও এক কিশোরী। শনিবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ ২ নম্বর কলোনি এলাকা থেকে ওই দু’জনকে ধরে। পুলিশ জানায়, ধৃত কিশোরীর নাম আঁখি খাতুন (১৬)। বাড়ি বাংলাদেশের খুলনা জেলার বড়ঞা গ্রামে। প্রেমিক তুষার সাউয়ের বাড়ি চাঁদমারি জেলার রূপসা গ্রামে। রবিবার আদালতে তোলা হলে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট নাবালিকা আঁখিকে হোমে ও তুষারকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, ওরা টপকে এ পারে মালদহ শহরে পৌঁছে দিশেহারা হয়ে পড়ে। গতিবিধি সন্দেহ হওয়ায় ওদের গ্রেফতার করা হয়। ধৃত তুষারের থেকে বাংলাদেশ ও ভারত দুই জায়গার ভোটার কার্ড উদ্ধার করা হয়েছে। বীরভূমের রামপুরহাটের এক রেশন কার্ড পাওয়া গিয়েছে। একাধিক সিমকার্ড পাওয়া গিয়েছে। পুলিশের জেরায় ধৃত বাংলাদেশের নাবালিকা জানায়, তাকে ভুল বুঝিয়ে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আনে তুষার। পুলিশের সন্দেহ ধৃত যুবক পাচারকারি চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে।
|
পঞ্চায়েত ভোটের মুখে দিনহাটা কান্ডে গুলিতে জখম এক ফরওয়ার্ড ব্লক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। রবিবার সন্ধ্যায় দিনহাটার নাজিরহাটে তৃণমূলের অফিস চত্বরে আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। দলে নতুন যোগ দেওয়া ওই ব্যাক্তির নাম সামসুল হক। তিনি ফরওয়ার্ড ব্লকের নাজিরহাট অঞ্চল কমিটির সদস্য। রবীন্দ্রনাথবাবু বলেন, “২০০৮ সালে গুলিবিদ্ধ হয়ে সামসুল হক জখম হন। গরিব ওই ব্যাক্তির পরিবারকে গত পাঁচ বছরে ফরওয়ার্ড ব্লক কোনও সাহায্য করেনি।ওই ক্ষোভেই তিনি দল ছেড়েছেন।”
|
আগ্নেয়াস্ত্র দেখিয়ে গাড়ি দাঁড় করিয়ে বিয়ে বাড়ি যাওয়ার পথে বাসিন্দাদের সোনার এবং রুপোর গয়না লুট করে পালাল দুষ্কৃতীরা। রবিবার ইসলামপুর থানার সতীপুকুর এলাকায় ঘটনাটি ঘটেছে। এ দিন দুপুরে একটি ছোট গাড়িতে ইসলামপুর থানার খবরগাঁও থেকে গুঞ্জুরিয়ায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল ৯ মহিলা। আচমকা আগ্নেয়াস্ত্র দেখিয়ে গাড়ি দাঁড় করিয়ে ১৭ জনের দুষ্কৃতী দলটি অস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দেয়। পুলিশ জানায়, মহিলাদের এবং চালকের বাড়ি ইসলামপুর থানার খবরগাঁও। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেছেন, “এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।”
|
শিবরাত্রিতে ভিড় উপচে পড়ল কোচবিহারের বাণেশ্বরে। কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের নিয়ন্ত্রণাধীন বাণেশ্বর মন্দিরে শনিবার গভীর রাত থেকে লাইন শুরু হয়। এ দিন থেকে সপ্তাহব্যাপী একটি মেলাও শুরু হয়েছে বাণেশ্বরে। অন্য দিকে তিন হাজার ফুট উচ্চতায় দুর্গম পথ উপেক্ষা করে ডুয়ার্সে জয়ন্তী এলাকায় শিব চতুর্দশী উপলক্ষে ভিড় করেছে বাসিন্দারা। ভুটান সরকারের তরফে পরিকাঠামো উন্নয়ন না-হওয়ায় ক্ষুদ্ধ দর্শনার্থী। আলিপুরদুয়ার মহকুমাশাসক অমলকান্তি রায় জানান, মহাকাল পাহাড়ে দর্শনার্থীর সুবিধের জন্য সিঁড়ি জরুরি। ভুটান সরকারের সঙ্গে এই নিয়ে আলোচনার জন্য ঊর্ধ্বতনকে বলা হবে। এ দিন থেকে মাথাভাঙা শহরে শিবমেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন বনমন্ত্রী হিতেন বর্মন। |