|
|
|
|
বাস বন্ধে বিপাকে হাটের ব্যবসায়ীরা |
গৌর আচার্য • রায়গঞ্জ |
উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন হাটে বেসরকারি হাটবাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন হাট ব্যবসায়ীরা। পণ্যসামগ্রী ট্রাকে তুলে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন তাঁরা। ফলে দুর্ঘটনাও বাড়ছে বলে অভিযোগ। সম্প্রতি হেমতাবাদ থানার সমসপুর মস্তানপাড়া এলাকায় ট্রাক উল্টে এক ব্যবসায়ী মারা যান। দুর্ঘটনায় জখম হন আরও ১৫ জন। ওই দিন ২০ জন ব্যবসায়ী কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকা থেকে পণ্যসামগ্রী ট্রাকে তুলে বিষ্ণুপুর হাটে রওনা দেন। ঘটনার পরে দ্রুত হাটবাস পরিষেবা চালু করার দাবিতে আন্দোলনে নামার হুমকি দিয়েছে ব্যবসায়ীদের সংগঠন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী বলেন, “অবিলম্বে হাটবাস পরিষেবা চালুর করা না হলে হাট ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে জেলা জুড়ে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বন্ধের ডাক দেওয়া হবে।” উত্তর দিনাজপুরের জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া বলেন, “কেন হাটবাস পরিষেবা বন্ধ খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর থেকে জেলা প্রশাসন রুট সমীক্ষা না করে যথেচ্ছভাবে ট্রেকার ও অটোর পারমিট দিয়ে চলেছে। ওই কারণে লোকসানের মুখে পড়ে গত তিন বছর থেকে ধীরে ধীরে বেসরকারি হাটবাস বন্ধ করে দেওয়া হয়েছে। সংগঠনের সম্পাদক অশোক চন্দ বলেন, “সরকারি অনুমতি নিয়ে হাটবাসগুলি বিভিন্ন সাধারণ রুটে চালানো হচ্ছে।” জেলার আঞ্চলিক পরিবহণ আধিকারিক তপন মল্লিক জানান, সরকারি নিয়ম মেনে ট্রেকার ও অটোর পারমিট দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে রায়গঞ্জের বিভিন্ন এলাকা থেকে জেলার ধনকল, দুর্গাপুর, কমলাবাড়ি, বিলাসপুর, টুঙ্গিদিঘি, বিকোর, জনতা, রসাখোয়া, পতিরাজ, মধুবন, বিষ্ণুপুর সহ বিভিন্ন হাটে ২২টি বেসরকারি হাটবাস যাতায়াত করত। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অভিযোগ, হাটবাস বন্ধ হওয়ায় গত কয়েক বছর ব্যবসায়ীরা ট্রাক ভাড়া করে যাতায়াত করছেন। মাঝে মধ্যে ট্রাক উল্টে ব্যবসায়ীরা জখম হচ্ছেন। এক বছরে অন্তত ১০ ব্যবসায়ী জখম হন। লক্ষাধিক টাকার সামগ্রী নষ্ট হয়েছে। |
|
|
|
|
|