|
|
|
|
পাট্টার জমি নিয়ে বিবাদ |
সিপিএম তৃণমূলের সংঘর্ষে জখম ১০ |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
পাট্টার জমি দখলকে কেন্দ্র করে তৃণমূল ও সিপিএম সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন জখম হয়েছেন। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে ইটাহার থানার দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর এলাকায়। জখমদের মধ্যে ৪ জনকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। হাসপাতালে দুজন তৃণমূল ও দুজন সিপিএম সমর্থক ভর্তি রয়েছেন।
ইটাহার থানার ওসি গৌতম রায় বলেন, “দু’পক্ষের অভিযোগ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হবে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ইটাহার বিডিও অফিসে জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের তরফে ইটাহার ব্লকের প্রায় এক হাজার উদ্বাস্তু পরিবারকে নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে পাট্টা বিলির উদ্বোধন হয়। ওইদিন ওই প্রকল্পের উদ্বোধন করে আনুষ্ঠানিক ভাবে কিছু উদ্বাস্তু পরিবারের হাতে পাট্টা তুলে দেন রাজ্যের পরিষদীয় সচিব তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য। উত্তর মহেশপুর এলাকার ৪২টি উদ্বাস্তু পরিবারকে পাট্টা দেওয়া হয়। এদিন তৃণমূল সমর্থকরা পাট্টা নিয়ে ওই এলাকায় জমি দখল করতে গেলে সিপিএম সমর্থকদের সঙ্গে তাঁদের সংঘর্ষ শুরু হয়। দু’পক্ষই লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একে অপরকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিপিএমের পশ্চিম দুর্লভপুর অঞ্চল কমিটির সম্পাদক কাবেদ আলি বলেন, “পাট্টা বিলির কাজে দলবাজি হয়েছে। বেছে বেছে তৃণমূল সমর্থকদের পাট্টা বিলি করা হয়েছে। এদিন তৃণমূল সমর্থকরা সিপিএম সমর্থকদের দখলে থাকা জমি দখল করার চেষ্টা করেন। তাঁরা প্রতিবাদ করলে তৃণমূল সমর্থকরা হামলা করে।” তৃণমূল পরিচালিত দুর্লভপুর পঞ্চায়েতের প্রধান ইসমাতুন বেগম বলেন, “যে সমস্ত পরিবার পাট্টা পাওয়ার যোগ্য তাঁদের প্রত্যেককেই পাট্টা দেওয়া হয়েছে। আসলে সিপিএম সমর্থকরা পাট্টা পেয়েও বেআইনি ভাবে অনেক বেশি জমি দখলের চেষ্টা করছেন। তৃণমূল সমর্থকরা এদিন পাট্টা পেয়ে নিজেদের জমি দখল করতে গেলে সিপিএম হামলা চালায়।” |
|
|
|
|
|