|
|
|
|
পঞ্চায়েতের প্রচারে জানালেন গৌতম দেব |
পরিষেবা দিতে দরকার ক্ষমতা |
নিজস্ব সংবাদদাতা • তপন |
উন্নয়ন কাজ এগোতে হলে ত্রিস্তর পঞ্চায়েতের ক্ষমতা দরকার বলে মনে করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। রবিবার দক্ষিণ দিনাজপুরে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “জেলায় জেলায় উন্নয়নের যে উদ্যোগ শুরু হয়েছে, তাকে এগিয়ে নিয়ে যেতে ত্রিস্তর পঞ্চায়েতের ক্ষমতা পেতে হবে। মানুষকে সঙ্গে নিয়ে তা সম্ভব।” কংগ্রেসের নাম না করে তিনি বলেন, “যারা সিপিএম এবং আরএসপির হাত ধরে চলছে, তাদের সঙ্গে তৃণমূল পঞ্চায়েতে কোনও জোট করবে না।” |
|
তপনে গৌতম দেব।—নিজস্ব চিত্র। |
তপন ব্লকে রামচন্দ্রপুর পঞ্চায়েতের করদহ এলাকায় পুনর্ভবা নদীর উপর প্রায় ২০০ মিটার লম্বা একটি সেতুর শিলান্যাস করেন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, “নদীর ওপারে থাকা পুরো রামপাড়া চেঁচড়া পঞ্চায়েতের বাসিন্দারা বর্ষার সময় তপন ব্লক সদর থেকে এক রকম যোগাযোগে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি এবং বিধায়কের চেষ্টায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে সেতুটির জন্য ৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে। দু’বছরে সেতুর কাজ শেষ হবে।”
এ দিন বালুরঘাট হাসপাতাল চত্বরে এক ফেয়ার প্রাইস ওষুধের দোকানের উদ্বোধন করেন রাজ্যের কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী। ওই দোকান চালু হওয়ায় কম দামে জেনেরিক ওষুধ কেনার সুযোগ মিলবে। তার আগে কারামন্ত্রী হিলি এবং বালুরঘাটের কৃষি খামারে দুটি কৃষক বাজারের শিলান্যাস করেন। তপন এবং গঙ্গারামপুরে একই ধরনের কৃষি বাজারের কাজের সূচনা করেন বিধায়ক সত্যেন রায়। প্রতিটি কৃষক বাজার তৈরি প্রকল্পে সাড়ে ৫ কোটি টাকা করে বরাদ্দ হয়েছে। তপন ব্লকের কুপাদহ, সুতল এবং বংশীহারী ব্লকের সিহল ও টেপরিদহ এলাকায় পুনর্ভবা ও টাঙ্গন নদী বাঁধের সংস্কারে প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রকল্প গুলির কাজের সূচনা করেন এলাকার বিধায়ক তথা পরিষদীয় সচিব বিপ্লব মিত্র। হরিরামপুর ও বুনিয়াদপুরে বাসস্ট্যান্ড ও মার্কেট কমপ্লেক্সের শিলান্যাস করেন বিধায়ক বিপ্লববাবু। এ দিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নির্দেশে বালুরঘাটে নাট্য উৎকর্ষ কেন্দ্রের কাজে গতি খতিয়ে দেখতে বালুরঘাটে যান বিভাগীয় নির্বাহী বাস্তুকার বাসুদেব মানি। তিনি প্রস্তাবিত জমি পরিদর্শন করে বলেন, “দ্রুত কাজ শুরু হবে।” |
|
|
|
|
|