‘আমার বাড়ি প্রকল্পে’ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। প্রাপকদের কাছ থেকে এই অভিযোগ পেয়ে সরেজমিন তদন্ত করলেন বিডিও। বরাবাজারের সিন্দরি পঞ্চায়েতের ফুলঝোর সংসদে সম্প্রতি আমার বাড়ি প্রকল্পে ৩৫টি বাড়ি নির্মাণের কাজ চলছিল। পঞ্চায়েত প্রধান বিভূতি মাহাতো বলেন, “ওই প্রকল্পে প্রতিটি বাড়ির জন্য ১ লক্ষ ৬৭ হাজার টাকা বরাদ্দ রয়েছে। ফুলঝোর সংসদের খেড়াডি গ্রামের কয়েক জন বাসিন্দা আমার কাছে এসেছিলেন, আমি তাঁদের বোঝাই এটি পঞ্চায়েত সমিতি থেকে বরাদ্দ অর্থে নির্মিত হচ্ছে। বিডিওর কাছে যান।” বরাবাজারের বিডিও অনিমেষকান্তি মান্না বলেন, “বিশেষজ্ঞদের নিয়ে বুধবার ওই গ্রামে গিয়েছিলাম। কিছু ইট পাল্টাতে বলেছি। এ ছাড়া নির্মাণকারী ঠিকাদারদের নিয়ে বৃহস্পতিবার বৈঠক করেছি। বলেছি, কাজের মান নিয়ে কোনও আপোস করা চলবে না। ওই কাজের ওপর আমাদের নজরদারি রয়েছে।”
|
গণধর্ষণে ধৃতদের পুলিশ হেফাজত
নিজস্ব সংবাদদাতা • ইন্দাস |
বাঁকুড়ার ইন্দাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় ধৃত শেখ সইদুল, শেখ রাজু, তপন ঘোড়ই, শেখ শাহ আলম ও শেখ সিদ্দিক নামে পাঁচ দুষ্কৃতীকে দশ দিন পুলিশি হেফাজতে পাঠাল বিষ্ণুপুর আদালত। বৃহস্পতিবার রাতে চণ্ডীপুরের কয়লাচক গ্রাম থেকে ওই পাঁচ জনকে ধরা হয়। গত সোমবার রাতে ইন্দাসের হাসপাতাল মোড়ে রাস্তা মেরামতির কাজ করতে আসা শ্রমিকদের তাঁবুতে হানা দিয়ে একদল দুষ্কৃতী এক তরুণীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। তারা ৩৩ ব্যারেল বিটুমিন ও ৭টি মোবাইল ছিনতাই করে বলেও জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতেরা ওই দলেরই পাঁচজন। শনিবার বাঁকুড়ার পুলিশ সুপার মুকেশকুমার বলেন, “ধৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া দু’টি মোবাইল উদ্ধার হয়েছে। তাদের জেরা করে ওই ঘটনায় জড়িত বাকি দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করা হবে। চুরি যাওয়া বাকি সামগ্রীও উদ্ধারের চেষ্টা চলছে।”
|
টাকা চেয়ে হুমকি শিক্ষকদের
নিজস্ব সংবাদদাতা • বোরো |
একটি আশ্রমের ছাত্রাবাসে শিক্ষকদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। বোরো থানার কুমারি গ্রাম এলাকার ওই আশ্রম কর্তৃপক্ষ সম্প্রতি পুলিশের কাছে এই অভিযোগ করেছেন। রবিবার আশ্রম কর্তৃপক্ষ ও অভিভাবকেরা এ নিয়ে বৈঠক করেন। পুলিশ সুপার সি সুধাকর বলেন, “কারা ওই শিক্ষকদের হুমকি দিচ্ছেন স্পষ্ট নয়। ওদের মোবাইলের নম্বর ধরে ধরার চেষ্টা হচ্ছে।” ওই আশ্রমে উপজাতি সম্প্রদায়ের ৩৮ জন আবাসিক পড়ুয়া রয়েছে। শিক্ষকদের অভিযোগ, ২৬ ফেব্রুয়ারি রাতে মুখে কাপড় ঢাকা কয়েকজন এসে রিভলভার দেখিয়ে জানায় তারা জঙ্গলমহল থেকে আসছে। সামনে নির্বাচন রয়েছে বলে মোটা টাকা দাবি করে। টাকা নেই জানাতে ওরা পরে আসবে বলে জানায়। পরে ফোন করেও তারা টাকা দাবি করে। ফের তারা ২ মার্চ এসে হুমকি দেয়।
|
শিবরাত্রি। বাঁকুড়ার এক্তেশ্বর (উপর) ও হুড়ার চণ্ডেশ্বর মন্দিরে রবিবার দিনভর বহু পূণ্যার্থী এসেছিলেন।
প্রসাদ নিতে ভিড় করেছিল শিশুরাও। ছবিগুলি তুলেছেন অভিজিৎ সিংহ ও প্রদীপ মাহাতো। |
রাস্তা নির্মাণে দুর্নীতির নালিশ
নিজস্ব সংবাদদাতা • পুঞ্চা |
পাকা রাস্তা তৈরিতে নিম্নমানের পাথর ও সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে-- বিডিওর কাছে এমন অভিযোগ জানালেন পুঞ্চার ধাদকি ও পাকবিড়রার বাসিন্দারা। পুঞ্চার ধাদকি থেকে পাকবিড়রা পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ চলছে। শশধর সহিস, বিশ্বজিৎ মাহাতোরা বলেন, “২০০৬ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পাকবিড়রায় আসার আগে রাস্তায় পিচ পড়েছিল। এখন খানাখন্দে ভরেছে। সংস্কারে নিম্নমানের জিনিস ব্যবহার হচ্ছে।” পুঞ্চার বিডিও সুপ্রতীক সরকার বলেন, “অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” |
গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা • ইঁদপুর |
এক নাবালিকাকে অপহরণের অভিযোগে তারই পড়শি এক যুবককে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয় কিশোরী। ইঁদপুর থানা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম উত্তম বাউরি। রবিবার সকালে ইঁদপুরের বাংলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের ধরা হয়। গত ২৫ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল বছর সতেরোর ওই কিশোরী। তার বাবা উত্তমের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন। এ দিন খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক ধৃত যুবককে ১৪ দিন জেলহাজতে রাখার এবং ওই কিশোরীকে হোমে রাখার নির্দেশ দেন।
|
দুর্ঘটনায় জখম
নিজস্ব সংবাদদাতা • রাইপুর |
রাস্তার মাঝে চলে এসেছিল এক বালক। তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ রক্ষা না করতে পেরে উল্টে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। জখম হলেন ওই গাড়ির আরোহী-সহ ১২ জন যাত্রী। রবিবার সকালে রাইপুর থানার পিড়রা গ্রামে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে রাইপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের মধ্যে ৯ জনকে ছেড়ে দেওয়া হয়। তিনজনের ওই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলে। |