অনড় সিপিএম, বাঁকুড়ায় পঞ্চায়েতের প্রার্থী নিয়ে মতান্তর বামফ্রন্টে
বাড়তি আসন দাবি বাকি শরিকদের
বিরোধী শিবিরে থেকেও বাঁকুড়া জেলা বামফ্রন্ট পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে ঐক্যমতে পৌঁছতে পারল না। বাম শরিক ফরওয়ার্ড ব্লক, আরএসপি এবং সিপিআই ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনের মতো এ বারও বেশি আসনে প্রার্থী দিতে চাইছে। আর তা মানতে নারাজ বড় শরিক সিপিএম। আগে তিন বার বৈঠকেও রফা হয়নি। রবিবারও বৈঠক করে জেলা বাম নেতৃত্ব আসন সমঝোতায় পৌঁছতে পারলেন না। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাম দলগুলি আদৌ জোট গড়তে পারবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে শরিকদের মধ্যেই।
বামফ্রন্ট সূত্রের খবর, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আসন বন্টনের ক্ষেত্রে সিপিএম ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনকে ‘ভিত্তি বর্ষ’ হিসেবে ধরেই এগোতে চাইছে। অথাৎ গতবার পঞ্চায়েত নির্বাচনের সময় যে দল যতগুলি আসন পেয়েছিল, এ বারও সেই একই ভাবে আসন বন্টন হবে। কিন্তু অন্য শরিকদের দাবি, তা হবে না। এলাকা-ভিত্তিক বাম দলগুলির সাংগঠনিক ক্ষমতার ভিত্তিতে আসন বন্টন করতে হবে। আরএসপির জেলা সম্পাদক মদন মাহাতোর দাবি, “প্রত্যেক এলাকায় সাংগঠনিক শক্তির ভিত্তিতে যে দল এগিয়ে সেই জায়গায় ওই দলকেই আসন ছেড়ে দিতে হবে। সেই হিসেবেই আমরা আরএসপি থেকে সাংগঠনিক ভাবে মজবুত ছাতনা পঞ্চায়েত সমিতিতে ৩৫টি আসনের মধ্যে ১৭টি আসন দাবি করেছি। কিন্তু তা এখনও মেনে নেয়নি সিপিএম।” সিপিআই-এর জেলা সম্পাদক ইন্দ্রজি টাঙির বক্তব্য, “কোতুলপুরে আমাদের সাংগঠনিক শক্তি ভাল। ওই এলাকায় আমরা জেলা পরিষদের আসনটি দাবি জানিয়েছি। যদিও সিপিএম তা ছাড়তে চাইছে না।” ফরওয়ার্ড ব্লকের জেলা সহ সভাপতি মানিক মুখোপাধ্যায়ের দাবি, “ওন্দায় আমাদের বেশ ভাল সমর্থন রয়েছে। ওখানে আমাদের বেশি আসন ছাড়তে হবে।” সিপিএমের ওই শরিক নেতাদের অভিযোগ, ২০০৮ সালে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন জেলায় জোট ভেঙে দেয় সিপিএম। যার ফলে তাঁরা বিভিন্ন জায়গায় প্রার্থী দিতে পারেননি। নির্বাচনে এর খেসারতও দিতে হয়। অনেক জায়গায় বামফ্রন্টের সঙ্গে আসন রফা না হওয়ায় তৃণমূলের সঙ্গে অলিখিত জোট গড়ে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়েছিলেন কিছু বামকর্মী। পরে তৃণমূলের সঙ্গে কিছু আসনে তাঁরা পঞ্চায়েতও চালাচ্ছেন।
বামফ্রন্টের এই মেজোশরিকরা অনেকেই ভেবেছিলেন, এ বার তাঁরা বিরোধী শিবিরে। তাই বড় শরিক সিপিএম গতবারের মতো আসন নিয়ে জোর খাটাতে পারবে না। ফলে তাঁরা সামান্য চাপ দিয়েই আসন বাড়িয়ে নিতে পারবেন বলে ভেবেছিলেন। কিন্তু রবিবারের বৈঠকেও রফা-সুত্র না মেলায় অনেকেই হতাশ। ক্ষুব্ধ এক বাম নেতা তাই বৈঠক ছেকে বেরিয়েই বলেন, “আদৌ আমাদের জোট হবে কী না বলা যাচ্ছে না।” তবে জেলা বামফ্রন্টের চেয়ারম্যান তথা সিপিএমের জেলা সম্পাদক অমিয় পাত্রের দাবি, “আমাদের আসন সমঝোতা হচ্ছে না, কে বলছে? আলোচনার মাধ্যমে সব এগোচ্ছে। আলাপ-আলোচনার মাধ্যমেই এ বারও বামফ্রন্ট ঐক্যবদ্ধ ভাবে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.