বাড়িতে ঢুকে নগদ টাকা ও অলঙ্কার নিয়ে চম্পট দিল একদল দুষ্কৃতী। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের বনমালিপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে বনমালিপুর গ্রামের বসন্ত মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ির পাঁচিল ডিঙিয়ে ঢোকে জনা চারেকের একটি দুষ্কৃতী দল। ওই দুষ্কৃতীরা বসন্তবাবুর ছেলের ঘরের জানলা দিয়ে খুনের হুমকি দিয়ে দরজা খুলতে বলে। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বসন্তবাবু। তাঁর অভিযোগে তিনি জানিয়েছেন, নগদ ১২ হাজার টাকা ও কিছু সোনার অলঙ্কার খোয়া গিয়েছে। মারধর করা হয়েছে তার পুত্র ও পুত্রবধূকেও। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
|
একটি ধানকলের সেপটিক ট্যাঙ্ক থেকে এক যুবকের দেহ উদ্ধার করল গাইঘাটা থানার পুলিশ। শুক্রবার সকালে ধানকুনি এলাকার ঘটনা। নিহতের নাম বিজন বিশ্বাস ওরফে মোটা বাপি (৩৪)। বাড়ি বনগাঁর সিকদার পল্লি এলাকায়। তার বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। সে জামিনে মুক্ত ছিল। রাতে দেহটি শনাক্ত করেন বিজনের পরিবারের লোকজন। তাঁরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিজন বাড়িতে থাকত না। সরস্বতী পুজোর আগের দিন শেষবার বাড়িতে আসে। তার পর থেকে তার আর খোঁজ মেলেনি। পুলিশ একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
|
টিফিনের সময়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের দাবিতে শনিবার বনগাঁর জয়পুরের অসিত বিশ্বাস শিক্ষা নিকেতনে বিক্ষোভ দেখালেন অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা। শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা হয়। ভাঙচুর হয় দু’টি চেয়ার। বিক্ষোভের জেরে সাড়ে ১২টা নাগাদ ছুটি দিয়ে দেওয়া হয় স্কুল। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায়ই বহিরাগতদের আনাগোনা হচ্ছে স্কুলে। ফলে স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে। বহিরাগতদের হাতে গত বৃহস্পতিবার দুই ছাত্র প্রহৃত হয়েছেন। তবু স্কুল কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করছেন না। প্রধান শিক্ষক বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “বহিরাগতদের স্কুলে ঢোকার বিষয়টি জানতাম না। স্কুলে দারোয়ান নেই। টিফিনের সময়ে গেট বন্ধ রাখার ব্যবস্থা করা হয়েছে।”
|
দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় আহত হলেন এক গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে। পুলিশ জানিয়েছে আহতের নাম রিয়াজুল সর্দার। বাড়ি বসিরহাটের ইটিন্ডার কলবাড়ি এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে বিএসএফ। তাঁকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পাচারকারীদের ছোঁড়া বোমায় আহত হয়েছেন ওই ব্যক্তি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
সদ্যেজাত শিশুর কাগজে মোড়া ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে স্থানীয় আপনজনের মাঠ এলাকা থেকে ওই দেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে একজন মাঝি প্রথমে শিশুটির মৃতদেহ দেখতে পান। তখন একদল কুকুর দেহটি নিয়ে টানাটানি করছিল। তিনিই পুলিশে খবর দেন। দেহটি ময়নাতদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
|
পঞ্চায়েতের জরুরি নথি চুরির অভিযোগে মিনাখাঁর চাঁপালি গ্রাম পঞ্চায়েতের এক কর্মীকে শুক্রবার রাতে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম হাসানুর জামান। বাড়ি বসিরহাটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিডিও গৌরমোহন হালদারের অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতার। ধৃতের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে।
|
চোরাপথে দালালের মাধ্যমে এ দেশ থেকে বনগাঁর হরিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার সময়ে ৪৪ জনকে পাকড়াও করল বিএসএফ ও পুলিশ। শুক্রবার রাতের ঘটনা। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের মধ্যে বেশির ভাগই বাংলাদেশি। কয়েক জন ভারতীয়ও রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
|