টুকরো খবর
আদিবাসী ছাত্রাবাসের শিলান্যাস
শিলান্যাসে পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী।—নিজস্ব চিত্র।
সেবাভারতী কলেজের আদিবাসী ছাত্রাবাসের দোতলার শিলান্যাস হল। রবিবার দুপুরে জামবনি ব্লকের কাপগাড়ি এলাকায় ওই শিলান্যাস করে পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা জানান, দোতলা ভবনটি তৈরির জন্য এবং একতলা ভবন সংস্কার ও একটি গভীর নলকূপ বসানোর জন্য পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর থেকে মোট ৫৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষকে টাকা দিয়েও দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষের তত্ত্বাবধানেই কাজগুলি হবে। বিগত বাম সরকারের আমলে প্রত্যন্ত এলাকার এই কলেজের উন্নয়নে কোনও পদক্ষেপ করা হয় নি বলে অভিযোগ করেন সুকুমারবাবু। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুতপা ঘোষও বলেন, “১৯৬৪ সালে কলেজটি স্থাপিত হয়। ওই সময় কলেজ ও হস্টেল ভবন তৈরি হয়েছিল। কিন্তু তারপর থেকে পরিকাঠামো উন্নয়নে কোনও সরকারি সাহায্য মেলেনি। গত বছর ডিসেম্বরে কলেজের একটি অনুষ্ঠানে এসে বেহাল ছাত্রাবাসটি পরিদর্শন করেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী। তারপরই তিনি ছাত্রাবাস সংস্কার, ছাত্রাবাসের দোতলা তৈরি ও গভীর নলকূপের জন্য অর্থ বরাদ্দ করেন।” সুতপাদেবী জানান, আদিবাসী ছাত্রাবাসে এখন ৪০ জন আবাসিক ছাত্র থাকে। দোতলাটি তৈরি হলে মোট ৮০ জন থাকার ব্যবস্থা করা যাবে।

অস্থায়ী কর্মীর অ্যাকাউন্টে ৯৩ লক্ষ ভুল হয়েছে, বলল জেলা পরিষদ
সারা মাসে সাকুল্যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে হাজার চারেক টাকা। সেখানে এটিএমে টাকা তোলার পরেও ৯৩ লক্ষ টাকা পড়ে থাকতে দেখে চোখ কপালে উঠেছিল আনসারুল ইসলামের। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অধীনস্থ জেলা গ্রামোন্নয়ন শাখার অস্থায়ী কর্মী আনসারুল সময় নষ্ট না করে ছুটে যান দফতরের আধিকারিকদের কাছে। খোঁজ নিয়ে জানা যায়, রাজ্য গ্রামোন্নয়ন দফতর থেকে জেলায় বরাদ্দ টাকা ভুল করে আনসারুলের অ্যাকাউন্টে জমা পড়ে গিয়েছে। জানাজানির পরে তমলুক শহরের পদুমবসান এলাকার হাজিপাড়ার বাসিন্দা আনসারুলের অ্যাকাউন্ট থেকে শনিবার ওই টাকা ফের সরিয়ে নিয়েছে ব্যাঙ্ক। বছর পঁচিশের যুবক আনসারুল স্বস্তির সুরে বলেন, “আমি রিকশা চালকের ছেলে। স্ত্রী আর তিন ছোট ছোট ছেলেকে নিয়ে অভাবের পরিবার। কোনও দিন এত টাকা দেখিনি। কিন্তু অন্যায্য টাকা চাই না। বরং চাকরিটা স্থায়ী হলে ভাল হয়।” জেলা পরিষদের সহ -সভাধিপতি মামুদ হোসেন বলেন, “জেলা পরিষদের গ্রামোন্নয়ন শাখার বরাদ্দ টাকা ভুলবশত দফতরের অস্থায়ী কর্মী আনসারুলের অ্যাকাউন্টে জমা পড়েছিল। তা জানতে পেরেই ছুটে এসেছিল দফতরে। ওর এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।”

টোলপ্লাজায় অচলাবস্থা
টোল আদায় নিয়ে অচলাবস্থা চলছেই তমলুকের সোনাপেতায় ৪১ নম্বর জাতীয় সড়কের টোলপ্লাজায়। শনিবার সকালে ওই টোলপ্লাজায় টোল কমানোর দাবিতে বাসমালিক সংগঠনের নেতারা বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে শনিবার থেকেই টোল আদায় বন্ধ। রবিবারও টোল নেওয়া হয়নি। দিন ফের বাস মালিক সংগঠনের নেতারা টোলপ্লাজায় গিয়ে টোল আদায়ের দায়িত্বপ্রাপ্ত সংস্থার কর্তাদের কাছে টোল কমানোর দাবি জানান। কিন্তু ঠিকাদার সংস্থার কর্তারা কোনও আশ্বাস দেননি। পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সুকুমার বেরা, জেলা বাস ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক সামসের আরেফিন বলেন, ‘‘যে হারে টোল আদায় হচ্ছে, তাতে বাসমালিকদের লোকসানের মুখে পড়তে হবে। তাই টোল কমানোর দাবি জানিয়েছি। কিন্তু টোল আদায়কারী সংস্থার কাছ থেকে আশ্বাস পাওয়া যায়নি। বার প্রয়োজনীয় ব্যবস্থার জন্য জেলাশাসকের হস্তক্ষেপ চাইব।”

মাদপুর স্কুলে বিজ্ঞান কর্মশালা
তিন দিন ব্যাপী বিজ্ঞান কর্মশালা হল মাদপুর হাইস্কুলে। মাদপুর হাইস্কুলের উদ্যোগে, অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ফিজিক্স টিচার্স এর সহযোগিতায় বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত এই কর্মশালায় ১৪টি স্কুলের ২৮ জন ছাত্র যোগ দেয়। বিজ্ঞান বিষয়ক নানা আলোচনা ছাড়াও রক্ত পরীক্ষা, রক্তচাপ মাপা, রি এজেন্টের ব্যবহার ছাত্রদের হাতেকলমে শেখানো হয়। কর্মশালায় সামিল হয়েছিলেন বিভিন্ন কলেজের পদার্থবিদ্যার শিক্ষক -শিক্ষিকারা। স্কুলের প্রধান শিক্ষক সুকুমার বেরা বলেন, “কর্মশালার ফলে ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হয়েছে। সকলে এত উৎসাহিত যে প্রতি বছর এই ধরনের কর্মশালা আয়োজন করার দাবি জানিয়েছে। আমরাও দাবি রাখার চেষ্টা করব।”

শহরে সিপিএমের ছাত্র -যুব কর্মশালা
পঞ্চায়েত নির্বাচন সামনে রেখে সিপিএমের বিভিন্ন গণ সংগঠনের কর্মীদের নিয়ে এক কর্মশালা হল রবিবার। ছাত্র -যুবদের ওই কর্মশালা থেকে সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকারের বার্তা, নির্বাচনে ছাত্র -যুবদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শুধু বুথ কমিটির স্বেচ্ছাসেবক হিসেবে নয়, সক্রিয় কর্মী হিসেবে কাজ করতে হবে। জেলা পরিষদ হলে আয়োজিত এই কর্মশালায় দীপকবাবুর পাশাপাশি উপস্থিত ছিলেন ডিওয়াইএফের জেলা সম্পাদক দিলীপ সাউ, এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পণ্ডা প্রমুখ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসএফআই -ডিওয়াইএফের জোনাল কমিটির সদস্য, লোকাল কমিটির সদস্যরা কর্মশালায় যোগ দেন।

তৃণমূলের সম্মেলন
তৃণমূলের ঝাড়গ্রাম গ্রামীণ ব্লক কর্মী-সম্মেলন হল রবিবার। মানিকপাড়া অডিটোরিয়ামে আয়োজিত ওই রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন ঝাড়গ্রাম ব্লকের ১৩টি অঞ্চলের দলীয় নেতা ও কর্মীরা। ছিলেন তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি নির্মল ঘোষ, দলের জেলা সাধারণ সম্পাদক দুর্গেশ মল্লদেব, ঝাড়গ্রাম গ্রামীণ ব্লক সভাপতি অনিল মণ্ডল, গোপীবল্লভপুরের বিধায়ক চূড়ামণি মাহাতো, শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো প্রমুখ। এ দিনই বেলপাহাড়ি ব্লক অফিসে এক অনুষ্ঠানে ৬০টি ভূমিহীন পবিবারের হাতে জমির পাট্টা তুলে দেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো। এ দিন লালগড় ব্লক অফিসে ১১৩টি পরিবারকে পাট্টা প্রদান করেন নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু।

বিএডের ফর্ম বিলি
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ২২টি বিএড কলেজের মোট ২৩০০ আসনে চলতি শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া শুরু হল। আজ, সোমবার থেকে ফর্ম বিলি শুরু হবে। চলবে ২৬ মার্চ পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (vidyasagar.ac.in) থেকে ফর্ম ডাউনলোড করা যাবে। ফর্ম জমার তারিখ ১৪ থেকে ২৬ মার্চ। বিএড সংক্রান্ত সেন্ট্রাল সিলেকশন কমিটির পক্ষে সুনীলচন্দ্র মল্লিক জানান, বিএডে ভর্তির কাউন্সেলিংয়ের জন্য প্রাথমিক তালিকা ২৪ এপ্রিল প্রকাশিত হবে।

শিক্ষকদের সম্মেলন
নবগঠিত ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির প্রথম সম্মেলন হল তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধ প্রাঙ্গণে। রবিবার সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক অর্ধেন্দু মাইতি, জেলা পরিষদের সহ -সভাধিপতি মামুদ হোসেন, সংগঠনের রাজ্য সভাপতি শ্যামপদ পাত্র, পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি গোপাল সাহু, পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি স্বপন মুর্মু প্রমুখ।

ফুটবল মেদিনীপুরেও
অরবিন্দ সমাজ কল্যাণ কেন্দ্রের উদ্যোগে রবিবার ফুটবল প্রতিযোগিতা হল মেদিনীপুরে। অরবিন্দনগর মাঠে এই প্রতিযোগিতায় ১১ নম্বর ওয়ার্ডের ৮টি দল যোগ দেয়। উদ্বোধন করেন পুরপ্রধান প্রণব বসু। বিকেলে পুরস্কার বিতরণে ছিলেন উপপুরপ্রধান এরশাদ আলি, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক জগবন্ধু অধিকারী প্রমুখ। সমাজ কল্যাণ কেন্দ্রের সম্পাদক আশিস চক্রবর্তী জানান, তরুণ প্রজন্মকে মাঠে ফেরাতে এই উদ্যোগ।

প্রতিবাদে মিছিল
কেন্দ্রীয় সরকারের নানা নীতি ও সিপিএমের সমালোচনা করে শনিবার সন্ধ্যায় রামনগরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল মিছিল বার হয়। নিমতলা থেকে রামনগর বাজার পর্যন্ত মিছিলের পর রামনগর বাজারে জনসভা হয়। উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত দাস, পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ নিতাই সার, খালেক কাজী প্রমুখ।

ঋণ শোধ হয়নি, ধৃত
ব্যাঙ্ক -ঋণ পরিশোধ না করায় অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। এগরা থানা এলাকার উদ্ধবপুরের বাসিন্দা, ধৃত তপনকুমার মাইতিকে রবিবার কাঁথি এসিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিনের পুলিশি হেফাজতের আদেশ দেন। অভিযোগ, ওই ব্যক্তি দিঘার হোটেল -ব্যবসার জন্য ব্যাঙ্ক থেকে কয়েক লক্ষ টাকা ঋণ নেন। কিন্তু, শোধ না করায় এক রাষ্টায়ত্ত ব্যাঙ্কের কুদি শাখার পক্ষ থেকে কয়েক মাস আগে ওই ব্যক্তির নামে এগরা থানার অভিযোগ দায়ের কার হয়। সম্প্রতি তাঁর বাড়িতে আসার খবর পায় পুলিশ। শনিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শ্বশুর
অতিরিক্ত পণের দাবিতে বধূ নির্যাতনের অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করল পুলিশ। এগরার খাদিকুলের বাসিন্দা ধৃত রাধাকৃষ্ণ বাগকে রবিবার কাঁথি এসিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিনের পুলিশি হেফাজতের আদেশ দেন। খাদিকুল গ্রামেরই ঝর্নার সঙ্গে বছর পাঁচেক আগে বিয়ে হয়েছিল মধুসূদনের। তাঁদের এক সন্তান। কর্মসূত্রে মধুসূদন দিল্লিতে থাকেন। ওই মহিলার অভিযোগ, বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে স্বামী -সহ শ্বশুরবাড়ির লোকেরা তাঁর উপর নির্যাতন করতেন।

শিক্ষামূলক ভ্রমণ
সিআরপিএফের ৫০ নম্বর ব্যাটালিয়নের লালগড় ক্যাম্পের উদ্যোগে কলকাতা ঘুরে এল জঙ্গলমহলের ৪২ জন ছাত্রছাত্রী। শুক্রবার তাদের কলকাতায় নিয়ে যাওয়া হয়। শনিবার তারা মেদিনীপুরে ফেরে। এই ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট শঙ্করলাল সেনগুপ্তের মতে, “এটা শিক্ষামূলক ভ্রমণ। এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে।” এক সময় অশান্ত জঙ্গলমহলে জনসংযোগ বাড়াতে নানা কর্মসূচি নিয়েছিল সিআরপিএফ। পরে সেই পথ অনুসরণ করে পুলিশও। সিআরপিএফের এই উদ্যোগে খুশি ছাত্রছাত্রীরা।

দেওয়াল ভেঙে মৃত্যু
বাড়ির দেওয়াল ভেঙে মৃত্যু হল বৃদ্ধের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে, এগরা থানা এলাকার সাহাড়া গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হেমন্ত মহাপাত্র (৬৬)। শুক্রবার মাঝ রাতে বাড়ির ছাদ ও দেওয়াল ভেঙে ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধ। আহত হন হেমন্তবাবুর বৌমা, ছেলে ও নাতি। তাঁদের এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রতিষ্ঠা দিবস
কেশপুর কলেজের নবম প্রতিষ্ঠা দিবস উদ্যাপিত হল শনিবার। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, কলেজের অধ্যক্ষ সুশান্ত দোলুই প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠান ঘিরে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

কাজু নিয়ে আলোচনা
কন্টাই কাজু ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১৬তম সাধারণ সভা হল তাজপুরে। সভায় কাজু চাষ তার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.