একই মাঠে একসঙ্গে চারটি দলের অনুশীলন। এর মধ্যে ছিল সুব্রত ভট্টাচার্যের সাদার্ন সমিতিও। বেঙ্গালুরুতে আই লিগের দ্বিতীয় ডিভিশনের অবস্থা এমনই।
রবিবার সকালে অনুশীলন করতে গিয়ে সাদার্নের ফুটবলাররা দেখেন আরও তিনটে দল সেখানে অনুশীলন করছে। আই লিগের যোগ্যতা নির্ণায়ক পর্বের প্রথম ম্যাচে ভাস্কোর বিরুদ্ধে নামার আগে তাই ঠিক মতো অনুশীলনই করতে পারলেন না মার্কোসরা। বাকি তিনটে দলের সঙ্গে মাঠ ভাগ করে খুব অল্প জায়গার মধ্যে কোনও মতে অনুশীলন সারল সুব্রত ভট্টাচার্যের দল। পরে ফোনে সাদার্ন কোচ বললেন, “এখানে এসে এ রকম হেনস্থা হতে হবে ভাবতে পারিনি।”
আই লিগের দ্বিতীয় ডিভিশনের অব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। মাঠ থেকে পরিকাঠামো, সবেতেই ফেডারশনের গা ছাড়া মনোভাবে বিরক্ত অংশগ্রহণকারী ক্লাবগুলি। শুধু মাঠ বা পরিকাঠামোগত সমস্যাই নয়, ক্রীড়াসূচি নিয়েও ক্ষোভের আগুন জ্বলছে। ভবানীপুরের ফুটবলাররা যেমন দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে বিশ্রামের জন্য ৪৮ ঘণ্টাও সময় পাচ্ছেন না। শনিবার বিকেল চারটেয় প্রথম ম্যাচ খেলার পর তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে হচ্ছে সোমবার সকাল আটটায়। যে জন্য সিমলা ইয়ংসের বিরুদ্ধে নামার আগে রবিবার কোনও অনুশীলনই করেননি ব্যারেটোরা।
অব্যবস্থা নিয়ে চলতি এই বিতর্কের আগুন উস্কে দিলেন ফেডারেশনের সহ সভাপতি সুব্রত দত্ত। রবিবার তিনি ক্লাবগুলোর পাশে দাঁড়িয়ে বললেন, “কোনও টুর্নামেন্ট সুসংগঠিত ভাবে করতে না পারলে দায়িত্ব নেওয়াই উচিত নয়।” এ দিকে ইনদওরে মাঠ সমস্যার সঙ্গে জোসকোর বিরুদ্ধে নামার আগে চোট-সমস্যায় জেরবার মহমেডান স্পোর্টিং। চোটের জন্য সঞ্জয় সেনের দলের প্রধান স্ট্রাইকার উই অনিশ্চিত। উদ্বিগ্ন সঞ্জয় বলেন, “উইয়ের চোটটা বড় সমস্যা।’’ সিঙ্গরৌলিতে জর্জ টেলিগ্রাফ এ দিন মুখোমুখি হবে রংদাজিত এফসি’র। |