টুকরো খবর
দেওধর ট্রফিতে হার পূর্বাঞ্চলের
ঋদ্ধিমান সাহার ৭২ বলে ঝোড়ো ৭৭ রানের ইনিংস কাজে এল না। দেওধর ট্রফির কোয়ার্টার ফাইনালে দক্ষিণাঞ্চলের কাছে ১১ রানে হেরে গেল পূর্বাঞ্চল। এ দিন প্রথমে ব্যাট করতে নেমে বাবা অপরাজিতের ১২১ রানের সুবাদে পাঁচ উইকেটে ২৮৪ রান তুলেছিল দক্ষিণাঞ্চল। দ্বিতীয় ওভারেই ওপেনার লোকেশ রাহুল ফিরে যাওয়ার পর রবিন উথাপ্পা এবং অপরাজিত তৃতীয় উইকেটে ৯৫ রান তুলে বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন। জবাবে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৩ রানেই থেমে যায় পূর্বাঞ্চলের ইনিংস। কাল হয়ে দাঁড়ায় শেষ দশ ওভারে পূর্বাঞ্চলের বোলারদের ৮৯ রান দেওয়াটাই। জাতীয় নির্বাচক সন্দীপ পাতিল এবং রজার বিনির সামনে একাই ১১ ওভারে ৬০ রান দেন মহম্মদ সামি। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণাঞ্চল নামবে পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে।

প্রয়াত রাজেন্দ্রনাথ
বাংলার প্রাক্তন ক্রিকেটার রাজেন্দ্রনাথ সান্যাল মারা গেলেন। বয়স হয়েছিল ৭৭ বছর। ডান-হাতি ব্যাটসম্যান ও অফব্রেক বোলারের পাঁচ ও ছয়ের দশকে বাংলার হয়ে ৪৫ ম্যাচে ১৭৪০ রানের সঙ্গে ৩২ উইকেট আছে। তিনি বিহার, রেলওয়েজেও খেলেছেন। এ দিকে, স্থানীয় ক্রিকেটে ভিন রাজ্যের প্লেয়ার খেলানোর অভিযোগ এ বার উঠল সিএবি-র অম্বর রায় সাব-জুনিয়র (অনূর্ধ্ব ১৪) টুর্নামেন্টে খেলা ক্লাবের বিরুদ্ধেও। দশ জন বাইরের প্লেয়ার খেলানোর অভিযোগ উত্তরপল্লী মিলন সঙ্ঘের বিরুদ্ধে। সিএবি প্রথম ডিভিশন লিগে গ্রুপ চ্যাম্পিয়ন ওয়াইএমসিএ-র বিরুদ্ধেও অভিযোগ।

বাঁচল ইংল্যান্ড
অ্যালিস্টার কুকের পর স্টিভন ফিন। ইংল্যান্ডের জোড়া ফলায় নিউজিল্যান্ডের প্রথম টেস্ট জয়ের স্বপ্ন শেষ। প্রথম ইনিংসে ২৯৩ রানে এগিয়েও ইংল্যান্ডকে ম্যাচ ড্র করার থেকে রুখতে পারলেন না ব্রেন্ডন ম্যাকালামরা। পঞ্চম দিন ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ছ’উইকেটে ৪২১ রানে পৌঁছনোর পিছনে নায়ক ফিন-ই। চতুর্থ দিন নাইট-ওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নেমে ২০৩ মিনিট ক্রিজে কাটিয়ে শেষ দিন লাঞ্চের পরে যখন আউট হন ফিন, কিউয়িদের জয়ের আশা শেষ। এর মধ্যে নিজের প্রথম টেস্ট অর্ধশতরানও (৫৬) সেরে ফেলেন ফিন।

বিদায় ভূপতিদের
মরসুমের প্রথম এটিপি মাস্টার্স টুর্নামেন্টে ভরাডুবি ভারতের টেনিস তারকাদের। রোহন বোপান্নার মতোই ইন্ডিয়ান ওয়েলসে ডাবলসের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন মহেশ ভূপতি। সেখানেই ডব্লিউটিএ-র টুর্নামেন্টে ডাবলসের প্রথম রাউন্ডে হেরেছেন সানিয়া মির্জাও। তৃতীয় বাছাই মহেশ-ড্যানিয়েল নেস্টর জুটি ৪-৬, ৬-৭ (৪-৭) হারেন স্পেনের ফেলিসিয়ানো লোপেজ এবং কানাডার মিলোস রাওনিকের কাছে। সানিয়া এবং তাঁর মার্কিন সঙ্গী বেথানি মাটেক এক সেট এগিয়ে থেকেও শেষ পর্যন্ত সুপার টাইব্রেকে ৭-৬ (৮-৬), ৩-৬, ৬-১০ হারেন লিসা রেমন্ড এবং সামান্থা স্তোসুরের কাছে।

হকিতে ফের হার
অস্ট্রেলিয়ার পর দক্ষিণ কোরিয়ার কাছেও আজলান শাহ হকিতে হারল ভারত। সিনিয়র খেলোয়াড়দের দলে না রাখার খেসারত দিয়ে ১-২ গোলে হারলেন মাইকেল নবসের দল। জুনিয়র বিশ্বকাপ হকির দলকে দেখে নেওয়ার জন্য সর্দার সিংহ, এস ভি সুনীল, ভি আর রঘুনাথের মতো অভিজ্ঞদের রাখেননি কোচ। ভারতীয় রক্ষণের ভুলে প্রথমার্ধে কাং মুন কিওনের গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। দ্বিতীয়ার্ধে মালাক সিংহ ১-১ করলেও ম্যাচ শেষের ১০ মিনিট আগে কিওনের দ্বিতীয় গোল ভারতের এক পয়েন্ট পাওয়ার আশাতেও জল ঢেলে দেয়। ভারতের পরের ম্যাচ মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে। যারা এ দিন ০-৬ হারে অস্ট্রেলিয়ার কাছে।

খেতাবের সামনে
১৭ নম্বর বিশ্ব গল্ফ চ্যাম্পিয়নশিপ খেতাবের সামনে টাইগার উডস। চূড়ান্ত রাউন্ডে চার শট এগিয়ে রয়েছেন তিনি। ইতিহাস বলছে চার শটে এগিয়ে থেকে টাইগার কখনও ফাইনালে হারেননি। প্রথম তিন রাউন্ডে ২৪ বার্ডির নজির গড়া প্রাক্তন এক নম্বর তারকা জিতলে কেরিয়ারের ৭৬তম পিজিএ খেতাব দখল করবেন।

পুনরুত্থান
সাত মাস আগে লন্ডন অলিম্পিকে ম্যাচ গড়াপেটার দায়ে বাতিল হওয়া চিনা জুটি ইউ ইয়াং এবং ওয়াং জিয়াওলি ঘুরে দাঁড়াল সেই দেশেই। অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ডাবলসে চ্যাম্পিয়নের খেতাব জিতে। এ দিন ফাইনালে তাঁরা ২১-১৮, ২১-১০ হারান সতীর্থ ঝাও উনেলি এবং চেং শুকে। মেয়েদের সিঙ্গলসে অবসরের মুহূর্তকে স্মরণীয় করে রাখলেন ৩৩ বছর বয়সি ডেনমার্কের টাইন বাউন।

জয়ী নাদাল
ফেব্রুয়ারিতে কোর্টে ফেরার পর তিনটি ক্লে কোর্ট টুর্নামেন্টের মধ্যে দু’টিতে খেতাব জেতেন। তাও স্বাভাবিক ছন্দে আসতে পারেননি। হার্ডকোর্টে নামলে নতুন করে চোটের আশঙ্কা ছিল। সব সামলে ইন্ডিয়ান ওয়েলসে প্রথম রাউন্ডে সহজ জয় পেলেন রাফায়েল নাদাল। ৭-৬ (৭-৩), ৬-২ হারালেন আমেরিকার রায়ান হ্যারিসনকে। অবশ্য ম্যাচে ছন্দে ফিরতে কিছুটা সময় লাগে রাফার। প্রথমেই নাদালের অবাছাই মার্কিন প্রতিদ্বন্দ্বী তাঁকে ০-৩ পিছিয়ে দিয়েছিলেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.