|
|
|
|
২০১৪ সালের আগে লোকসভা ভোট নয়, ইঙ্গিত দিলেন অস্কার |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দু’তিন মাসের মধ্যে লোকসভা ভোটের কোনও সম্ভাবনা নেই বলে রবিবার জানিয়ে দিলেন এইআইসিসি-র অন্যতম সাধারণ সম্পাদক অস্কার ফার্নান্ডেজ। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ-২ সরকার তার মেয়াদ সম্পূর্ণ করবে বলেই তাঁর দাবি। কলকাতায় রবিবার প্রদেশ কংগ্রেস দফতরে এসে দলের নেতা-কর্মীদের সঙ্গে দেখা করার পরে প্রশ্নের জবাবে অস্কার বলেছেন, “প্রধানমন্ত্রী তো একাধিক বার বলেইছেন, আমাদের সরকার মেয়াদ সম্পূর্ণ করবে।” ফলে ২০১৪ সালের মে মাসের আগে লোকসভা ভোট হওয়ার সম্ভাবনা আপাতত নেই, তা স্পষ্ট করে দিয়েছেন এআইসিসি-র নির্বাচন কমিটির ভারপ্রাপ্ত এই নেতা।
দু’দিন আগে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, আর দু’তিন মাসের মধ্যেই লোকসভা ভোট। ভোট হলে তৃণমূলের হাতেই ফের রেল মন্ত্রক চলে আসবে বলেও তিনি মন্তব্য করেছিলেন। কিন্তু তৃণমূল নেত্রীর ওই ঘোষণাকে গুরুত্ব দিতে চাননি অস্কার। মমতার নামোল্লেখ না-করে তাঁর প্রতিক্রিয়া, “একটা রেল বাজেট কয়েক দিন আগেই হয়েছে। আর একটা রেল বাজেট হবে আগামী বছর। ইউপিএ-২ সরকারের মেয়াদ ২০১৪-র মে পর্যন্ত। ফলে মেয়াদের মধ্যে আরও একটা রেল বাজেট হবে।” ভোটে জিতে রেল মন্ত্রক পেতে মমতা কি আবার কংগ্রেসের সঙ্গেই হাত মেলাতে পারেন? এমন কোনও সম্ভাবনা আপাতত দলের শীর্ষ স্তরের ভাবনাতেও নেই বলে অস্কারের অভিমত। তাঁর কথায়, “তৃণমূলের সঙ্গে জোট হওয়ার মতো কোনও সম্ভাবনা তো দেখছি না!” জোট-সম্ভাবনা যে নেই, সে কথা এ দিনই আরও এক বার জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সি। বসিরহাটের ইটিন্ডায় এ দিন দলের এক সভায় দীপা বলেন, “কোনও অবস্থাতেই ২০১৪ সালের লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে সমঝোতা করা হবে না।” তাঁর আরও কটাক্ষ, “উনি (মমতা) তো এখন কংগ্রেস ছেড়ে বিজেপি-র হাত ধরেছেন।” মমতা-সরকার পঞ্চায়েত দখলের জন্য সরকারি মঞ্চকে দলের মঞ্চ হিসেবে ব্যবহার এবং উৎসবের নামে টাকা খরচ করছে বলেও দীপা অভিযোগ করেন। কংগ্রেস নেত্রীর এই অভিযোগের জবাবে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অবশ্য পাল্টা বলেছেন, “পঞ্চায়েতে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ জিতে আমরা বিজয় উৎসব করব। দীপাদেবীকে নিমন্ত্রণ জানালাম!” |
|
|
|
|
|