এক যুবকের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে ময়ূরেশ্বরের ঘটনা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবককে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত সুনীল বায়েন-এর (২২) বাড়ি ময়ূরেশ্বর থানার উত্তর মাঝারিপাড়ায়। বাড়ির অদূরেই এক মন্দিরের ভেতরে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ জানায়, সুনীলবাবুর গলায় ও ঠোঁটে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন আছে। নিহত যুবক তারাপীঠের একটি লজে কাজ করতেন। শুক্রবার লজ থেকে বাড়ি ফিরে সন্ধ্যা ৭টা নাগাদ তিনি বাইরে বেরিয়েছিলেন। তারপর থেকে সুনীলবাবু আর বাড়ি ফেরেননি। নিহতের স্ত্রী অচর্না বায়েন বলেন, “কে এমন করল বুঝতে পারছি না।” প্রাথমিক ভাবে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। অন্য দিকে, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল রেল পুলিশ। রবিবার সকাল ৭ টা নাগাদ বোলপুর স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া এলাকায় যাত্রীরা দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক ভাবে রেল পুলিশের অনুমান, অসাবধানতাবশত পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। |
প্রৌঢ়া ‘খুন’, জেল হাজত
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
বিধবা প্রৌঢ়া মা-কে পুড়িয়ে মারার অভিযোগে নিহতের ছেলে, প্রাথমিক স্কুলশিক্ষক মৃণ্ময় চৌধুরী ও পুত্রবধূ স্বরূপা চৌধুরীর জামিন আবেদন খারিজ করল বোলপুর আদালত। সরকারি আইনজীবী ফিরোজকুমার পাল বলেন, “বোলপুরের এসিজেএম পীযূষ ঘোষ ধৃতদের জামিন আবেদন নামঞ্জুর করে ১৪ দিন জেল হাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতদের আগামী ২২ মার্চ ফের আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন তিনি।” অন্য দিকে, অভিযুক্তদের পক্ষে আইনজীবী উদয়কুমার গড়াইয়ের দাবি, “আমার মক্কেলদের ফাঁসানো হয়েছে। তাঁরা চক্রান্তের শিকার।” গত শুক্রবার বোলপুরের ১৪ নম্বর ওয়ার্ডের হরগৌরীতলার বাসিন্দা সুনন্দা চৌধুরীকে (৫৫) জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগে নিহতের ছেলে ও পুত্রবধূকে গ্রেফতার করেছিল বোলপুর থানার পুলিশ।
|
বিশ্বভারতীতে আলোচনাসভা
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
‘ভারতীয় সাহিত্যে রবীন্দ্রনাথের প্রভাব’ শীর্ষক দু’ দিনের আলোচনাসভা হয়ে গেল বিশ্বভারতীতে। উদ্যোক্তা বিশ্বভারতীর ভাষা ভবন। কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে হওয়া এই আলোচনায় যোগ দিয়েছিলেন ভারতের তেরোটি ভাষার প্রতিনিধিরা। আলোচনার আহ্বায়ক সঙ্গীতা সাইকিয়া ও সুমেদ রণবীর বলেন, “বিশ্বভারতীর বিভিন্ন ভাষার অধ্যাপক, অধ্যাপিকাদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভাষা বিশেষজ্ঞেরা এসেছিলেন। অসমীয়া, মনিপুরী, তামিল, মারাঠি-সহ একাধিক ভাষায় রবীন্দ্রনাথের প্রভাব নিয়ে প্রতিনিধিরা আলোচনা করেন।” ছিলেন রবীন্দ্রভবনের অধিকর্তা তপতী মুখোপাধ্যায়, মহারাষ্ট্র থেকে সূর্য নারায়ণ রণসুবে, অসমের সত্যেন্দ্র গোস্বামী, তামিলনাড়ুর ড়ি মূর্তি প্রমুখ।
|
দুর্নীতির নালিশ রামপুরহাটে
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে আদিবাসী এলাকায় পাট্টা বিলির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ করলেন আদিবাসীদের একাংশ। রামপুরহাট থানার ভাটিনা মৌজার হরিনাথপুর, মাটিমহল, তেঁতুলবাঁধি, বনরামপুর, পিয়ারশালা, বারমেসিয়া ওই সমস্ত আদিবাসী গ্রামগুলির বাসিন্দাদের একাংশ শুক্রবার বিজেপির রামপুরহাট মণ্ডল কমিটির প্যাডে রামপুরহাট ১ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে অভিযোগ জানান। রামপুরহাট ১ ব্লক ভূমিও ভূমি সংস্কার আধিকারিক মহম্মদ মনিরুদ্দিন বলেন, “আবেদনপত্র যথার্থভাবে খতিয়ে দেখা হয়েছে এবং নিয়ম নীতি মেনে তালিকা তৈরি করা হয়েছে।”
|
সাধক বামাক্ষ্যাপার ১৭৬তম জন্মতিথি ধুমধাম করে পালিত হল রামপুরহাট থানার আটলা গ্রামে। আটলা গ্রামের বামাক্ষ্যাপা স্মৃতিরক্ষা সমিতির উদ্যোগে এ দিন সকালে আটলা গ্রাম থেকে তারাপীঠ পর্যন্ত বামাক্ষ্যাপার প্রতিকৃতি নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে,এই অনুষ্ঠান আগামী তিন দিন ধরে চলবে।
|
শনিবার বিকালে বীরভূমের সদাইপুর থানা এলাকার রাওতাড়া গ্রাম সংলগ্ন জঙ্গল থেকে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানায়, মৃত বধূর নাম শিখা অঙ্কুর (২৬)। বাড়ি ওই গ্রামেই। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
|
বেআইনি বালির লরি যাচ্ছে চাষের জমির উপর দিয়ে। ফলে জমি চাষের অযোগ্য হয়ে পড়ছে, এই অভিযোগে রাস্তা কেটে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বর্ধমানে দামোদরের চরের লালবাবা মানায় ঘটনাটি ঘটেছে। আজ, সোমবার কাঁকসার বিডিও সব পক্ষকে নিয়ে আলোচনায় বসবেন। |