ঐতিহ্য রক্ষার সঙ্গেই সঙ্গেই পরিবেশ সচেতনতা বাড়াতেও উদ্যোগী হলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। প্রতিবারের মতো এ বারও রবিবার (১০ মার্চ) শান্তিনিকেতন, শ্রীনিকেতন-সহ সমগ্র বিশ্বভারতী এলাকায় ‘গাঁধী পুণ্যাহ দিবস’ পালন করা হল। ওই উপলক্ষেই বিশ্বভারতী নতুন শ্লোগান তুলল ‘ক্লিন শান্তিনিকেতন/ গ্রিন শান্তিনিকেতন’।
বিশ্বভারতীকে সবুজ ও পরিষ্কার রাখার জন্য এ দিন ছাতিমতলা থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত। |
ঝাঁটা হাতে নামলেন উপাচার্য। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী। |
১৯১৫ সালের এই দিনে মোহনদাস কর্মচন্দ গাঁধী দক্ষিণ আফ্রিকার ফিনিক্স স্কুলের ছাত্রছাত্রীদের শান্তিনিকেতনে নিয়ে এসে তাদের আরও স্বাবলম্বী ও পরিবেশ সচেতন করার উদ্যোগ নিয়েছিলেন। বিশ্বভারতীর আম্রকুঞ্জে একটি ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিবসের সূচনা হয়। পরে সারাদিন ধরে বিশ্বভারতীর ছাত্রছাত্রী, কর্মী ও অধ্যাপক সবাই মিলে এলাকা পরিস্কার করেন। উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত বলেন, “দুই মনীষীর আদর্শকে সামনে রেখে আশ্রম-সহ আশেপাশের অঞ্চলকে পরিস্কার এবং আরও সবুজ করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।” এ দিনের অনুষ্ঠানে বিদেশের বহু অতিথি অধ্যাপক, একটি স্বেচ্ছাসেবী সংস্থা-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। |