কেন্দ্র বদল, বিক্ষোভে অভিভাবকরা
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
উচ্চ মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে বদল করে দেওয়ার প্রতিবাদে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রী ও অভিভাবককেরা। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের ইসলামপুর ভদ্রকালী হাইস্কুলে ঘটনাটি ঘটে। অভিযোগ, এলাকার ওই স্কুলের কেন্দ্রটি গত বছর মাটিকুন্ডা হাইস্কুলে থাকলেও এবছর ইসলামপুরে বদল করায় সমস্যা হচ্ছে। ভদ্রকালী থেকে মাটিকুন্ডা যেতে যে সময় লাগে ইসলামপুরে যেতে তার বেশি সময় লাগে। ভদ্রকালী থেকে ইসলামপুরে আসার পক্ষে ছাত্রছাত্রীদের সমস্যার মুখে পড়তে হবে বলে দাবি করেছেন অভিভাবকেরা। প্রধান শিক্ষক নব দাস এই দিন বলেন, “ঠিক কী কারণে সেন্টারটি পরিবতন হয়েছে জানি না।” যদিও স্কুল সূত্রে খবর, এ বছর ওই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ১৩৩ জন। পরীক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, স্কুলের অনেক ছাত্র রয়েছেন যারা সীমান্ত এলাকাতে থাকে, তাদের ক্ষেত্রে ইসলামপুরে গিয়ে পরীক্ষা দিতে হলে অনেক ভোরে বাড়ি থেকে বের হতে হবে। যদিও এ দিন স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি নিয়ে পরীক্ষা মহকুমা প্রশাসনের সঙ্গে কথা বলে ওই স্কুলের জন্য বাসের প্রতিশ্রুতি পাওয়ায় ঘেরাও মুক্ত হন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক বলেন, “মহকুমা প্রশাসনের সঙ্গে কথা বলেছি. ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষা ঠিক মতো দিতে যেতে পারে সেই জন্য একটি বাসের ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস পাওয়া গিয়েছে।”
|
পরীক্ষাবিধি ভঙ্গে অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
একাধিক বোর্ডের পরীক্ষা চলাকালীন বিধি ভেঙে সাউন্ড বক্স বাজিয়ে উদ্বাস্তুদের জমির দলিল বিলি করার অভিযোগ উঠল উদ্বাস্তু, ত্রাণ পুনর্বাসন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের বিরুদ্ধে। পঞ্চায়েত নির্বাচনের মুখে রাজনৈতিক সুবিধায় জমি দলিল বিলির অভিযোগ করেছে সিপিএম। বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জের উদয়পুর এলাকায় উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। ব্লকের বিভিন্ন এলাকার উদ্বাস্তুদের জমির দলিল বিলি করার প্রক্রিয়ার সূচনা করেন। মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা তৃণমূল সভাপতি তথা পরিষদীয় সচিব অমল আচার্য, জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরী, রাজ্য উদ্বাস্তু দফতরের উপ অধিকর্তা স্বপন ভৌমিক, জেলা ভূমি সংস্কার দফতরের আধিকারিক এন টি টাসো লেপচা, রায়গঞ্জের মহকুমাশাসক নন্দিনী সরস্বতী প্রমুখ।
|
মথুরা চা বাগনের ক্লাস সেভেনের ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার আলিপুরদুয়ার-১ বিডিও অফিসে স্মারকলিপি দেয় বিক্ষোভকারীরা। শীঘ্র হত ছাত্রীর বাড়ি আসবেন কংগ্রেস বিধায়কদের প্রতিনিধি দল। গত সপ্তাহে ছাত্রীকে ধর্ষণ, খুন করা হয়। |