পঞ্চায়েত ভোটের মুখে কোচবিহারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের পরিবেশ তৈরির অভিযোগ তুলে আন্দোলনে নামল বামফ্রন্ট। বৃহস্পতিবার দুপুরে কোচবিহারের জেলাশাসকের দফতরের সামনে প্রায় তিন ঘন্টা অবস্থান করে বিক্ষোভ দেখান ফ্রন্টের নেতাকর্মীরা। জেলা প্রশাসনের কাছে সন্ত্রাস বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বামফ্রন্টের তরফে স্মারকলিপিও দেওয়া হয়েছে। অভিযোগ পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে কোচবিহারে সন্ত্রাসের বাতাবরণ তৈরির ছক কষেছে। রাজ্যের শাসক দল ফ্রন্টের শরিকদলের অফিস ভাঙচুর জনপ্রতিনিধিদের ওপর অনৈতিক চাপ সৃষ্টি করে হেনস্তা মারধর ছাড়াও পঞ্চায়েত ভোটে প্রার্থী হলে জরিমানা আদায়ের ব্যাপারে প্রকাশ্য সভায় তৃণমূল নেতারা ফতোয়া দিচ্ছেন জেলা জুড়ে। |
বামেদের অভিযোগ, গত ২৩ ফেব্রুয়ারি সিপিএম পরিচালিত তুফানগঞ্জ পুরসভার চেয়ারম্যান সহ বাম কাউন্সিলরদের অনেক রাত পর্য্যন্ত অস্থায়ী চাকরির দাবিতে ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল। ওই ঘেরাও আন্দোলনে সিপিএম কাউন্সিলর ধীরেন্দ্র নাথ সাহা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে মহকুমা হাসপাতালে ভর্তি করাতে হয়। মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার ঘুঘুমারি এলাকায় ফরওয়ার্ড ব্লকের একটি অফিস ভাঙচুর করা হয়। তৃণমূল দিনহাটার নাজিরহাটে ফরওয়ার্ড ব্লক সমর্থককে মারধর করে বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
শীতলখুচি এলাকায় প্রকাশ্যে সভা করে পঞ্চায়েত ভোটে বামেদের টিকিটে প্রার্থী হলে আর্থিক জরিমানা করা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “কিছু দিন আগে দিনহাটার ছোট গারলঝোরায় আমাদের সমর্থকের মাছ লুঠ করে বাড়িতে আগুন দেয়। বামেরা ফলে ওদের মুখে সন্ত্রাসের কথা মানায় না। আগামী পঞ্চায়েত ভোটে নিজেদের আসন্ন বিপর্যয়ের আঁচ করে ভিত্তিহীন সব কথা বলা হচ্ছে।” |