উচ্চ মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র পাল্টানোর দাবি নিয়ে পরীক্ষার্থীদের আন্দোলনের জেরে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দ্বারস্থ হল চাঁচল সেন্টার কমিটি। চাঁচল সিদ্ধেশ্বরী স্কুলের পরীক্ষাকেন্দ্র বদলে তা চাঁচল-২ ব্লকের জালালপুর স্কুলে করার প্রস্তাব উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে পাঠানো হয়েছে বলে সেন্টার কমিটি সূত্রে জানা গিয়েছে। বুধবার দুপুর থেকে ৯ ঘণ্টা ধরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভের পাশাপাশি গোবিন্দপাড়া স্কুলের প্রধান শিক্ষককে তালা বন্দি করে রাখে পরীক্ষার্থীরা। পুলিশ-প্রশাসনের সামনে পড়ুয়াদের নিয়ে আলোচনায় বসে সেন্টার কমিটি। তার পরেই পরীক্ষাকেন্দ্র পাল্টানোর প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়! এ দিকে পরীক্ষাকেন্দ্র বদল নিয়ে গোবিন্দপাড়া স্কুলের আঁচ পৌঁছেছে সদরপুর হাই স্কুলেও। এ দিন ওই স্কুলে অ্যাডমিট কার্ড দেওয়ার কথা থাকলেও নেননি পরীক্ষার্থীরা! তাদের কেন্দ্র চাঁচল ১ ব্লকের আরডি গার্লস স্কুলে। চাঁচল ২ ব্লকের ওই স্কুলের পরীক্ষার্থীদেরও দাবি, নিজেদের ব্লকের কোনও স্কুলে তাদের পরীক্ষাকেন্দ্র করা হোক।
সেন্টার কমিটি সূত্রে জানা যায়, চাঁচল-১ ব্লকে ১০টি ও চাঁচল-২ ব্লকে ৭টি উচ্চমাধ্যমিক স্কুল রয়েছে। কেন্দ্র হয়েছে ৬টি স্কুলে। এর মধ্যে চাঁচল-১ ব্লকে ৫টি ও চাঁচল-২ ব্লকে করা হয়েছে একটি পরীক্ষাকেন্দ্র, গোবিন্দপাড়া হাই স্কুলে। চাঁচল-২ ব্লকের পরীক্ষার্থীদের যেতে হবে দূরের চাঁচলে। চাঁচল-২ ব্লকের স্কুলে পরীক্ষাকেন্দ্র করার দাবি কয়েক বছর ধরে জানিয়ে আসছে ওই ব্লকের স্কুলগুলির পাশাপাশি পড়ুয়ারা।
গোবিন্দপাড়া হাই স্কুল থেকে এ বছর পরীক্ষা দিচ্ছে ৪০৬ পরীক্ষার্থী! তাদের পরীক্ষাকেন্দ্র চাঁচল সিদ্ধেশ্বরী স্কুলে। কিন্তু ওই পরীক্ষার্থীদের দাবি, ব্লকের কোনও স্কুলে পরীক্ষাকেন্দ্র করা হোক। সে দাবিতে বুধবার পরীক্ষার্থীরা প্রথমে প্রধান শিক্ষককে ঘরে আটকে তালা ঝুলিয়ে দেয়। জাতীয় সড়ক অবরোধ করে শুরু হয় বিক্ষোভ।
অবরোধ চলাকালীন পুলিশের লাঠি চালানোর অভিযোগে গোটা এলাকা তেতে ওঠে। স্কুলে হাজির হন বিডিও, এসডিপিও, আইসিসহ সেন্টার কমিটির ইনচার্জ। তাদের সামনেই পরীক্ষার্থীরা হুমকি দেয় যে, চাঁচল-২ ব্লকে বাড়তি পরীক্ষাকেন্দ্র করা না হলে গোবিন্দপাড়া স্কুলেও পরীক্ষা চলতে দেওয়া হবে না। পুলিশ-প্রশাসন ও সেন্টার কমিটি সূত্রে জানা যায়, চাঁচল সিদ্ধেশ্বরী স্কুলে নতুন পরীক্ষাকেন্দ্র হয়েছে। পরিস্থিতি আঁচ করে সিদ্ধেশ্বরী স্কুলের পরীক্ষাকেন্দ্র বদলে তা চাঁচল-২ ব্লকের জালালপুরে করা হোক বলে প্রস্তাব নেওয়া হয়। সিদ্ধেশ্বরী স্কুলে যাদের পরীক্ষা দেওয়ার কথা তারা পরীক্ষা দেবেন জালালপুর কেন্দ্রে। ওই সিদ্ধান্তের পর রাত ১০টায় জাতীয় থেকে অবরোধ তোলে পরীক্ষার্থীরা।
চাঁচল-২-এর বিডিও ইয়াশি তামাং বলেন, “ছাত্রদের দাবি মেনে চাঁচল-২ ব্লকের জালালপুরে নতুন কেন্দ্র করার প্রস্তাব সংসদ কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। বাকিটা তাদের ব্যাপার।” |