যৌন হেনস্থা, ইভটিজিং, ‘ডোমেস্টিক ভায়োলেন্স’-এর মতো ঘটনায় নালিশ জানাতে বা পরামর্শ পেতে মহকুমা শাসকের দফতর এবং বিডিও অফিসে আলাদা ‘মহিলা অভিযোগ সেল’ চালু হচ্ছে। আজ, শুক্রবার অন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ওই সেল চালু হবে বলে জানিয়েছেন শিলিগুড়ির মহকুমাশাসক রচনা ভগত। বছরভর অফিসের সময় ওই সেলে যোগাযোগ করতে পারবেন মহিলারা। নারীদিবসে সচেতনতা প্রচারে মহকুমাশাসকের দফতরের উদ্যোগে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
মহকুমাশাসক এ দিন বলেছেন, “আমার দফতর এবং মহকুমার ৪টি বিডিও অফিসে সেল খোলা হবে। দফতরের আধিকারিক এবং মহিলা কর্মীদের একাংশকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হবে ওই কাজের জন্য।” তাঁর মতে, অনেক মহিলা পুলিশের কাছে সব কিছু বলতে পারেন না। ওই সেল চালু হলে সেই দিকগুলি গুরুত্ব দিয়ে দেখা হবে। ১০০ নম্বরে ফোন করে পুলিশে অভিযোগ বা সাহায্য চাওয়া যেতে পারে। অনেকেই ওই নম্বর ব্যবহার করেন না। সে জন্য পুলিশের সাহায্য পেতে ওই ফোন নম্বরটিকে পরিচিত করতে প্রচারও চালাবেন তাঁরা। স্কুলের গাড়ি, সিটি অটোতে এ বিষয়ে স্টিকার লাগিয়ে প্রচার হবে। আজ শুক্রবার বেলা ১১টা নাগাদ র্যালি বার করা হবে। সেখানে শহরের বিশিষ্ঠ মহিলারা প্রথমের সারিতে থাকবেন। ছাত্রী, নার্স, অঙ্গনওয়ারি কর্মীরা থাকবেন। দ্বিতীয় দিন থেকে ৩ দিন পথনাটকের মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রচার হবে। মঙ্গলবার শহরের ৪টি স্কুলে ছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষণের শিবির চালু করা হবে। ছাত্রীরা কী ভাবে বিষয়টি গ্রহণ করছে তা দেখে অন্যান্য স্কুলেও পরবর্তীতে প্রশিক্ষণ হবে। কয়েকটি ক্লাব স্বেচ্ছায় ছাত্রীদের ওই প্রশিক্ষণ দিতে রাজি হয়েছে। মেয়েরা আত্মরক্ষার্থেই ওই প্রশিক্ষণ নিলে উপকৃত হবে বলে মহকুমাশাসক জানিয়েছেন। |