টুকরো খবর
অসন্তুষ্ট এসডিও
খিদের জ্বালায় দৃষ্টিহীন আবাসিক পালানোয় দ্রুত দরপত্র ডেকে খাবার সরবরাহ শুরু করার নির্দেশ দিলেন মহকুমাশাসক। বৃহস্পতিবার দুপুরে আলিপুরদুয়ার শহর সংলগ্ন সুবোধ সেন স্মৃতি দৃষ্টিহীন বিদ্যালয় পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ করেন মহকুমা শাসক অমলকান্তি রায়। সোমবার সন্ধ্যায় আংশিক দৃষ্টিহীন দুই আবাসিক ছাত্র পালিয়ে যায়। এক ছাত্রকে স্কুল থেকে কিছু দূরে এক শিক্ষক ধরে ফেলেন। অপর ছাত্র পালিয়ে বাড়ি চলে যায়। প্রশাসন সূত্রের খবর, ৩২ আসন বিশিষ্ট ওই আবাসিক স্কুলে গড়ে ২২-২৩ জন ছাত্রছাত্রী থাকে। দুজন শিক্ষক, ৫ জন চতুর্থ শ্রেণির কর্মী ও এক জন সুপার রয়েছেন। অভিযোগ, সুপার প্রায় রাতে হস্টেলে থাকেন না। স্কুল সূত্রের খবর, খাবার বাবদ ছাত্র পিছু মাসে এক হাজার টাকা বরাদ্দ হয় জনশিক্ষা দফতর থেকে। কিন্তু, পেট ভরে খাবার মেলে না বলে অষ্টম শ্রেণির ছাত্র বীরেন ওরাঁও ও তৃতীয় শ্রেণির ছাত্র অমর লোহার পালায়। মহকুমাশাসক এই দিন বলেন, “সুপার হরিশঙ্কর দাসকে নির্দেশ দিয়েছি তিনি যেন রাতে ওই আবাসনে নিয়মিত থাকেন। প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছি স্কুল বাজার করে ছাত্রদের খাওয়াবে না। দরপত্র ডেকে ছাত্রছাত্রীদের খাওয়ার ব্যবস্থা করতে হবে। শিক্ষকরা খাওয়ার মান ও পরিমাণ দু’দিকেই নজর রাখবেন। কর্তৃপক্ষকে বলেছি, অবিলম্বে দুই ছাত্রকে স্কুলে ফিরিয়ে নিতে। আগামী দিনে আর এই ধরনের গফিলতি হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

পঞ্চায়েত নিয়ে প্রস্তুতি মোর্চায়
আদিবাসী বিকাশ পরিষদের বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতার সঙ্গে সমঝোতা করে পঞ্চায়েত নির্বাচনে লড়তে চলেছে গোর্খা জনমুক্তি মোর্চা। বৃহস্পতিবার বানারহাটের লক্ষীপাড়া বাগানে বৈঠকের পরে সর্বত্র প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে কে কতগুলি আসনে প্রার্থী দেবে। সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সোমবার ৩১ জনের একটি সমন্বয় কমিটি ফের বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে বলে ঠিক হয়েছে। মোর্চার সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়ালেও জন বার্লার সঙ্গে মুখ্যমন্ত্রীর দলের সম্পর্কে এতদিন চিড় ধরেনি। বৈঠকের পরে জন বার্লা বলেন, “এ ভাবে আন্দোলন করে রাজ্য সরকার আমাদের কোন কথা শুনতে চাইছে । আমরা পঞ্চায়েতকে মিনি সরকার বলে জানি। পঞ্চায়েতের মাধ্যমে ডুয়ার্সের উন্নয়ন করব।” পাশাপাশি, তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে পঞ্চায়েত ভোট লড়ার প্রসঙ্গে বলেন, “ডুয়ার্সের চা বলয়ে তৃণমূলের তেমন প্রভাব নেই। তাদের আমরা এখনও তাদের জোটে নিচ্ছি না।” মোর্চার ডুয়ার্স এলাকার নেতা মধুকর থাপা তৃণমূলের সমালোচনা করেন। তৃণমূল নেতারা এ বিষয়ে এখন কিছু মন্তব্য করতে চাইছেন না। দলের জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি চন্দন ভৌমিক বলেন, “ভোটে কার সঙ্গে জোট হবে সে বিষয়ে বলার সময় এখনও আসেনি।” আদিবাসী বিকাশ পরিষদ পঞ্চায়েত নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের রাজ্য সভাপতি বিরসা তিরকে বলেন, “শীঘ্র ডুয়ার্সে গিয়ে ভোট লড়াইয়ের রূপ রেখা তৈরি করা হবে।”

বদলি প্রত্যাহারে দাবি
পুনর্বাসন প্রকল্পের কাজ শেষ হয়নি। তাই শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের মুখ্য নির্বাহী আধিকারিক গোদালা কিরণ কুমারের বদলি করার নির্দেশ প্রত্যাহারের দাবি জানাল কাওয়াখালি-পোড়াঝাড় ভূমিরক্ষা কমিটি। বৃহস্পতিবার দফতরে গিয়ে বদলি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, প্রকল্পের পুনর্বাসনের কাজ শেষ না-হওয়া পর্যন্ত মুখ্য আধিকারিকের বদলি তাঁরা মেনে নেবেন না। তাতে কাজে সমস্যা দেখা দিতে পারে। এসজেডিএ’র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জানান, বাসিন্দাদের তাঁর প্রতি আস্থা থাকায় তিনি খুশি। তাঁর কথায়, “আমি চলে গেলেও কোন অসুবিধে হবে না। এসজেডিএ’র চেয়ারম্যান ও বর্তমান সরকার ভূমিহারাদের পাশেই আছে।” প্রসঙ্গত আগামী সপ্তাহে মালদহের জেলাশাসক পদে দায়িত্বভার নেওয়ার কথা গোদালা কিরণ কুমারের।

মহানন্দা ব্যারাজ পরিদর্শনে গৌতম
মহানন্দা প্রধান ক্যানেলে জলবিদ্যুৎ প্রকল্পের সংস্কার কাজ ঘুরে দেখলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। বৃহস্পতিবার ফাঁসিদেওয়ায় পাট্টা বিলি করার একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে লিউসিপাখরিতে ‘তিস্তা ক্যানেল জলবিদ্যুৎ প্রকল্পের এলাকায় যান তিনি। কলকাতা থেকে ফিরে প্রকল্পের আধিকারিকদের নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। প্রকল্পের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার শ্যাম বন্দ্যোপাধ্যায় বলেন, “ক্যানেলে পলি পড়ে জলের প্রবাহ কমে এসেছে। ৩২ কিমি পলি সরিয়ে ক্যানেলের খাত পরিষ্কারের পাশাপাশি মেরামতির কাজ করা হচ্ছে। তাতে জলের পরিমাণ দ্বিগুণ করা সম্ভব হবে। আসন্ন বর্ষায় ৪২ মেগাওয়াট উৎপাদন করা সম্ভব হবে।” উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে জানানো হয়, ২৪ কোটি টাকা ব্যয়ে ওই কাজ করা হচ্ছে। এপ্রিলের মধ্যেই কাজ শেষের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

ঝড়ে ক্ষতি বাগানে
বুধবার সন্ধ্যার ঝড়ে মালবাজার মহকুমায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মেটেলি ব্লকের সোনগাছি চা বাগানের নাখটি ডিভিশনের একটি শ্রমিক আবাসে গাছ পড়ে দেওয়াল ধসে যায়। বাড়ির ভেতর থাকা সোনগাছি চা বাগানের এক শ্রমিক দম্পতি আহত হন। আহতের নাম প্রেম মাঝি এবং তাঁর স্ত্রী মাইতি মাঝি। দুজনেরই মাথায় ঘাড়ে গুরুতর আঘাত রয়েছে। তাদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মালবাজার শহর লাগোয়া গুরজংঝোরা বাগানের ফ্যাক্টরির ১৩০ ফুট দেওয়াল ঝড়ে পড়ে গিয়েছে। এ ছাড়া গুরুজংঝোরায় বিদ্যুত বিপর্যয় হয়ে শ্রমিক আবাসের জলবণ্টনের কাজ বিঘ্নিত হয়ে পড়ে। ৪০টি শ্রমিক আবাস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ম্যানেজার। ঝড়ে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হওয়ার পর বৃহস্পতি বারও মালবাজার শহর ও লাগোয়া এলাকায় সরবরাহ স্বাভাবিক হয়নি।

দুর্নীতির নালিশ গ্রামবাসীদের
আলিপুরদুয়ার ২ ব্লকে টটপাড়া-১ পঞ্চায়েতের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের দরপত্র ডাকা থেকে শুরু করে একশো দিন কাজ, ইন্দিরা আবাসনে দুর্নীতির অভিযোগ তুলে জেলাশাসকের দারস্থ বাসিন্দারা। সোমবার জেলাশাসকের সঙ্গে দেখা করে পঞ্চায়েতের দুর্নীতির বিস্তারিত তথ্য তুলে ধরেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ব্লক ও মহকুমায় অভিযোগ করা হলেও কাজ হয়নি। জেলাশাসক স্মারকী মহাপাত্র বলেন, “বিডিওকে তদন্ত করতে বলা হয়। বিডিও পঞ্চায়েত প্রধানকে শোকজ করেছেন। পঞ্চায়েতের বক্তব্য জানার পরেই ব্যবস্থা নেওয়া হবে।”

স্মারকলিপি
স্কুল বাসের বেহাল অবস্থায় মহকুমাশাসককে স্মারকলিপি দিল উত্তরবঙ্গ গার্ডিয়ান ফোরাম। বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমাশাসক রচনা ভগতকে স্মারকলিপি দেওয়া হয়। ফোরামের দাবি, শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় যে সব স্কুল বাস চলছে তার বেশির ভাগই ৪০ থেকে ৫০ বছরের পুরনো। সম্প্রতি দুটি স্কুল বাসে দুর্ঘটনায় ৫ ছাত্রছাত্রী জখম হয়।

অনুভব
প্রতিবন্ধী শিশুদের হুইল চেয়ার দিল অনুভব। বৃহস্পতিবার ২৯ জন প্রতিবন্ধী শিশুদের হুইল চেয়ার তুলে দেওয়া হয়। এবারই প্রথম রাজ্য সরকারের পুর দফতরের ‘ইনোভেটিভ চ্যালেঞ্জ ফান্ড’ থেকে ১ লক্ষ ৪৮৫০০ টাকা অনুদান পায় সংস্থাটি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.