জঙ্গলে এক তরুণীকে ধর্ষণ করার অপরাধে সাত বছর কারাদণ্ড হল এক ব্যক্তির। বৃহস্পতিবার এই সাজা ঘোষণা করেন পুরুলিয়া ফাস্ট ট্র্যাক (৩) আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সুতপা সাহা। আসামি যুধিষ্ঠির মাহাতোর বাড়ি বান্দোয়ান থানার জানিজোড় গ্রামে। সরকারপক্ষের আইনজীবী পঙ্কজ গোস্বামী জানান, ২০১১ সালের ২৫ জুলাই জানিজোড় গ্রামের কাছে এক তরুণী তাঁর বোনের সঙ্গে চিরুঘাস সংগ্রহে গিয়েছিল। যুধিষ্ঠির মাহাতো ওই তরুণীকে ধর্ষণ করে। তরুণীর বোন বাড়ি গিয়ে লোক ডাকলে যুধিষ্ঠির পালায়। এমনকী থানায় অভিযোগ না জানানোর জন্যও সে হুমকি দেয়। পরে তরুণীর পরিবার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপারের নির্দেশে মামলা রুজু করে বান্দোয়ান থানার পুলিশ যুধিষ্ঠিরকে গ্রেফতার করে। বিচারক আসামিকে সাত বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন।
|
বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলে ছাত্রদের কাছ থেকে জোর করে ‘ডোনেশন’ নেওয়া-সহ আরও বেশ কিছু অভিযোগ তুলল তৃণমূল। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার জেলার মাধ্যমিক স্কুল পরিদর্শকের দফতরে সাত দফা দাবিতে স্মারকলিপি দেন তৃণমূল কর্মীরা। উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিধায়ক মিনতি মিশ্র, টিএমসিপি-র জেলা সভাপতি শিবাজী বন্দ্যোপাধ্যায় প্রমুখ। শিবাজীবাবুর অভিযোগ, “এই স্কুলের ছাত্রদের কাছ থেকে জোর করে ৫৩০ টাকা করে ‘ডোনেশন’ নেওয়া হচ্ছে। শিক্ষক নিয়োগেও দুর্নীতি হচ্ছে। আমরা এর প্রতিবাদ করছি।” স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দাবি, “উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে।”
|
বাঁকুড়া জেলা স্কুলে ছাত্র ভর্তিতে বেনিয়মের অভিযোগ তুলে স্মারকলিপি দিল এসএফআই। বৃহস্পতিবার তারা জেলা প্রশাসন ও জেলা মাধ্যমিক স্কুল পরিদর্শকের কাছে এ ব্যাপারে অভিযোগ জানান। সংগঠনের জেলা সম্পাদক ধর্মেন্দ্র চক্রবর্তীর দাবি, “বাঁকুড়া জেলা স্কুলে নিয়ম বহির্ভুত ভাবে প্রায় ৬৯ জন ছাত্রকে ভর্তি করা হয়েছে। আমরা এর বিরোধিতা করছি, জেলা প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি।” অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
|
বাড়িতে না জানিয়ে এক নাবালিকা বিয়ে করতে গিয়েছিল। খবর পেয়ে মেয়ের বাবা পুলিশ নিয়ে গিয়ে বিয়ে আটকে দিলেন। বৃহস্পতিবার দুপুরে বিষ্ণুপুর শহরের কুন্দকুন্দার বাজার এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, বিষ্ণুপুর শহরের বাইপাস এলাকার এক ব্যক্তি এ দিন থানায় এসে জানান, তাঁর ১৪ বছরের মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে। পুলিশ গিয়ে বিয়ে আটকে ওই নাবালিকাকে তার পরিবারে ফিরিয়ে দেয়।
|
নিজগৃহ-নিজভূমি প্রকল্পে পুরুলিয়ার আটটি ব্লকের বাসিন্দাদের জমির পাট্টা দিলেন বিধায়কেরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বলরামপুর, জয়পুর, পুরুলিয়া ১ ও ২ ব্লক, মানবাজার ১, হুড়া, কাশীপুর ও রঘুনাথপুর ১ ব্লকে পাট্টা বিলি করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তিরাম মাহাতো ও বিধায়ক কে পি সিংহদেও, স্বপন বেলথরিয়া, সন্ধ্যারানি টুডু ও পূর্ণচন্দ্র বাউরি। |