ট্রেন থেকে যাত্রীদের ল্যাপটপ চুরি করার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। জিজ্ঞাসাবাদ চালিয়ে তাদের কাছ থেকে ১২টি চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি। বৃহস্পতিবার দুপুরে পুরুলিয়া স্টেশন থেকে তাদের ধরা হয়। পুরুলিয়ার পুলিশ সুপার সি সুধাকর বলেন, “ধৃতেরা হল চন্দন দাস ও আশিষ রাও ওরফে টিটু। পাড়া থানার আনাড়ায় তাদের বাড়ি।”
ট্রেনের মধ্যে ইদানিং ল্যাপটপ চুরির ঘটনা বেড়ে গিয়েছিল। যাত্রীদের কাছ থেকে অভিযোগ আসতে থাকায় পুরুলিয়া জেলা পুলিশ বড় স্টেশনগুলিতে নজরদারি শুরু করে। এ দিন পুরুলিয়া স্টেশনে ওই দুই যুবককে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখে পুরুলিয়া সদর থানার পুলিশ তাদের আটক করে। পুলিশের দাবি, জেরায় ওই যুবকেরা ট্রেন থেকে ল্যাপটপ চুরি করার কথা স্বীকার করেছে। জেরায় তারা জানিয়েছে, রাতের ট্রেনে কামরায় যাঁরা ল্যাপটপ ব্যবহার করতেন, তাঁদের চিহ্নিত করে রাখা হত। পরে গভীর রাতে ওই যাত্রীরা ঘুমিয়ে পড়লে তাঁদের ল্যাপটপ চুরি করে ওরা চম্পট দিত। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ বিভিন্ন এলাকা থেকে ১২টি চোরাই ল্যাপটপ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মূলত আসানসোল-খড়গপুর শাখায় রাতের ট্রেনগুলিতে ল্যাপটপ চুরির ঘটনা ঘটছে। অভিযোগও দায়ের হয়। |