রাস্তা নয়, যেন নরক! সারেঙ্গা চৌমাথা এলাকার রাস্তা পারাপার করতে গিয়ে এমনটাই মন্তব্য করছেন পথচারীরা। একে আবর্জনায় আটকে পড়া নর্দমার জল রাস্তায় উঠে এসেছে। তার উপর সমস্যা বাড়িয়ে দিয়েছে, ভাঙা কালভার্ট উপছে রাস্তায় উঠে আসা নোংরা জল। সারেঙ্গা চৌমাথার মোড়, সারেঙ্গা-গোয়ালতোড় ও সারেঙ্গা-লালগড় রাস্তায় চলাচল করতে বাসিন্দারা বেশ সমস্যায় পড়েছেন। ক্ষুব্ধ বাসিন্দারা অবিলম্বে নর্দমা পরিষ্কারের দাবিতে সরব হয়েছেন। |
সারেঙ্গা বাজার এলাকায় আবর্জনা জমে কিছু নর্দমা বুজে গিয়েছে। ফলে গৃহস্থের বাড়ি ও দোকানের নোংরা জল নর্দমা উপছে রাস্তার উপর দিয়ে বইছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে সারেঙ্গা বাজারের ব্যস্ততম এলাকা চৌমাথা মোড়ে নর্দমার জল ভাঙা কালভার্টে জমা হচ্ছে। সেখান থেকে সেই জল উঠছে রাস্তায়। স্থানীয় বাসিন্দা প্রফুল্ল ষন্নিগ্রহী, রূপা হালদারের ক্ষোভ, “নোংরা জল মাড়িয়েই আমাদের যাতায়াত করতে হচ্ছে। কালভার্ট সংস্কারের জন্য রাস্তা খুঁড়ে দেওয়ায় যাতায়াতের সমস্যা আরও বেড়েছে। অথচ নর্দমা পরিষ্কারের ব্যাপারে পুরোপুরি উদাসীন পঞ্চায়েত।” সারেঙ্গা পঞ্চায়েতের প্রধান সিপিএমের চিত্ত দুলে অবশ্য সমস্যার কথা মেনে নিয়েছেন। তবে তাঁর দাবি, “নিকাশি নালা, নর্দমা সময়মতো পরিষ্কার করা হয়। চৌমাথা মোড়ে নতুন করে প্রায় ৪০ ফুটের কালভার্ট তৈরি করা হচ্ছে। একদিকের কালভার্ট তৈরি হয়ে গিয়েছে। অন্য দিকের কালভার্টের জন্য রাস্তা খোঁড়া হয়েছে। আর এতেই বিপত্তি হয়েছে।” প্রধানের আশ্বাস, কালভার্ট তৈরির কাজ শেষ হয়ে গেলেই সব সমস্যা মিটে যাবে। সারেঙ্গার বিডিও হীরকজ্যোতি মজুমদার বলেন, “ওই এলাকায় যাতায়াতের সমস্যার কথা জানি। পঞ্চায়েত কর্তৃপক্ষকে দ্রুত কালভার্ট তৈরির জন্য বলা হয়েছে।” |