টুকরো খবর
সিভিক পুলিশে নিয়োগ প্রক্রিয়া
‘সিভিক পুলিশ ভলেন্টারি ফোর্স’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পশ্চিম মেদিনীপুরে নিয়োগ করা হবে ৬ হাজার ২০০ জনকে। ইতিমধ্যেই জেলা পুলিশ নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে। বৃহস্পতিবারই থানায় থানায় আবেদনপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ, শুক্রবার থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “থানা থেকেই আবেদনপত্র পাওয়া যাবে। ১০ দিন ধরে আবেদনপত্র দেওয়া হবে।” এই চাকরির জন্য ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ হওয়া প্রয়োজন। বয়স হতে হবে ২০-৩০ বছরের মধ্যে। এনসিসি, সিভিল ডিফেন্সে কাজ, খেলাধুলো-সহ অন্য অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। তবে এটি স্থায়ী চাকরি নয়। পুলিশ প্রয়োজন অনুযায়ী কাজ দেবে। কাজ পেলে দিনে ১৪১ টাকা বেতন মিলবে। পুলিশ সূত্রে খবর, বিশেষ সময়ে বাড়তি কর্মী লাগে। যেমন শারোদত্‌সবের সময় হয়তো পশ্চিম মেদিনীপুরে ৫০০ জন অতিরিক্ত পুলিশ প্রয়োজন। সেই ৫০০ জন পুজোর ক’দিন কাজ পাবেন। তা ছাড়া, ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী কম থাকলে হোমগার্ড লাগে। প্রাকৃতিক বিপর্যয় হলেও হোমগার্ডরা কাজ পান। নিয়োগের পর ১০ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। কারা চাকরি পাচ্ছে তার ডেটা ব্যাঙ্ক থাকবে পুলিশের কাছে। ভবিষ্যতে পুলিশের অন্য পরীক্ষায় বসলে এঁরা সুবিধে পেতে পারেন।

জঙ্গলমহলে কংগ্রেস, তৃণমূলের কর্মসূচি
পঞ্চায়েত ভোটের আগে জঙ্গলমহলে শাসক দল ও পুলিশের বিরুদ্ধে তোপ দেগে রাখলেন কংগ্রেস নেতা মানস ভুঁইয়া। বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রামের দেবেন্দ্র মোহন হলে ঝাড়গ্রাম মহকুমা কংগ্রেসের ওবিসি বিভাগের কর্মী সম্মেলনে মানসবাবু জঙ্গলমহলে কংগ্রেস কর্মীদের তৃণমূলে যোগ দেওয়ার জন্য শাসক দল ও পুলিশ-প্রশাসন একযোগে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন। যৌথবাহিনী মোতায়েন করে রাজ্যে তিন দফায় পঞ্চায়েত ভোট করানোর দাবিও করেন তিনি। সম্মেলনে ছিলেন মায়া ঘোষ, কৃষ্ণা দেবনাথ,স্বপন দুবে, মহকুমা সভাপতি প্রসূন ষড়ঙ্গী প্রমুখ। এদিনই ঝাড়গ্রাম ব্লকের রাধানগরে তৃণমূলের কর্মী প্রশিক্ষণ শিবিরে যোগ দেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা, তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়, জেলা কার্যকরী সভাপতি নির্মল ঘোষ, বিধায়ক শ্রীকান্ত মাহাতো প্রমুখ।

ঋণশোধের প্রচারে গিয়ে আটক গাড়ি
বকেয়া ঋণ শোধের আবেদন জানাতে যাওয়া একটি প্রচার গাড়িকে আটকে রাখল ঋণগ্রহীতাদের একাংশ। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে পাঁশকুড়ার বাহারপোতা গ্রামে। এ দিন তমলুক কৃষি সমবায় ব্যাঙ্কের পাঁশকুড়া শাখার একটি প্রচারগাড়ি ঋণশোধের আবেদন জানাতে বাহারপোতা গ্রামে গেলে স্থানীয় কিছু ঋণগ্রহীতা ওই গাড়ি আটকে রাখেন বলে অভিযোগ। পরে সমবায় ব্যাঙ্কের কর্তাদের কাছ থেকে খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ গিয়ে আটক প্রচার গাড়িকে উদ্ধার করে নিয়ে আসে। তমলুক কৃষি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান নিকুঞ্জ মান্না ঘটনার কথা স্বীকার করে বলেন, ‘‘কিছু ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওই গাড়ি আটকে ছিল। পুলিশকে অভিযোগ জানানো হলে ব্যবস্থা নেয়।”

বধূর মৃত্যু, ধৃত ২
গায়ে কেরোসিন দিয়ে এক মহিলাকে পুড়িয়ে মারার অভিযোগে শাশুড়ি ও ভাসুরকে গ্রেফতার করল পুলিশ। মৃতার নাম অর্চনা নাথ (২০)। বুধবার স্থানীয় বাসিন্দারা অগ্নিদগ্ধ ওই মহিলাকে মেদিনীপুর মেডিক্যাল নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‌সকরা। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার শাশুড়ি আরতি নাথ ও ভাসুর নারায়ণ নাথকে গ্রেফতার করা হয়।

চণ্ডীপুরে চেক বিলি
সরকারি বিভিন্ন প্রকল্পে গরিবদের বাড়ি তৈরির টাকা বিলি করল চণ্ডীপুর পঞ্চায়েত সমিতি। বৃহস্পতিবার পঞ্চায়েত সমিতির সভাঘরে ব্লকের ৭৩টি পরিবারকে চেক দেওয়া হয়। ২০টি ক্লাব-স্কুলকে ক্রীড়া সরঞ্জাম দেওয়া হয়। এ ছাড়াও জাতিগত শংসাপত্র, রেশন কার্ড প্রদান করা হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.