|
|
|
|
হুমকি দিচ্ছে তৃণমূল, নালিশ প্রাক্তন মন্ত্রীর |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বিধায়ক দিব্যেন্দু অধিকারী ও শাসকদল তৃণমূল কর্মীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন উত্তর কাঁথি কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ও রাজ্যের প্রাক্তন কারিগরী শিক্ষামন্ত্রী চক্রধর মেইকাপ। কাঁথি থানায় গত ২৮ জানুয়ারি এই নিয়ে অভিযোগ জানিয়েছেন চক্রধরবাবু।
তাঁর অভিযোগ, “লিখিত অভিযোগ জানানোর পরও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। উল্টে আমার নিরাপত্তার দায়িত্বে থাকা একমাত্র দেহরক্ষীকেও তুলে নেওয়া হতে পারে বলে পুলিশ-প্রশাসন থেকে মৌখিক ভাবে বলা হচ্ছে।” আইসি সোমনাথ দত্ত অভিযোগ পাওয়ার কথা মেনে নিয়ে বলেন, “তদন্ত শুরু হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।” দেহরক্ষীর প্রসঙ্গে কেউ কোনও মন্তব্য করতে চাননি।
পূর্ব মেদিনীপুর জেলা সিপিএমের সম্পাদকমণ্ডলীর সদস্য চক্রধর মেইকাপের আরও অভিযোগ, “গত বিধানসভা নিবার্চনের পর থেকে আমি একটি ভাড়া করা গাড়ি নিয়ে যাতায়াত করি। ওই গাড়ির চালককে দক্ষিণ কাঁথির তৃণমূল বিধায়ক দিব্যেন্দু অধিকারী হুমকি দিচ্ছেন।”
কাঁথি পুরসভার ১০নং ওয়ার্ডে চক্রধরবাবুর বাড়ি। তাঁর অভিযোগ, রাতের বেলায় ঢিল ছুড়ে, পটকা ফাটিয়ে ভয় দেখানো হচ্ছে।
বিধায়ক দিব্যেন্দু অধিকারী অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “অস্তিত্ব হারিয়ে ভুল বকছেন চক্রধরবাবু। পঞ্চায়েত ভোটের আগে অসত্য অভিযোগ তুলে প্রচারের আলোয় আনতে চাইছেন উনি। মানুষই এর জবাব দেবেন।” |
|
|
|
|
|