|
|
|
|
বেকহ্যাম ছাড়াই শেষ আটে সাঁ জাঁ, ছুটছে জুভেন্তাসও |
নিজস্ব প্রতিবেদন |
মাঠে না নামলেও অদৃশ্য ভাবে তিনি ছিলেন। সমর্থকরা চাইছিলেন, কিন্তু কোচ চাইলে তো? খুব সহজে, স্ট্র্যাটেজির কোপে পড়ে বলি হলেন ডেভিড বেকহ্যাম।
কিন্তু তাতে টিমের জয় আটকায়নি। বেকহ্যামকে ছাড়াই আঠারো বছর পর চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে উঠে গেল প্যারিস সাঁ জাঁ। ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ ড্র করে। দু’লেগ মিলিয়ে ৩-২ জিতে। |
|
|
ওয়ার্ম আপ করেও রিজার্ভ বেঞ্চে থাকতে হল বেকহ্যামকে।
গোল করে সাঁ জাঁ-র নায়ক লাভেজ্জি। ছবি: এএফপি, রয়টার্স |
|
প্যারিস সাঁ জাঁ-তে পাঁচ মাসের চুক্তিতে এসেছেন বেকস। যে মরসুমে তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম চ্যাম্পিয়ন্স লিগে নামেন সে বারই সাঁ জাঁ শেষ বার কোয়ার্টার ফাইনালে উঠেছিল। আবার সেই কোয়ার্টার ফাইনালের মাহেন্দ্রক্ষণকে চোখের সামনে হাজির হতে দেখে কি না জানা নেই, বুধবার নামার জন্য মাঝে মরিয়া হয়ে পড়েছিলেন বেকহ্যাম। প্রথমার্ধের শেষ দিকে এবং প্রায় গোটা দ্বিতীয়ার্ধ জুড়েই সাইডলাইনে ওয়ার্ম আপ করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নামা হয়নি। বরং প্যারিস সাঁ জাঁ কোচ কার্লো আন্সেলোত্তি বেকহ্যামের বদলে স্ট্রাইকার কেভিন গামেইরোকে নামিয়ে দেন। যদিও তা নিয়ে বেকহ্যাম কোনও অভিযোগ জানাননি।
বুধবার প্রথমে জোনাসের গোলে পিছিয়ে পড়েছিল প্যারিস সাঁ জা। ম্যাচের ৫৫ মিনিটে। এগারো মিনিট যেতে না যেতে সেই গোল শোধ দিয়ে দেন প্যারিস সাঁ জাঁ-র লাভেজ্জি। যা শেষ পর্যন্ত ১৯৯৫ সালের পর চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে তুলে দিল ফ্রান্সের ক্লাবকে।
অন্য দিকে, রেকর্ড করে শেষ আটে উঠল জুভেন্তাসও। ২-০ গোলে সেলটিককে হারিয়ে দুই লেগে জুভেন্তাসের স্কোরলাইন দাঁড়ায় ৫-০। আলেসান্দ্রো মাতরি এবং ফ্যাবিও কুয়াগ্লিয়ারেলার গোলে সাত বছর পর জুভেন্তাস এত বড় ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল। |
|
|
|
|
|