করিমের নিশানা শেষ চার
রোনাল্ডোর ভূমিকায় ওডাফাকে চাইছে বাগান
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভুমিকায় ওকোলি ওডাফাকে চাইছেন করিম বেঞ্চারিফা।
ম্যান ইউ বনাম রিয়াল ম্যাচের পর ত্রিশ ঘণ্টা কেটে গেছে। কিন্তু রিয়াল মাদ্রিদের তারকার খেলায় এখনও বুঁদ মরোক্কান কোচ। বুধবার সকালে কল্যাণীর অনুশীলনের ওডাফাকে কিছুটা শাসনের সুরেই করিমকে বলতে শোনা গেল, “রোনাল্ডোকে দেখে শেখো। কী ভাবে ও বল ধরে গোল করে।”
রিয়ালের ‘সি আর সেভেন’ আর বাগানের ‘ও টু নাইন’-এর মধ্যে তফাত সূর্যর সঙ্গে তারার মতো। সেটা যে করিম জানেন না তা নয়। আসলে আই এফ এ শিল্ডের দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে মোহন-কোচ চাইছেন, ওডাফা আদর্শ করুক রিয়াল তারকাকে। বিশেষ করে বল ফলো করে গোল করার ক্ষেত্রে। বল ধরা-ছাড়ার ব্যাপারে।
শুক্রবার ভাইচুং ভুটিয়ার ইউনাইটেড সিকিমের বিরুদ্ধে বদলার ম্যাচে মরক্কান কোচের প্রধান ভরসা নাইজিরিয়ান গোলমেশিন। আই লিগের অবনমনের আওতায় থাকা দলটির বিরুদ্ধে সাম্প্রতিক কালে জিততে পারেননি করিম। তুলনায় সহজ প্রতিপক্ষ হলেও সিকিমকে তাই বাড়তি গুরুত্ব দিচ্ছে মোহনবাগান।
ভাইচুংয়ের ক্লাবের বিরুদ্ধে এ বার খেলেননি ওডাফা। আজ শিল্ড সেমিফাইনাল নিশ্চিত করতে করিমের বাজি বাগানের অধিনায়ক। মোরিনহোর যেমন রোনাল্ডো। অনুশীলনের পর হোটেলের লবিতে বসে করিম বলেও দিলেন, “ওজন কমিয়ে এখন ওডাফা একশো শতাংশ ফিট। দুরন্ত ছন্দে রয়েছে। ওকে আটকানো সহজ হবে না।” ওডাফাও অনুশীলনের পর বললেন, “জয়ের অভ্যেসটা ধরে রাখতে চাই।”
বুধবার কল্যাণীতে দলে যোগ দেন গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। বাঁ হাতের কড়ে আঙুলে ব্যথা সত্ত্বেও খেলছেন। তবে শুরুতে টোলগে ওজবের ভাগ্য সম্ভবত খুলছে না। মুখে না বললেও অনুশীলন দেখে মনে হল পুরনো টিমেই আস্থা রাখতে চান করিম। ওডাফার সঙ্গী হবেন সাবিথ। কুইনটন এবং ইচেই হয়তো খেলবেন।
হঠাৎ ডাক পেয়ে এ দিনই শহরে এসেছে সিকিম ইউনাইটেড। ভুটানে আমন্ত্রণী ম্যাচ খেলে ম্যাচের একদিন আগে আসায় অনুশীলনও করতে পারেনি আনোয়াররা। কিন্তু এ রকম একটা দলের বিরুদ্ধে কি জিততে পারবে বাগান? এ দিন অনুশীলনে যাওয়ার মুখে অবশ্য করিমের দলের টিম বাস বিগড়ে গেল। অন্য বাস জোগাড় করে অনুশীলনে এলেন ওডাফা-টোলগেরা। তাতেই কি না জানা নেই, করিমের মেজাজ ছিল সপ্তমে। অনুশীলনে বিরক্ত কোচের বকুনি খেতে হয় আইবরদের। আইবরকে কড়া ধমকেও দিলেন, “আমার নির্দেশ মতো খেলতে না পারলে মাঠ থেকে বেরিয়ে যাও।” পরে অবশ্য মোহন কোচ বললেন, “ফুটবলারদের যাতে আত্মতুষ্টি না আসে, সে জন্য এটা আমার ট্যাকটিক্স।”

শুক্রবারে আই এফ এ শিল্ড
• মোহনবাগান: ইউনাইটেড সিকিম (কল্যাণী ৩-০০)
• ইস্টবেঙ্গল: প্রয়াগ ইউনাইটেড (শিলিগুড়ি ৬-০০)




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.