মর্গ্যানের সামনে সম্মানের লড়াই
চিডি বনাম র‌্যান্টির আগে ঝামেলা শুরু মাঠের বাইরে
চিডি এডে বনাম র‌্যান্টি মার্টিন্স নয়। শিলিগুড়িতে শিল্ড নিয়ে উত্তেজনার পারদ চড়ছে মাঠের বাইরের মহাযুদ্ধে।
ইস্টবেঙ্গল-প্রয়াগ ইউনাইটেড শুক্রবারের হাইভোল্টেজ ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে উত্তপ্ত কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। ম্যানেজার্স মিটিংয়ে আসার গাড়ি নিয়ে ঝামেলা, আই এফ এ-র অভিযোগ বনাম উদ্যোক্তা শিলিগুড়ি মহাকুমা পরিষদের পাল্টা তোপসব মিলিয়ে আই এফ এ শিল্ড নিয়ে ঝামেলার যেন শেষই নেই।
ইস্টবেঙ্গল বনাম প্রয়াগ এমনিতেই গুরুত্বপূর্ণ ম্যাচ। ম্যাচের ম্যানেজার্স মিটিং-এর গুরুত্বও অনেক। সেই সভায় আসার জন্য কেন গাড়ি পাঠানো হল না তা নিয়ে ঝামেলার জেরে সভাতেই এল না প্রয়াগ। ক্লাব কর্তা নবাব ভট্টাচার্যের অভিযোগ, “মিটিংয়ের আধ ঘণ্টা আগে জানানো হচ্ছে, গাড়ি পাঠানোর নিয়ম নেই। অটো নিয়ে চলে আসুন। টাকা দিয়ে দেব। এটা অপমান। তাই আমরা সভায় যাইনি।” কলকাতায় আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ের কাছে অভিযোগ করেছে প্রয়াগ। উৎপলবাবু অবশ্য র‌্যান্টির ক্লাবের পাশে পুরোপুরি দাঁড়াননি। বলেছেন, “ম্যানেজার্স মিটিংয়ে গাড়ি পাঠানো হয় না। তবে যে ভঙ্গিতে প্রয়াগকে সেটা জানানো হয়েছে তা অপমানজনক।”
আই এফ এ সচিবের বক্তব্যে আবার চটেছেন স্থানীয় উদ্যোক্তারা। আয়োজক কমিটির সচিব অরূপরতন ঘোষ গোটা ঘটনা অস্বীকার করে পাল্টা তোপ দেগেছেন “আমরা কাউকে অপমান করিনি। উৎপলবাবু মিথ্যে বলে শিলিগুড়ির মানুষকে অপমান করছেন। মন্তব্যের নিন্দা করছি।” বিতর্ক থামাতে ম্যাচ কমিশনার এস সুরেশ রাতেই ছুটলেন প্রয়াগের হোটেলে। ইস্টবেঙ্গলের সঙ্গে স্টেডিয়ামে এক তরফা ম্যানেজার্স মিটিং সেরে প্রয়াগের সঙ্গে কথা বলতে। যা ভারতীয় ফুটবলে নজিরবিহীন।

পুলেই ট্রেনিং সেশন। বৃহস্পতিবার শিলিগুড়ির টিম হোটেলে ইস্টবেঙ্গল। ছবি: বিশ্বরূপ বসাক
শিল্ডে নিয়ে এমনিতেই চূড়ান্ত ঝামেলা। বৃহস্পতিবারের ঘটনা সেই আগুনে আরও ঘি ঢেলে দিল। আয়োজক কমিটির সচিব অরূপবাবুর হুমকি, “শিল্ডের পুরো দায়িত্ব যদি আমাদের হাতে না দেওয়া হয়, তা হলে শিলিগুড়িতে সেমিফাইনাল, ফাইনাল হবে না।” জানা গেল, শিল্ডের প্রচার থেকে টিকিট বিক্রির গোটা দায়িত্বই আইএফএ নিজের হাতে রেখে দিয়েছে। স্থানীয় কমিটিকে ক্রীড়াসূচি থেকে শুরু করে কোন কোন টিম খেলবে, তা টুর্নামেন্ট শুরুর আটচল্লিশ ঘণ্টা আগে মেল করে জানানো হয়। যাতে প্রচণ্ড ক্ষুব্ধ উদ্যোক্তারা। পরিস্থিতি যা, তাতে শিল্ডের সেমিফাইনাল-ফাইনাল কলকাতাতেই হওয়ার সম্ভাবনা বেশি। বিতর্ক থামাতে অবশ্য শুক্রবার সকালেই শিলিগুড়ি আসছেন উৎপল গঙ্গোপাধ্যায়।
মাঠের বাইরে তোলপাড় চললেও, দু’দলের কোচ-ফুটবলারদের মধ্যে কোনও উত্তাপ নেই। উল্টে শুক্রবারের নিয়ম রক্ষার ম্যাচের চেয়ে ট্রেভর জেমস মর্গ্যান বেশি চিন্তায় ভিয়েতনামে তাদের এএফসি কাপের ম্যাচ নিয়ে। এ দিনও প্র্যাক্টিসে ছুটি দেওয়া হয় চিডি-পেনদের। সকালে সাঁতার, জিম, বিকেলে বিশ্রাম। মর্গ্যান বলছিলেন, “শিল্ডের সেমিফাইনালে চলে গিয়েছি। তাই এএফসি কাপকেই এখন বেশি গুরুত্ব দিতে চাই। যারা এখনও পর্যন্ত খেলার সুযোগ পায়নি, তাদের প্রয়াগ ম্যাচে খেলাব।” ওপারা আর বরিসিচের একটা করে হলুদ কার্ড আছে। তাদের সুরক্ষিত রাখতে আজকের ম্যাচে দু’জন বিদেশি পেন আর চিডিকেই নামাবেন ঠিক করে ফেলেছেন মর্গ্যান ।
ইস্টবেঙ্গল মাঠে অনুশীলন না করলেও, প্রয়াগ কোচ এলকো সাতৌরি ফুলবাড়িতে সেনাবাহিনীর মাঠে এক ঘণ্টা অনুশীলন করালেন র‌্যান্টিদের। তবে তাঁর দলেও ম্যাচ নিয়ে সেই উন্মাদনা কই? র‌্যান্টি সকালে সেবক ব্রিজ ঘুরলেন। কার্লোস প্র্যাক্টিসের সময়টুকু বাদে শুধু ঘুমোলেন। এলকো বলছিলেন, “আমরা টানা দশ ম্যাচ অপরাজিত। ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও অপরাজিত থাকতে চাই।”
নিরুত্তাপ আবহাওয়ার মধ্যেই গোপনে অস্ত্রে শান দিচ্ছেন না তো দুই কোচ!

ইস্টবেঙ্গল ৪৪৭
জনপ্রিয় ফুটবল র‌্যাঙ্কিং সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিক্স-এর তালিকায় এ বার ইস্টবেঙ্গল। ৪৪৭ নম্বরে কলকাতার ক্লাবটি রয়েছে মরক্কোর এএস ফার রাবাত, জাপানের ওমিয়া আরদিজা সাইতামা, হাঙ্গেরির বুদাপেস্ট হনভেদ এফসি, বলিভিয়ার সিডি অরোরা কোশাবাম্বার সঙ্গে। গত বছরের ১ মার্চ থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফিফার সদস্য দেশগুলোর জাতীয় লিগের পারফরম্যান্সের ভিত্তিতেই এই র‌্যাঙ্কিং।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.