নারী দিবসে ব্যাট হাতে অন্য গম্ভীর
ক দিকে ভারতীয় ক্রিকেটের পুনরুত্থান ঘটছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, সিনিয়রদের থেকে ক্রমে ব্যাটন চলে যাচ্ছে জুনিয়রদের হাতে, বাদ পড়ে যাচ্ছেন বীরেন্দ্র সহবাগের মতো ক্রিকেটার। আর অন্য দিকে তিনি গৌতম গম্ভীর জাতীয় দলে ফেরার লড়াইয়ের মাঝেও নিজেকে নিয়ে যাচ্ছেন ক্রিকেটীয় বৃত্তের বাইরে।
শুক্রবার নারী দিবসে গম্ভীর ব্যাট ধরবেন সম্পূর্ণ অন্য এক উইকেটেটুইটারে
এক আলোচনার মাধ্যমে তিনি তুলে ধরতে চান সাম্প্রতিক নারী নিগ্রহের সমস্যার কথা। গম্ভীর বলেছেন, “আমরা জানি বর্তমান সমাজে মহিলাদের অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে। মহিলাদের প্রতি সম্মান দেখানোর প্রবণতা কমে যাচ্ছে। যার জেরে এ সব ঘটনা ঘটছে। কিন্তু তা সত্ত্বেও বলব, সমাধান আমাদের সামনেই আছে। আমি কোনও বিশেষজ্ঞ নই, কোনও সমাজ সংস্কারকও নই। আমি শুধু চাই সবাইকে একটা মঞ্চে এনে সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করতে।” গম্ভীর মনে করেন, শুধু ব্যাট হাতে ক্রিকেট মাঠে রান করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। মানুষের জন্য, সমাজের জন্যও কিছু করার প্রয়োজন আছে। শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে আটটা এই সময়ই টুইটারে আলোচনায় আসবেন গম্ভীর।
দিল্লির বাসে গণধর্ষণের ঘটনায় যখন গোটা দেশ তোলপাড়, তখনও চুপ করে থাকেননি গম্ভীর। আর এ বার আরও দুটো ন্যক্কারজনক ধর্ষণের ঘটনা ঘটে গিয়েছে দেশে। রাজধানী এবং আশেপাশে যে ভাবে নারী নিগ্রহের ঘটনা ঘটছে, তাতে রীতিমতো উদ্বিগ্ন ভারতের এই বাঁ হাতি ওপেনার। গম্ভীর বলেছেন, “আমরা আমাদের বাড়ির মেয়েদের নিরাপত্তার জন্য কিছুটা বাড়তি ব্যবস্থা করতে পারি। কিন্তু তাতেও কোনও নিশ্চয়তা নেই যে কারও কিছু ঘটবে না। তা হলে সাধারণ মানুষের অবস্থাটা একবার ভাবুন। ওঁদের বাড়ির মহিলারা যখন বাইরে যান, তখন ওঁদের মনের অবস্থাটা কী রকম হয়, ভাবতেও পারছি না। কেরলে আর গাজিয়াবাদে গতকাল কী হল আমরা সবাই জানি।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.