|
|
|
|
কুস্তি ফেরাতে লড়াই শুরু সুশীলদের |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
প্রতিবাদে এক জন নিজের অলিম্পিক ব্রোঞ্জ ফিরিয়ে দিতে তৈরি। অন্য জন পদক না ফেরালেও চান সর্বস্তরে চাপ বাড়ানো হোক আন্তর্জাতিক অলিম্পিক কমিটির উপর।
দু’জনেরই লক্ষ্য, ২০২০ অলিম্পিক ক্রীড়ার তালিকায় কুস্তিকে ফিরিয়ে আনা। আর এই উদ্দেশ্যে আজ গুরু সতপাল সিংহের আখড়া থেকে সই সংগ্রহ অভিযান শুরু করলেন সুশীল কুমার, যোগেশ্বর দত্তরা। একটি নরম পানীয় সংস্থার এই উদ্যোগে দুই অলিম্পিয়ান ছাড়াও যোগ দিয়েছিলেন কুস্তির সঙ্গে যুক্ত বহু মানুষ। ইতিমধ্যেই অলিম্পিকের মঞ্চ থেকে কুস্তিকে বাদ দেওয়ার প্রতিবাদে অলিম্পিক পদক ফেরত দেওয়ার হুমকি দিয়েছেন বুলগেরিয়া ও রাশিয়ার কুস্তিগিররা। যোগেশ্বর বলছিলেন, “অলিম্পিক কমিটির উপর চাপ বাড়াতে আমিও পদক ফিরিয়ে দিতে তৈরি।” সুশীল অবশ্য নিজের কষ্টার্জিত পদক ফিরিয়ে কিছু প্রমাণ করা যাবে বলে মনে করছেন না। বললেন, “প্রতিবাদের আরও অন্য রাস্তা রয়েছে।”
কুস্তিতে অলিম্পিক রুপো ও ব্রোঞ্জের মালিক চান রাজনৈতিক মহল-সহ সর্বস্তরে আইওসি-র উপর চাপ বাড়ানো হোক। ইতিমধ্যেই কুস্তির পক্ষে সওয়াল করেছেন রাহুল গাঁধি, রাজনাথ সিংহ, নরেন্দ্র মোদির মত দেশের প্রথম সারির রাজনীতিকেরা। সুশীল চান প্রতিবাদের এই সুরে যুক্ত হোক প্রত্যেক ভারতবাসীর কণ্ঠস্বর। এ দিনই কয়েক হাজার সই সংগ্রহ হল। আগামী এক সপ্তাহ ধরে হরিয়ানা, পঞ্জাব-সহ দেশের কয়েকটি রাজ্যে ঘুরে আরও সই সংগ্রহ করা হবে। |
|
|
|
|
|