টুকরো খবর
ক্রিকেটে জয়ী পশ্চিম মেদিনীপুর
সিএবি পরিচালিত আন্তঃ জেলা ক্রিকেট টুর্নামেন্টের (সিনিয়র) প্রথম রাউন্ডে জিতল পশ্চিম মেদিনীপুর। বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর, এই তিনটি জেলাকে নিয়ে প্রথম রাউন্ডের খেলা হয় মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে। মঙ্গলবার থেকে শুরু হয়েছিল টুর্নামেন্ট। শেষ হয় বৃহস্পতিবার। এ দিন শেষ ম্যাচে মুখোমুখি হয় বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর। প্রথমে ব্যাট করতে নেমে ৪১.২ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৫ রান করে পশ্চিম মেদিনীপুর। জবাবে ১১.৫ ওভারে ৩৭ রানেই গুটিয়ে যায় বাঁকুড়ার ইনিংস। দু’টি ম্যাচ জিতে পশ্চিম মেদিনীপুরের পয়েন্ট হয় ৪। একটি ম্যাচ জিতে বাঁকুড়ার পয়েন্ট ২। আর দু’টি ম্যাচেই হেরে যাওয়ায় পুরুলিয়া কোনও পয়েন্টই পায়নি।

সাপ্রিসা হতাশ করল
ঢাকঢোল পিটিয়ে কোস্তারিকার দিবার্তোভা সাপ্রিসাকে শিল্ডে এনেছিলেন আই এফ এ কর্তারা। কিন্তু প্রথম ম্যাচেই হতাশ করল তারা। যুবভারতীতে গ্রুপের প্রথম ম্যাচে পুণে এফ সি-কেই হারাতে পারল না বিদেশি ক্লাবটি। ম্যাচ শেষ হল গোলশূন্য। মাত্র একবার গোলের সুযোগ পেল সাপ্রিসা। পুণের সুভাষ সিংহের গোল বাতিল করেন রেফারি। সাপ্রিসার পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে দুই প্রাক্তন বিশ্বকাপার ওয়াল্টার ও সলিস শনিবার দলের সঙ্গে যোগ দেবেন। বিশ্বকাপাররা যদি সত্যিই আসেন তা হলে দেখার কাস্তোরিকার যুব দলের খেলার বদল হয় কি না?

আইপিএল বোধনে ক্যাটরিনা-দীপিকা
আইপিএল সিক্সের উদ্বোধনে আরও রং লাগতে চলেছে। বিনোদনের ককটেলে যোগ হয়েছে আরও দুই নাম। বলিউড দুনিয়ার দুই সুপারস্টার ক্যাটরিনা কাইফ এবং দীপিকা পাড়ুকোন। ২ এপ্রিল যুবভারতীতে আইপিএল-এর বোধনে শাহরুখ খানের সঙ্গে পারফর্ম করবেন তাঁরা। শহরে বলিউডের সঙ্গে সে দিন মিশে যাবে হলিউডও।

সাইনা নামলেন তিন নম্বরে
অল ইংল্যান্ড ব্যাডমিন্টনের প্রথম রাউন্ডে জিতলেও বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান থেকে এক ধাপ নেমে গেলেন সাইনা নেহওয়াল। অন্য দিকে, পুরুষদের র‌্যাঙ্কিংয়ে পারুপাল্লি কাশ্যপ এগারো নম্বর থেকে উঠে এলেন নবম স্থানে। সাইনা ছাড়াও মেয়েদের র‌্যাঙ্কিংয়ে সেরা পঞ্চাশের মধ্যে ভারত থেকে অপর নাম আর এক হায়দরাবাদি পি ভি সিঁধুর। তিনি আছেন ষোলো নম্বরে। সাইনার সামনে অবশ্য নিজের পুরনো র‌্যাঙ্কিং ফিরে পাওয়ার একটা সুযোগ রয়েছে। তাঁকে টপকে দুইয়ে উঠে আসা চিনের বিশ্বচ্যাম্পিয়ন য়িহান ওয়াং এবং বিশ্বের এক নম্বর লি ঝুয়েরুই দু’জনেই চলতি অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টনের আসর থেকে ছিটকে গিয়েছেন। সেখানে প্রি-কোয়ার্টারে উঠেছেন সাইনা।

ফের নেতা ইনজামাম
ছ’বছর পর আবার জাতীয় জার্সি গায়ে ভারত-পাক ক্রিকেট যুদ্ধে নামছেন তিনি। তাও আবার শারজার যুদ্ধক্ষেত্রে! এবং অধিনায়কের পুরনো ভূমিকাতেই। তবে এ বার নেতৃত্ব দেবেন প্রবীণদের দলকে। তিনি— ইনজামাম উল হক, ১৮ ও ২০ এপ্রিল ভারতের বিরুদ্ধে প্রবীণদের ক্রিকেট সিরিজে পাকিস্তানের অন্যতম তারকা। ৪০ ওভারের দু’টি এক দিনের ম্যাচের সিরিজে পাকিস্তান দলে ইনজামামের সঙ্গে খেলবেন মইন খান, রশিদ লতিফ, জালালুদ্দিন, আকিব জাভেদের মতো প্রাক্তন তারকারা। দু’দেশের প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করতেই এই উদ্যোগ।

বাছাই শিবির
রাজ্য যুবকল্যাণ দফতরের উদ্যোগে তিরন্দাজি ও কবাডির ট্রায়াল হবে ১১-১৩ মার্চ। বিভিন্ন জেল থেকে আসা খেলোয়াড়দের মধ্য থেকে ৬০ জনকে বাছা হবে। যুবকল্যাণ ও আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস বুধবার জনান, বাছাই অনূর্ধ্ব ১৫ খেলোয়াড়রা সাইতে প্রশিক্ষণ পাবে। এ দিন জেলাশাসকদের মাধ্যমে জেলার বিভিন্ন সংস্থাকে নয় কোটি টাকার খেলার সরঞ্জাম দেওয়ার কথা ঘোষণা করা হয়।

ডোপিং রুখতে বায়ো-পাসপোর্ট
নিয়মিত ডোপ পরীক্ষা করা হচ্ছে না বলে রজার ফেডেরার, অ্যান্ডি মারে, নোভাক জকোভিচের মতো টেনিস তারকারা বেজায় ক্ষুব্ধ। আবার আন্তর্জাতিক টেনিস তারকাদের একটা অংশের অভিযোগ সম্পূর্ণ উল্টো। সমস্যার সমাধানে এবার বায়োলজিকাল পাসপোর্ট প্রোগ্রাম চালু করতে চলেছে আন্তর্জাতিক টেনিস সংস্থা। এ বার থেকে অ্যাথলিটদের বায়ো কার্ডে নির্দিষ্ট কিছু বায়োমার্কার থাকবে। অ্যাথলিটের শরীরে কোনও পরিবর্তন নজরে এলেই সঙ্গে সঙ্গে সতর্ক করে দেবে বায়োমার্কার।

ক্ষমা চাইলেন ভেত্তোরি
বেহেড হওয়ার জন্য ক্ষমা চাইতে হল ড্যানিয়েল ভেত্তোরিকে। জিতেন পটেলের সঙ্গে গলা জড়াজড়ি করে মদ্যপান করতে যান। ভাবেননি সঙ্গী বেসামাল অবস্থায় পড়ে গিয়ে বিপত্তি ঘটাবেন। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ভেত্তোরি তাই বেশ বিপাকে। তাঁর সঙ্গে মদ্যপান করতে গিয়ে আহত বোলার জিতেন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেই নামতে পারেননি।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.