|
|
|
|
কোভারম্যান্সকে তোপ নইমের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এ এফ সি চ্যালেঞ্জ কাপে ব্যর্থ উইম কোভারম্যান্সের বিরুদ্ধে তোপ দাগলেন সৈয়দ নইমুদ্দিন। বলে দিলেন, “আমি কোভারম্যান্সের জায়গায় কোচ থাকলে এ ভাবে ভারতকে বিদায় নিতে হত না। এত দিন ধরে প্রস্তুতি চালিয়ে, এত সুযোগ সুবিধা নিয়ে উনি তা হলে কী করলেন?”
মঙ্গলবার সাউথ ক্লাবে তাঁর সদ্য হওয়া বেনিফিট ম্যাচে প্রাপ্ত অর্থ ফেরত দেওয়ার কারণ জানাতে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন সাফ কাপ এবং সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে চ্যাম্পিয়ন করা নইম। সেখানে তিনি বললেন, “মলদ্বীপকে ৫-১ হারিয়ে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম। পাকিস্তানের মাটিতে পাক টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম। আর এত ভাল একটা টিম নিয়ে, এত সুবিধাজনক জায়গায় থেকেও কেন মায়ানমারকে হারাতে পারল না ভারত সেটাই আমাকে অবাক করেছে।” দেশের একমাত্র দ্রোণাচার্য এবং অর্জুন পুরস্কার জেতা ফুটবল কোচ নইমের এর পরের সংযোজন, “আমরা ক’টাকা পেতাম? রহিম সাহেব, পি কে-দা, অমল-দা ক’টাকা পেয়েছেন? ডাচ কোচ তো শুনছি তিরিশ চল্লিশ লাখ টাকা পান। এত টাকা নিয়ে কোচিং করিয়ে উনি যদি মায়নমারকে হারাতে না পারেন তা হলে ফেডারেশন কেন বিদেশি কোচ পুষবে?”
কোভারম্যান্সের সমালোচনা করার পাশাপাশি এ দিন চমকপ্রদ একটি ঘোষণা করলেন নইম। জানান, দোসরা মার্চ ইস্টবেঙ্গল মাঠে বেনিফিট ম্যাচ থেকে পাওয়া দশ লাখ ষাট হাজার টাকা ফেরত পাঠিয়ে দিয়েছেন। বলে দিলেন, “দ্রোণাচার্যর বেনিফিট ম্যাচ অথচ মাঠে কোনও লোক নেই, গ্যালারি ফাঁকা। এটা কেন হবে? ফেডারেশন, আই এফ এ, মহমেডান, মোহনবাগান কেউ এল না। এটা কেন হবে? ঠিক আছে আমি বাসে, অটোয় বাড়ি যাব। দুঃখ নেই। কিন্তু সম্মান না পেলে আমার টাকার দরকার নেই।” যাঁরা এই ম্যাচের উদ্যোক্তা ছিল তাদের প্রেসিডেন্টকে সব টাকা ফেরত পাঠিয়ে দিয়েছি।” |
|
|
|
|
|