ক্রীড়া সরঞ্জাম দিয়ে ফের ক্লাব-তোষণ
খেলাধুলোর উন্নয়নের নামে ক্লাবগুলোর পিছনে ফের কয়েক কোটি টাকা খরচ করছে রাজ্য সরকার। তবে এ বার তাদের হাতে আর সরাসরি নগদ টাকা দেওয়া হবে না। বরাদ্দ টাকায় কিনে দেওয়া হবে ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, ভলিবল ও ক্যারম খেলার সরঞ্জাম। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানান রাজ্যের যুব কল্যাণ দফতরের সচিব মনোজ অগ্রবাল।
গত বছর খেলাধুলোর সরঞ্জাম কেনার জন্য প্রায় সাত কোটি টাকা বরাদ্দ ছিল। এ বার ধরা হয়েছে ন’কোটি ৬৪ লক্ষ টাকা। তার মধ্যে ৩৪১টি ব্লক এবং ১২৭টি পুরসভা দু’লক্ষ টাকা করে পাবে। চার লক্ষ করে টাকা পাবে হাওড়া, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল ও চন্দননগর পুরসভা।
কলকাতা পুরসভার ১৫টি বোরো পাবে এক লক্ষ টাকা করে। তবে কোনও ক্ষেত্রেই পুরসভার মেয়র বা কাউন্সিলারেরা হাতে টাকা পাবেন না। মহাকরণ থেকে বরাদ্দ টাকা পৌঁছে যাবে জেলাশাসক ও পুর-কমিশনারদের কাছে। কোন ক্লাব কী ধরনের সরঞ্জাম চাইছে, স্থানীয় বিধায়কেরা সেই তথ্য ওই দুই প্রশাসনিক আধিকারিকের কাছে পাঠালে সেই অনুযায়ী সামগ্রী কিনে ক্লাবগুলোকে দেওয়া হবে বলে সচিবের বিবৃতিতে জানানো হয়েছে।
চলতি বছরেই ক্রীড়া দফতর থেকে রাজ্যের ১৬০০-রও বেশি ক্লাবকে দু’লক্ষ করে টাকা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর প্রায় ৮০০ ক্লাবের প্রতিটিকে দু’লক্ষ টাকা অর্থসাহায্য করেছিল ক্রীড়া দফতর। এ বার ওই সব ক্লাবকেও এক লক্ষ করে টাকা দেওয়া হয়।
গত ১১ জানুয়ারি ওই অনুষ্ঠানেই মমতা বলেছিলেন, প্রথম বছর দু’লক্ষ টাকা দেওয়ার পরে পাঁচ বছর ওই ক্লাবগুলিকে আরও এক লক্ষ টাকা দেবে রাজ্য সরকার। তার বাইরে উত্তরবঙ্গ, সুন্দরবন এবং জঙ্গলমহলে ফুটবল প্রতিযোগিতায় যোগ দেওয়া দলগুলিকে ২৫ হাজার করে টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
যুব দফতরের এ দিনের ঘোষণায় মহাকরণেই প্রশ্ন উঠেছে, কয়েক মাস আগেই ক্রীড়া দফতর যে-সব ক্লাবের হাতে দু’লক্ষ টাকা তুলে দিয়েছিল, তারাই কি ঘুরপথে এই সুবিধা পাবে? রাজ্য প্রশাসনের এক কর্তা বলেন, “ক্লাবগুলোকে নগদ টাকা দেওয়ার ক্ষেত্রে বিধায়কদের সুপারিশই চূড়ান্ত ছিল। যুব কল্যাণ দফতর সেই পথে হাঁটায় তাঁদের ‘পছন্দের’ ক্লাব যে এই তালিকাতেও অগ্রাধিকার পাবে, সেই বিষয়ে কোনও সংশয় নেই।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.