|
|
|
|
ব্যর্থ বৈঠক, জমি বিল এখনও অনিশ্চিতই |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
লোকসভা ভোটের দিকে তাকিয়ে সংসদের বাজেট অধিবেশনেই নতুন জমি বিল পাশ করাতে চায় কেন্দ্র। কিন্তু এতে সরকার যে সব সংশোধন আনতে চায়,তা নিয়ে আজ সর্বদল বৈঠকেও কোনও সর্বসম্মতি হল না।
বৈঠকে তৃণমূল-সহ বিরোধীরা প্রায় সমস্বরে জানান, কেন্দ্রের সংশোধনী প্রস্তাবগুলি স্পষ্ট নয়। এই অবস্থায় সর্বদল বৈঠকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ এবং সংসদ বিষয়ক মন্ত্রী কমলনাথ জানিয়ে দেন, আজ রাতেই বিলের চূড়ান্ত খসড়া পাঠিয়ে দেওয়া হবে সংসদে বিভিন্ন দলের নেতাদের কাছে। তার পর ওই খসড়ার ভিত্তিতেই ফের জমি বিল নিয়ে সর্বদল বৈঠক হবে ২০ এপ্রিল।
জমি বিল নিয়ে আজ সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, তৃণমূলের জমি নীতি একেবারেই স্পষ্ট। শিল্পের জন্য জোর করে কোনও কৃষিজমি অধিগ্রহণ করা যাবে না। বেসরকারি শিল্পের জন্যজমি অধিগ্রহণে সরকারের কোনও ভূমিকাই থাকবে না। সরকারি জমিতে শিল্প হলে সরকারের সহায়ক ভূমিকা থাকবে।
২০১১ সালে সংসদে যে জমি বিল পেশ করেছিল সরকার, তা প্রথমে সংসদের স্থায়ী কমিটির বিবেচনার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। স্থায়ী কমিটির সুপারিশ পাওয়ার পর ওই বিলে নতুন প্রায় ১৫৩টি সংশোধনী প্রস্তাব দেন জয়রাম। বিলটির এত পরিবর্তন নিয়েই এখন আপত্তি করছেন বিরোধীরা। এমনকি লোকসভায় সি পি এম নেতা বাসুদেব আচারিয়া আজ স্পিকার মীরা কুমারকে চিঠি দিয়ে দাবি করেন, বিলটি সংসদের যৌথ সিলেক্ট কমিটির কাছে পাঠাতে হবে। কারণ এত সংশোধন করা হয়েছে যে বিলটি ফের বিবেচনা করা জরুরি।
জমি বিলের ভবিষ্যত যে অনিশ্চিত তা বেশ বুঝতে পারছে কেন্দ্র। |
|
|
|
|
|