বিধায়কদের ‘আস্থা-সই’ সংগ্রহ করলেন তরুণ গগৈ
লের ‘বিদ্রোহী’ বিধায়কদের চাপে, শেষ অবধি অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে ‘আস্থা-সই’ সংগ্রহে নামতে হল। আজ সন্ধ্যা অবধি ৭০ শতাংশ বিধায়ক গগৈয়ের পক্ষে সই করেছেন। একই সঙ্গে এআইসিসি অবশ্য গগৈয়ের পাশেই দাঁড়িয়েছে।
বিধানসভার চলতি বাজেট অধিবেশন কংগ্রেসের অভ্যন্তরীণ কাজিয়ার মঞ্চ হয়ে উঠেছে। নতুন প্রজন্মের বিধায়কদের বিদ্রোহ দমন করতে মুখ্যমন্ত্রীর নাজেহাল অবস্থা। গত কাল ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, “১০ জন বিধায়কও যদি সনিয়া গাঁধীর কাছে আমার নেতৃত্বে অনাস্থা জানান, আমি পদ ছেড়ে দেব।” দলীয় সূত্রে খবর, গত রাতে, বিক্ষুব্ধ বিধায়ক চন্দন সরকারের ঘরে গগৈ-বিরোধী শিবিরের ২৬ জন বিধায়ক গোপন বৈঠকে মিলিত হন। তাঁদের অধিকাংশই শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত যুব বিধায়ক এবং পরিষদীয় সচিব। বৈঠকে অংশ নেওয়া বলিন চেতিয়া, রূপজ্যোতি কুর্মীরা মেনে নেন, গগৈয়ের বিরুদ্ধে অসন্তোষ নিয়েই ওই বৈঠক। কুর্মী সরাসরি গগৈয়ের বিরুদ্ধে বিষোদ্গার করে বলেন, “গগৈ নিজের কেন্দ্র ও নিজের পছন্দের বিধায়কদের কেন্দ্রেই সব উন্নয়ন করছেন। অন্য বিধায়কদের তিনি পাত্তাও দেন না। এ ভাবে চলতে পারে না।”
গোপন বৈঠকের কথা জানাজানি হতেই, সাংসদ রানি নর বিধানসভায় এসে গগৈয়ের সঙ্গে বৈঠক করেন। তারপরেই এআইসিসির নির্দেশমতো দলীয় স্তরে আস্থাভোট নেওয়ার কথা ঘোষণা করা হয়। সংস্কৃতি মন্ত্রী প্রণতি ফুকন ও জনসংযোগ মন্ত্রী বসন্ত দাস রাজ্যের বাইরে রয়েছেন। বাকি মন্ত্রীরা সকলেই গগৈকে ভোট দেন। এমনকী বিক্ষুব্ধ গোষ্ঠীর কয়েকজন বিধায়কও রাতারাতি দল বদলে গগৈয়ের পক্ষে সই করেন। অবশ্য, হিমন্ত বিশ্বশর্মা অবশ্য গগৈয়ের পক্ষে ভোট দিতে আসেননি। দলীয় সূত্রে খবর, সন্ধ্যা অবধি ৭৯ জন বিধায়কের মধ্যে গগৈয়ের পক্ষে ৫৬টি সই পড়েছে। আরও কয়েকজন সই করতে পারেন। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ ভুবনেশ্বর কলিতা এখন দিল্লিতে। আগামী কাল, নিজের পক্ষে জমা পড়া সইয়ের তালিকা-সহ গগৈ নিজে দিল্লি যাচ্ছেন।
আজকের ভোটাভুটির পরেই হিমন্তর ‘কর্তৃত্বাধীন’ একটি চ্যানেল ক্রমাগত সরকারবিরোধী ভূমিকা নেওয়ায় এআইসিসি সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিংহ হিমন্তর কাছে লিখিত জবাবদিহি চেয়ে পাঠিয়েছেন। হিমন্ত অবশ্য বহুবার বলেছেন, চ্যানেলটি তাঁর মালিকানাধীন নয়। কিন্তু গগৈ-শিবির ও এআইসিসি ওই চ্যানেলের সূত্র ধরেই হিমন্তকে প্রতি-আক্রমণ শুরু করেছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.