|
|
|
|
দিল্লিতে এ বার অটোয় তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, ধৃত দুই অভিযুক্ত |
সংবাদসংস্থা • গাজিয়াবাদ |
চলন্ত বাসে গণধর্ষণ কাণ্ডের পর এখনও তিন মাস পেরোয়নি। তবে দিল্লিতে মেয়েদের নিরাপত্তার ছবিটা যে তার পরেও বিন্দুমাত্র বদলায়নি ফের সে কথা পরিষ্কার হয়ে গেল আরও একটি গণধর্ষণের ঘটনায়।
শনিবার রাতে দিল্লি থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে গাজিয়াবাদের ইন্দিরাপুরমের একটি শপিং মলে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। আটটা নাগাদ সেখান থেকে বেরিয়ে অটোর জন্য অপেক্ষা করছিল সে। কিছু ক্ষণের মধ্যেই একটি অটো এসে দাঁড়ায় তার সামনে। ভাড়া নিয়ে দরাদরির পর অটোতে ওঠে আরও দুই যুবক। পিছনের সিটে মেয়েটির দু’পাশে বসে দু’জন। প্রথমে দিল্লির দিকে গেলেও হঠাৎই অন্য রাস্তায় অটো নিয়ে যায় চালক। মেয়েটি যাতে কোনও ভাবেই চিৎকার করতে না পারে সে জন্য পাশে বসা দু’জন চেপে ধরে তার মুখ। প্রায় দু’ঘণ্টা ধরে ২৫ কিলোমিটার রাস্তায় মোট ছ’টি পুলিশ চৌকির সামনে দিয়ে ঘুরে অটোটি পৌঁছয় গাজিয়াবাদের দাসনা এলাকার একটি মাঠে। সেখানে মেয়েটিকে নামিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই তিন জন। এর পরে তার টাকাপয়সা, এটিএম কার্ড, মোবাইল ফোন কেড়ে নিয়ে পালায় তারা। মেয়েটি নিজেই রাস্তার ধারের একটি ধাবায় গিয়ে সাহায্য চায়। ধাবারই কয়েক জন তাকে নিয়ে যায় মাসুরি থানায়। তখন রাত সাড়ে ১১টা।
গাজিয়াবাদ পুলিশের ডেপুটি সুপার রণবিজয় বলেন, মেয়েটির জবানবন্দির ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তবে মেয়েটির মেডিক্যাল পরীক্ষা এখনও বাকি রয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম অঙ্কিত এবং দুপ্পান। রণবিজয় জানান, মেয়েটির অভিযোগ পেয়েই তদন্ত শুরু হয়। জানা যায়, মাসুরির বাসিন্দা প্রেমচন্দের অটো চুরি গিয়েছিল সেই দিনই। চুরির অভিযোগ ছিল অঙ্কিত, দুপ্পান, বিশাল এবং সন্দীপ নামের চার যুবকের নামে। ছিঁচকে চোর হিসেবেই তাদের পরিচিতি। ধরা হয় অঙ্কিত ও দুপ্পানকে। জেরার মুখে মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করে তারা।
কয়েক বছর আগে পথ দুর্ঘটনায় মা-বাবাকে হারায় ১৯ বছরের মেয়েটি। পূর্ব দিল্লির ত্রিলোকপুরির বাড়িতে দাদা-দিদির সঙ্গে থাকে সে। চলন্ত বাসে গণধর্ষণ কাণ্ডের পর ওই তরুণীর সঙ্গী বার বার আক্ষেপ করেছিলেন, বাসের বদলে অটোতে উঠলে হয়তো ওই ঘটনা এড়ানো যেত। তবে শনিবার রাতের এই ঘটনা জানার পর সেই আফশোস কি আর করবেন তিনি? |
|
|
|
|
|